29/01/2025
তার সাথে যখন আমার প্রেম হয় তখন ও কি দেখে আমার প্রেমে পড়েছিলো জানিনা ৷ আমি তেমন সুন্দর না দেখতে ৷ এরপর সম্পর্ক যত গড়ায় সে আকার ইঙ্গিতে বোঝায় আমার ফিটনেস ঠিক করতে হবে ৷ আমি মোটা হয়ে যাচ্ছি
সে মশকরার ছলে হলেও আমাকে বোঝাতো তার চিকন মেয়ে পছন্দ ৷
কোনো মেয়ের চেহারা খারাপ হলেও বলতো মেয়েটা সুন্দর ৷ যদি বলতাম কি বলো? কি দেখে মনে হলো? ও বলতো দেখো স্লিম অনেক ৷ তখন বুঝতাম কি বোঝাতে চাইছে সে ৷ কিন্তু কখনো সরাসরি বলেনি আমাকে ৷
সম্পর্কে অনেক ঝামেলা থাকলেও আমরা শক্ত ছিলাম ৷ ছেলেটা ভালোবাসতো আমাকে এটা সত্যি ৷ এরপর বিয়ের সময় এসে পরলো যখন ও আমাকে তখন সরাসরি বলে দিলো দেখো একটু ব্যায়াম করো স্বাস্থ্যটা একটু যেনো কমে ৷ আমার বাসা থেকে দেখতে যাবে বুঝতেছোনা একটু সেরকম হতে হবে
এক
সেদিন বুঝলাম ওর পছন্দটা কিছুই না স্লিম হওয়াটা জরুরী ৷ তা না হলে তো ওকে মানুষ বলবে হাতী বউ এনেছিস ৷ যাহোক শুরু করালাম ব্যায়াম, ডায়েট ৷ কমলামও একটু, কিন্তু শরীর খারাপ হয়ে গেলো অনেক ৷ তবুও স্ট্রং থাকার চেষ্টা করতাম ৷ তারপর আবার আমি খুব একটা ফর্সা না এটা নিয়েও সবার একটু সমস্যা হলেও বিয়েটা হলো ৷
এরপর কিছুদিন ডায়েট মানলেও পরে আর মানা হচ্ছিলোনা সংসারের কাজ সবমিলিয়ে ব্যায়াম ডায়েটের সময় বা ইচ্ছেও ছিলোনা ৷ হয়তো চেষ্টা করলে পারতাম আমিও চেষ্টা করিনি কারণ দুর্বল হয়ে যায় শরীর ৷ আবার মোটা হয়ে গেলাম ৷ জামাই আমাকে উঠতে বসতে বলতেই থাকতো হাতীর মত শরীর ৷ একদিন দেখি বাড়ির লোক ও আমাকে নিয়ে হাসছে ৷ আমাকে নাকি ট্যাবলেটের মতোন লাগে ৷ আমাকে দেখেই সবার কথা বন্ধ হয়ে গেলো ৷ জামাই আমার খুব উপভোগ করছিলো এসব ৷
দিন দিন আমি যেনো তার কাছে পা থেকে মাথা পর্যন্ত আস্ত হাতীই হয়ে যাচ্ছিলাম ৷ আমার দিকে ভালো করে তাকিয়েও দেখতো না ৷ আমার কোন অভাব ছিলোনা ৷ সে কখনো কোন ব্যাপার নিয়ে আমার সাথে ঝগড়াও করতোনা কিন্তু সে আমাকে জাস্ট রিসপন্সেবলটি থেকে হয়তো তার সাথে রেখেছিলো ৷ আমার দোষ একটাই আমাকে আকর্ষনীয় লাগেনা মোটা বলে ৷
একদিন তার জন্য সেজেছিলাম তার প্রথম কথা ছিলো শাড়ীটায় মানাচ্ছেনা আরো বস্তার মতো লাগছে ৷ মেনে নিয়েছিলাম সেদিনও ৷
দুই
কিছুদিন হলো জামাই আমার খুব বউ ভক্ত হয়ে গেছে ৷ সেলফি তোলে আমার সাথে ; প্রশংশা করে ৷ কারণ একমাস হলো আমি অনেক শুকিয়ে গেছি ৷ এখন আমি যাই করি তার তাই ভালো লাগে সুন্দর লাগে ৷ মনে মনে অনেক খুশী হতাম যাক পেরেছি তাহলে