Naim Hossain

Naim Hossain নতুন নতুন ভিডিও পেতে সবাই ফলো করেন

02/03/2025

এই বছর তারাবি শেষ করে ডাব গাছে উঠামু কারে??😔 যারে প্রতিবছর উঠাইতাম সে তো এখন নেতা🙂

পরিশ্রমই সফলতার চাবিকাঠি।
13/02/2025

পরিশ্রমই সফলতার চাবিকাঠি।

13/02/2025

১৪ ফেব্রুয়ারী মানে মেয়েদের মা হবার সম্বাভনা 🥰🤣😁😁😁😁😁

১৪ ফেব্রুয়ারীর জন্য একটা বুদ্ধি দিয়া দিলাম 🙈🙈এভাবে ১৪ ফেব্রুয়ারী পালন করলে কেও টেরঅ পাবে নাহ 😁😁😁🙈🙈
13/02/2025

১৪ ফেব্রুয়ারীর জন্য একটা বুদ্ধি দিয়া দিলাম 🙈🙈
এভাবে ১৪ ফেব্রুয়ারী পালন করলে কেও টেরঅ পাবে নাহ 😁😁😁🙈🙈

Only Ligend 🫣🫣Menshion your Friend @Vairal Vedio  #
05/02/2025

Only Ligend 🫣🫣Menshion your Friend @
Vairal Vedio #

🥴🙄🙄Follow Me
29/01/2025

🥴🙄🙄
Follow Me

তার সাথে যখন আমার প্রেম হয় তখন ও কি দেখে আমার প্রেমে পড়েছিলো জানিনা ৷ আমি তেমন সুন্দর না দেখতে ৷ এরপর সম্পর্ক যত গড়ায় ...
29/01/2025

তার সাথে যখন আমার প্রেম হয় তখন ও কি দেখে আমার প্রেমে পড়েছিলো জানিনা ৷ আমি তেমন সুন্দর না দেখতে ৷ এরপর সম্পর্ক যত গড়ায় সে আকার ইঙ্গিতে বোঝায় আমার ফিটনেস ঠিক করতে হবে ৷ আমি মোটা হয়ে যাচ্ছি
সে মশকরার ছলে হলেও আমাকে বোঝাতো তার চিকন মেয়ে পছন্দ ৷
কোনো মেয়ের চেহারা খারাপ হলেও বলতো মেয়েটা সুন্দর ৷ যদি বলতাম কি বলো? কি দেখে মনে হলো? ও বলতো দেখো স্লিম অনেক ৷ তখন বুঝতাম কি বোঝাতে চাইছে সে ৷ কিন্তু কখনো সরাসরি বলেনি আমাকে ৷
সম্পর্কে অনেক ঝামেলা থাকলেও আমরা শক্ত ছিলাম ৷ ছেলেটা ভালোবাসতো আমাকে এটা সত্যি ৷ এরপর বিয়ের সময় এসে পরলো যখন ও আমাকে তখন সরাসরি বলে দিলো দেখো একটু ব্যায়াম করো স্বাস্থ্যটা একটু যেনো কমে ৷ আমার বাসা থেকে দেখতে যাবে বুঝতেছোনা একটু সেরকম হতে হবে

এক
সেদিন বুঝলাম ওর পছন্দটা কিছুই না স্লিম হওয়াটা জরুরী ৷ তা না হলে তো ওকে মানুষ বলবে হাতী বউ এনেছিস ৷ যাহোক শুরু করালাম ব্যায়াম, ডায়েট ৷ কমলামও একটু, কিন্তু শরীর খারাপ হয়ে গেলো অনেক ৷ তবুও স্ট্রং থাকার চেষ্টা করতাম ৷ তারপর আবার আমি খুব একটা ফর্সা না এটা নিয়েও সবার একটু সমস্যা হলেও বিয়েটা হলো ৷

এরপর কিছুদিন ডায়েট মানলেও পরে আর মানা হচ্ছিলোনা সংসারের কাজ সবমিলিয়ে ব্যায়াম ডায়েটের সময় বা ইচ্ছেও ছিলোনা ৷ হয়তো চেষ্টা করলে পারতাম আমিও চেষ্টা করিনি কারণ দুর্বল হয়ে যায় শরীর ৷ আবার মোটা হয়ে গেলাম ৷ জামাই আমাকে উঠতে বসতে বলতেই থাকতো হাতীর মত শরীর ৷ একদিন দেখি বাড়ির লোক ও আমাকে নিয়ে হাসছে ৷ আমাকে নাকি ট্যাবলেটের মতোন লাগে ৷ আমাকে দেখেই সবার কথা বন্ধ হয়ে গেলো ৷ জামাই আমার খুব উপভোগ করছিলো এসব ৷

দিন দিন আমি যেনো তার কাছে পা থেকে মাথা পর্যন্ত আস্ত হাতীই হয়ে যাচ্ছিলাম ৷ আমার দিকে ভালো করে তাকিয়েও দেখতো না ৷ আমার কোন অভাব ছিলোনা ৷ সে কখনো কোন ব্যাপার নিয়ে আমার সাথে ঝগড়াও করতোনা কিন্তু সে আমাকে জাস্ট রিসপন্সেবলটি থেকে হয়তো তার সাথে রেখেছিলো ৷ আমার দোষ একটাই আমাকে আকর্ষনীয় লাগেনা মোটা বলে ৷
একদিন তার জন্য সেজেছিলাম তার প্রথম কথা ছিলো শাড়ীটায় মানাচ্ছেনা আরো বস্তার মতো লাগছে ৷ মেনে নিয়েছিলাম সেদিনও ৷

দুই
কিছুদিন হলো জামাই আমার খুব বউ ভক্ত হয়ে গেছে ৷ সেলফি তোলে আমার সাথে ; প্রশংশা করে ৷ কারণ একমাস হলো আমি অনেক শুকিয়ে গেছি ৷ এখন আমি যাই করি তার তাই ভালো লাগে সুন্দর লাগে ৷ মনে মনে অনেক খুশী হতাম যাক পেরেছি তাহলে

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naim Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category