
02/08/2025
বংশালের আগা মসিহ্ লেনের এই বাড়িটা খন্দকার মোশতাক আহমেদের। কোনো নান্দনিক নকশাওয়ালা বাড়ি না, দেখতে সেরেফ দিয়াশলাইয়ের বাকশোর মতো। ঢুকতে দেওয়া হয় না কাউকে। গেটে ইংরেজিতে লেখা ‘কুকুর হইতে সাবধান’। গেটে কোনোদিনই কোনো কুকুর দেখিনি অবশ্য।
শেখ মুজিবুর রহমানকে হত্যার পরিকল্পনাসংক্রান্ত একাধিক বৈঠক এই বাড়ির দোতলায় বসে হয়েছে। মুজিবহত্যার পর কেটে গেছে কাঁটায়-কাঁটায় ৫০ বছর। এই অর্ধশতাব্দীতে শেখ মুজিবের দল ক্ষমতায় ছিল বিশ বছর। এই দীর্ঘ সময়ে দেশে একাধিকবার সামরিক শাসন এসেছে, ‘বহুদলীয় গণতন্ত্র’ এসেছে, এসে বিলুপ্ত হয়ে আবার আধাসামরিক শাসন এসেছে— তা-ও একাধিকবার।
কিন্তু মোশতাকের এই বাড়িটা কেউ ভেঙে ফেলেনি। সব আমলেই বাড়িটা অক্ষত ছিল।
-আখতারুজ্জামান আজাদ