Creative Hour

Creative Hour "Creative Hour is a space for fresh ideas and inspiration. Where ideas come to life!"

Join us to explore unique insights, spark creativity, and connect with a community that values curiosity and self-expression.

সন্ধ্যার নীরবতায় লিখি স্বপ্নের গান,শিখতে এসেছি আমি, জ্ঞানের টানে প্রাণ।ফেসবুকের পথে চাই নতুন আলোর দিশা,আপনাদের ভালোবাসা...
03/09/2025

সন্ধ্যার নীরবতায়
লিখি স্বপ্নের গান,
শিখতে এসেছি আমি,
জ্ঞানের টানে প্রাণ।
ফেসবুকের পথে চাই
নতুন আলোর দিশা,
আপনাদের ভালোবাসাই হোক,
আমার নিশা।
পাশে থাকলে আপনারা,
পাবো সফলতা,
ভালোবাসার ফলোয় গড়বে,
ভবিষ্যৎ গাথা।
লাইক করুন, কমেন্ট করুন,
ফলো করুন আমায়,
চলুন একসাথে গড়ি স্বপ্নের ঠিকানা,
ফেইসবুকের ছায়ায়।

23/08/2025

এক বালিশে শরীরে নিচু হয়, দুই বালিশ হইলে উঁচু হয়, বলেন তো কি করা যায়?

📢 ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করার সহজ সমাধান!আপনি কি আপনার আয়কর রিটার্ন দাখিল নিয়ে চিন্তিত? অফিসে না গিয়েও ঘরে বসে আয়কর ...
10/11/2024

📢 ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করার সহজ সমাধান!

আপনি কি আপনার আয়কর রিটার্ন দাখিল নিয়ে চিন্তিত? অফিসে না গিয়েও ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করতে চান? সারা বাংলাদেশের যেকোনো আয়কর অফিসে আয়কর জমা দেওয়া যাবে এখন আমাদের অনলাইন সেবার মাধ্যমে।

✅ সেবাসমূহঃ

ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল

যেকোনো জেলার আয়কর অফিসে জমা দেওয়ার সুযোগ

পেশাদার পরামর্শ ও সহায়তা

📞 যোগাযোগ করুন এখনইঃ

মোবাইল: ০১৭৩৭৮৯৪৬৭৯

হোয়াটসঅ্যাপ: ০১৭৭৯৬৯২৮৪৪

ইমেইল: [email protected]

বিশেষজ্ঞ সহযোগিতায় নির্ভুল আয়কর রিটার্ন দাখিলের নিশ্চয়তা!

09/11/2024

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?

মানুষের জীবনে বিবেক ও ভালোবাসা দুটোই অপরিহার্য। বিবেক আমাদের অভ্যন্তরীণ নৈতিক শক্তি, যা সঠিক-ভুলের পার্থক্য করতে শেখায় ...
21/10/2024

মানুষের জীবনে বিবেক ও ভালোবাসা দুটোই অপরিহার্য। বিবেক আমাদের অভ্যন্তরীণ নৈতিক শক্তি, যা সঠিক-ভুলের পার্থক্য করতে শেখায় এবং আমাদের দায়িত্বশীল করে তোলে। এটি মানুষকে সৎ পথে চলতে এবং নিজের কর্মের প্রতিফল নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে।

অন্যদিকে, ভালোবাসা হল সেই শক্তি, যা মানুষকে মানুষের সাথে সংযুক্ত করে। এটি কেবল আবেগ নয়, বরং সম্মান, বিশ্বাস এবং সহানুভূতির মিশ্রণ। ভালোবাসা মানুষকে সহানুভূতিশীল এবং মানবিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।

যখন ভালোবাসা বিবেকের আলোকে পরিচালিত হয়, তখন তা এক অনন্য শক্তিতে পরিণত হয়, যা কেবল ব্যক্তিগত সম্পর্ককেই সমৃদ্ধ করে না, বরং সমগ্র মানবজাতির মঙ্গল সাধনে ভূমিকা রাখে। একজন মানুষের বিবেক যখন ভালোবাসার পথে পরিচালিত হয়, তখনই সে প্রকৃত মানুষ হয়ে ওঠে।

07/10/2024

দিনের আলোতে পথ হারিয়ে, অন্ধকারে জোনাকির আলোকে সম্ভল ভেবে গন্তব্যে পৌছানোর প্রতিক আমি।

Send a message to learn more

Address

Mymensingh Palli Bidyut Samity/3
Mymensingh
2203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Hour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share