SA Somaiya's vlog

SA Somaiya's vlog Be happy
(22)

চন্দ্র সূর্য ও পৃথিবীর সমান্তরালের এ যুগল মিলনের লালাভ আভার ন্যায় আমাদের যুগল বন্ধনও অটুট থাকুক এপারের দূর্গম  সিড়ি  বেয়...
07/09/2025

চন্দ্র সূর্য ও পৃথিবীর সমান্তরালের এ যুগল মিলনের লালাভ আভার ন্যায় আমাদের যুগল বন্ধনও অটুট থাকুক এপারের দূর্গম সিড়ি বেয়ে পরকালের প্রশান্তির বাগিচায়।

04/09/2025

👉চেষ্টা কখনো ব্যর্থ হয় না,ব্যর্থ হয় চেষ্টা না করা মানুষগুলো

04/09/2025

আল্লাহুম্মা ছাইয়েবান নাফিয়া।

মানুষের মন ও ফুলের পাপড়ি — দুটোই নরম, একটু যত্ন পেলে ফোটে, আর অবহেলায় ঝরে যায়।
02/09/2025

মানুষের মন ও ফুলের পাপড়ি — দুটোই নরম, একটু যত্ন পেলে ফোটে, আর অবহেলায় ঝরে যায়।

"ভালোবাসা" শব্দটা হয় না কখনো পুরানো..হয় না কখনো মলিন..হয় না ধূসর কিংবা বর্নহীণ..যা শুধু রংধনুর রঙে রঙিন..হোক না সেটা এপা...
01/09/2025

"ভালোবাসা" শব্দটা হয় না কখনো পুরানো..হয় না কখনো মলিন..হয় না ধূসর কিংবা বর্নহীণ..যা শুধু রংধনুর রঙে রঙিন..হোক না সেটা এপার কিংবা ওপারের..তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা "!!

31/08/2025

হয়তো মনিটাইজেশন সবার জন্য না।

30/08/2025

সব সময় অন্যকে অনুসরণ করা উচিত নয়।

27/08/2025

কখনো কি আপনারা ইদুরের কামড় খেয়েছেন??

26/08/2025

দিন ফুরিয়ে যাচ্ছে! ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে! এত আনন্দ কোলাহল সুখের বাড়ি সব কিছু লিখে দিতে হবে মৃত্যুর দলিলে!

25/08/2025

যখন একজন আহ্বানকারী ডাকবে, 'হে জান্নাতবাসী! তোমাদের ররের সাথে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে!' রহমানের সাথে সেই মুহূর্তটা কেমন হবে! আর আমি-ই এমন কে, যে আল্লাহ সুবহানাহু'র সাথে সাক্ষাতে ধন্য হব?

তখন আমি এগিয়ে চলব সানন্দে, হৃষ্টচিত্তে, মাথা উঁচু করে। যে চোখ দিয়ে কোনো হারাম দেখিনি, সেই চোখ তুলে তাকাব। আল্লাহ পর্দা সরিয়ে দেবেন। তাকিয়ে থাকব অপলক। প্রাণভরে দেখব তাঁকে। ভেতরটা কেঁপে উঠবে, বিনয়ে হব নতজানু। অনুভূত হবে এক অনাবিল, অপার্থিব প্রশান্তি; প্রথমবারের মতো। চোখ বন্ধ করতে পারব না, পারব না মাথা নাড়াতে। এমনকি নিশ্বাসও হয়তো থেমে যাবে! দু'চোখ বেয়ে গড়িয়ে পড়বে আনন্দের অশ্রুধারা!

কি চমৎকার অনুভূতি হবে, প্রথমবারের মতো আল্লাহকে দেখা!

বই: জীবন যদি হতো নারী সাহাবির মতো

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when SA Somaiya's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA Somaiya's vlog:

Share