21/05/2025
★মহিমান্বিত সেই রাত্রি"★
একদা এক রাজা স্বপ্নে দেখলেন, এক দৈববাণী তাঁকে বলছে— *"যে ব্যক্তি আজ রাতে রাজপ্রাসাদের বাগানে এসে উপাসনায় মগ্ন হবে, সে পরম জ্ঞান লাভ করবে।"*
রাজা বিস্মিত হলেন। তিনি নিজে গভীর রাতে বাগানে গেলেন, দেখলেন— তাঁরই এক দরিদ্র প্রজা সেখানে ধ্যানমগ্ন। রাজা ক্রুদ্ধ হয়ে বললেন, *"তুমি কীসের সাহসে রাজবাগানে প্রবেশ করেছ?"*
প্রজা নতজানু হয়ে বলল, *"মহারাজ, আজ সকালে আমার কন্যা বলল— 'বাবা, আজ রাতে স্বপ্নে দেবদূত এসে বলেছেন, যারা আজ রাতে রাজপ্রাসাদের বাগানে প্রার্থনা করবে, তাদের মনের সকল অন্ধকার দূর হবে।' আমি তাই এসেছি।"
রাজার হৃদয় কম্পিত হলো। তিনিও সেই প্রজার পাশে বসে ধ্যানে নিমগ্ন হলেন। রাতভর তারা নীরবে প্রার্থনা করলেন।
ভোরবেলা, রাজা প্রজাকে জিজ্ঞাসা করলেন, *"কী পেলে তুমি?"*
প্রজা মৃদু হেসে উত্তর দিল, *"মহারাজ, আমি উপলব্ধি করেছি— জ্ঞানের আলো কোনো প্রাসাদের মালিকানা দাবি করে না। সত্যের সাধনা সকলের জন্য উন্মুক্ত।"*
রাজা লজ্জিত হয়ে বললেন, *"আমি আজ শিখলাম— ঈশ্বর কোনো বিশেষ স্থান বা ব্যক্তির মালিক নন। তাঁর করুণা সকলের জন্য সমান।"*
#গম্ভীর_গল্প #আধ্যাত্মিক_জ্ঞান #নম্রতা #রাজা_ও_প্রজা #প্রাচীন_প্রবচন