akram_islam_tibro

akram_islam_tibro হুদাই একটা

15/11/2023

Dear ( SST) I need your msg

23/02/2023
02/12/2022
02/12/2022

ইনশাল্লাহ আগামীকালই সেমিনার,
অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রিয় দ্বীনি বোন এখনই রেজিস্ট্রেশন করুন।
Women's Education Seminar - November, 2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

প্রিয় দ্বীনি বোন, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল ইতকান বালিকা মাদ্রাসার পক্ষ থেকে জেনারেল শিক্ষিত বোনদের জন্য ৩০ নভেম্বর দ্বীনি শিক্ষার গুরুত্ব শীর্ষক একটি শিক্ষা সেমিনার আয়োজন করা হয়েছে।

ইসলামি জ্ঞান ও ঐতিহ্য, দ্বীনের ক্ষেত্রে উম্মাহর মহীয়সী নারীদের একনিষ্ঠ অবদান, দ্বীন শিক্ষার মৌলিক বিষয়বস্তু ও জ্ঞানের প্রয়োগ সহ প্রয়োজনীয় শিক্ষা অর্জন করে কিভাবে নিজেকে একজন আদর্শ মুসলিমাহ নারী হিসেবে গড়ে তোলা যায়? এরকম মৌলিক কিছু প্রশ্নের যৌক্তিক আলোচনা নিয়ে গঠনমূলক শিক্ষা সেমিনারটিতে আপনি সবান্ধবে আমন্ত্রিত।

ইনশাআল্লাহ উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন....

উস্তাযা সাবিকুন নাহার সারাহ
পরিচালিকা
আল ইতকান বালিকা মাদ্রাসা, ঢাকা।

সহ আরো অনেকেই ইনশাআল্লাহ।

প্রাসঙ্গিক প্রশ্নোত্তর প্রদান করবেন.....
মুহতারাম আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।

তারিখঃ আগামী ৩০ নভেম্বর -২২ ইং
রোজ- বুধবার, ২০২২ ইং
সময়ঃ দুপুর ২ঃ০০ ঘটিকা থেকে বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত
রেজিষ্ট্রেশন ফিঃ- ২০০৳ মাত্র।
রেজিষ্ট্রেশন লিংক -👇
https://forms.gle/wWhdhhoErjby5ZMs9

স্থানঃ সাহাল ইন্টারন্যাশনাল কনভেনশন হল, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

যোগাযোগের জন্যঃ- 01625969617, 01409506254 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)

সম্মানিত দ্বীনি-বোনদের উক্ত শিক্ষা সেমিনারে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো।
এছাড়াও থাকছে আল ইতকান মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ কুইজ প্রতিযোগিতা এবং পুরুষ্কার সহ একাধিক আয়োজন !

📌 পূর্ণ পর্দার সহিত, ইসলামিক পরিবেশ মেইনটেইন করে আয়োজনটি করা হয়েছে।

যাদের জন্য আয়োজনঃ👇
শুধুমাত্র দ্বীনি বোনদের জন্য। যারা নিজেকে একজন আদর্শ নারী হিসেবে তৈরি করতে চাচ্ছেন এবং সময় সল্পতার কারনে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম পাচ্ছেন না।
বিঃ দ্রঃ-মা-বোনদের সাথে মারহাম পুরুষ অভিভাবকদের অবস্থানের জন্য আলাদা ব্যাবস্থা আছে।

ধারন ক্ষমতা সীমিত। তাই দ্রুত রেজিষ্ট্রেশন করুন। ইনশাআল্লাহ উক্ত সেমিনারটি শারঈ পর্দার সহিত, স্বাস্থ্যবিধি মেনে, সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।

মহান আল্লাহ আমাদের সকলকে তার দ্বীনের আলোয় আলোকিত করুন আমিন।
আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ।জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা।

শিক্ষা সেমিনার/ নভেম্বর -২০২২ (শুধুমাত্র মেয়েদের

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when akram_islam_tibro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share