Golden Touch

Golden Touch আমার পূর্বের পেইজ হ্যাক হয়ে যাওয়ায় এই নতুন পেইজ খুলেছি।আশা করি আগের মত সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ
(4)

One day🖤
16/03/2025

One day🖤

19/12/2024

প্রিয় "অভিমানী "

সম্পর্কের প্রথম দিন থেকে যতটা পাগল ছিলে তুমি আমার জন্য।
সেই পাগলামিটা দিন যেতে যেতে হারিয়ে গেছে।
প্রতি ঘন্টায় খোঁজ নেয়ার সেই তুমিটা কেমন যেনো বদলে গেছো।
এখন আর অপেক্ষায় বছর পার করে দিলেও জানি তোমার খোঁজ নেয়ার ইচ্ছে হয় না।

হারিয়ে গেছে রাত জেগে কথা বলার দিন
রাত জেগে থাকলেও তোমার আর আগের মত একা একা লাগে না।এখন তুমি কথা না বলেই ঘুমিয়ে যেতে পারো। আমার কন্ঠ শোনার প্রয়োজন আর হয় না।

হাতে হাত রাখার ইচ্ছেটাই যেনো হারিয়ে গেছে।
আগের মত এখন আমার মন খারাপ হলেও নেই তোমার আমার মন ভালো করে দেয়ার চেষ্টাটা ।

শুনেছি সম্পর্ক পুরোনো হলে ভালোবাসা আরো বেশি বাড়ে
তোমার আমার সম্পর্কের তো অনেক বছর পূর্ণ হলো
বেড়ে গেলো আমার প্রতি তোমার অভিমান
বাড়লো দুজনের দূরত্ব, বাড়লো নীরবতা।

তবে ভালোবাসা বাড়লো কই?

19/12/2024

তার সাথে কথা হয়নি,
আজ অবধি দেখাও হয়নি,
কখনো তার কপালে চুমু দিয়ে,
জড়িয়ে ধরে ভালোবাসিও বলা হয়নি।

সে আমার আবেগ,
সে আমার অনুভূতি,
সে আমার অপেক্ষা নামের
এক অসমাপ্ত ভালোবাসা।

19/12/2024

"যদি এবার দেখা হয়"
তোমার হাসির বৃথা মায়ায় নিজেকে আর জড়াবো না,
তোমার হাসিতে মুগ্ধ হয়ে প্রশংসায় আর ভাসাবো না।

"এবার আর বলবো না"
কিভাবে তুমি এতো মিষ্টি করে হাসতে পারো!
তোমার আঙুলে আমার আঙুল জড়ানোর
বৃথা চেষ্টা'টা ও করবো না।
তোমার গালে হাত ছুঁয়ে
ভালোবাসি ভালোবাসি আর বলবো না!

"যদি এবার দেখা হয়"
তোমার কপাল ছোঁয়ার বাহানায় আমি বলবো না
টিপ টা বাঁকা হয়ে আছে ।
তোমার কাজল চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো না ।
এবার আর তোমায় জড়িয়ে ধরে বলবো না,
খুব বেশি ভালোবাসি তোমায়।
"আর বলবো না" এতো তাড়া কিসের
কিছুক্ষণ আরো থাকো!

"যদি এবার দেখা হয়"
উল্টো পথে আমি হাটবো না
তুমি না চাইলে'ও আমি ঠিক'ই
তোমার সামনে এসে দাঁড়াবো।

18/12/2024

এক সদ্য যৌবনার তৃষ্ণার্ত চোখের মায়া তুমি কোনোদিনও বুঝো নাই!💔

10/11/2024

তোমার বিরহে আমি গাইব না কোনো গান,
লিখব না কোনো কবিতা,
করবো না অভিযোগ,
নিরবে কেটে যাক না হয়
আমার এক যোগ।

10/11/2024

একটা মানুষ হলো না আজও
আপন মানুষ, খুব কাছের মানুষ
কিংবা প্রবল ঝড়ে বুকের মাঝে জড়িয়ে ধরা মানুষ।

এমন একটা আপন মানুষ আজও হলো না,
যে চোখের দিকে তাকিয়ে বলবে
আমি শুধু তোমায় ভালোবাসি ।
আমি ভালোবাসি তোমার সফলতা
আমার কোনো আক্ষেপ নেই তোমার ব্যর্থতায় ।
তুমি থাকলে আমার কিছু আর চাই না।
আমার শুধু তুমি হলেই চলবে।

একটা কাছের মানুষ হলো না আজও,
যে এই মানুষটাকে নিজের করে নেবে
আমার একাকীত্বে পাশে এসে
যে আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলবে,
তোমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ থাকতে হবে না,
আমার জন্য এক বুক ভালোবাসা নিয়ে এসো
রাগ অভিমান হলে আমায় সামলে নিয়ে,
মাথা গোঁজার জন্য তোমার বুকটা পেতে দিও।

বুকের ভিতর দীর্ঘশ্বাসের কারণ সে জানবে
হারিয়ে যাওয়া আমার মুখের হাসি
ফিরিয়ে আনতে যে আন্দোলনে নামবে
এমন একটা মানুষ আপন হলো না আজও।

25/10/2024
29/09/2024

ছোট একটা কারণের জ্যার ধরে
পরিচিত কন্ঠ অপরিচিত হতে কয়েক সেকেন্ডর ব্যাবদান।

23/09/2024

তোমার একজোড়া চোখের বর্ণনায় গোটা এক উপন্যাস লেখা সম্ভব.!🤍🌸

20/09/2024

কখনো খুব বেশি করে কিছু চাইতে নেই,
খুব বেশি করে চাওয়া কোনো কিছুই পাওয়া হয় না।
যত্ন করে আদরে ধরে রাখতে চাওয়া কোনো কিছুই
চিরদিন কাছে থাকে না,আপন থাকে না।
হয় হারিয়ে যায় নয়তো অন্যের হয়ে যায়।

সম্পর্ক মুহুর্তেই বদলায়, স্মৃতি বদলায় না।স্মৃতিরা কেবল জমতে থাকে।
জমতে জমতে পাহাড় হয় হৃদয়ে।পাহাড়ের দেয়ালের কারনে
ওপাশ থেকে নতুন করে সুখের ছায়াও আর স্পর্শ করতে পারে না।

মানুষের মন খারাপ হয়, মানুষ দুঃখী হয়।
মানুষের আশার মানুষ ভরসার মানুষ হারিয়ে যাবার পরে,
মানুষ নিজেকে প্রশ্ন করতে শুরু করে,
কখনোই কি সুখে ছিলাম?
অজস্র প্রশ্ন জড়ো করে মানুষ আবারও দুঃখ জমাট করে,
বস্তুত,ভালবাসার মানুষ হারিয়ে গেলে মানুষ দুঃখ পোষে ভালোবেসে। 🌸🖤

16/09/2024

আদর ছাড়া মানুষের অভিমান ভাঙ্গবে কী করে?
অভিমান করলে দূরে থাকতে নেই। কাছাকাছি থাকতে হয়, একদম শরীরের সাথে –মনের সাথে মিশে। দূরে থাকলে অভিমান কমে না, বাড়ে!

অভিমান করলে তাই করতে হয়, যা করলে মন ভালো হয়ে যায়। নিজেকে অসহায় লাগে না, নিঃস্ব লাগে না। এভাবে অভিমানে দূরত্ব বাড়াতে নেই।

যে অভিমানে মানুষ আরও প্রেম চায়, ভালোবাসা চায়, চায় আরো বেশি আদর, সেই অভিমান উপেক্ষা করতে নেই। অভিমানকে গ্রহণ করতে শিখো প্রিয়। মূল্য দিতে শিখো। অভিমানের ভাষা বুঝতে পারলেই তো তুমি কেবল আমার। অভিমান তো প্রেমেরই আরেক রূপ, আরেক অংশ। অভিমান না বুঝলে ভালোবাসা হয় কী করে? বলো, অভিমানের পরে একটু ভালোবাসা আর আদর খুব প্রয়োজন.... 🌼💙

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Golden Touch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golden Touch:

Share

Category