শেষ দেখা

শেষ দেখা গল্পের পেজ টা ফলো দিয়ে সকলে পাশে থাকেন!
(15)

07/05/2025
এদের বেপারে কিছু বলে যান
06/05/2025

এদের বেপারে কিছু বলে যান

03/05/2025

Alhamdulillah Israel purtache

03/05/2025

BTS Fun Girl

পুরুষ আজ নির্যাতিত নারীদের কাছে😥যদি এই ঘটনা একজন মেয়ের সাথে হতো, তাহলে দেশে তোলপাড় পড়ে যেত। কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে...
03/05/2025

পুরুষ আজ নির্যাতিত নারীদের কাছে😥

যদি এই ঘটনা একজন মেয়ের সাথে হতো, তাহলে দেশে তোলপাড় পড়ে যেত। কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে সবাই চুপ। প্রতিনিয়ত পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে নারীদের কাছে।
সমাজে নারীদের অধিকার এত বেশি যে তারা যে কোন কাজ অনায়াসে করতে পারে।

আমি একজন মেয়ে হয়ে ও এর প্রতিবাদ জানাই। আর যারা এই অপরাধ করেছে তাদের ক*ঠোর শা*স্তি দেওয়া হোক। সেয়ার করে দিন #

গল্পের নাম: কাক মামার কান্ডএক ছিল কাক, নাম তার কালু,উড়ত আকাশে, করত তালু।ভোর হলে ডাকত, "কা কা কা!"সবাই বলত, "চুপ কর না তা...
01/05/2025

গল্পের নাম: কাক মামার কান্ড

এক ছিল কাক, নাম তার কালু,
উড়ত আকাশে, করত তালু।
ভোর হলে ডাকত, "কা কা কা!"
সবাই বলত, "চুপ কর না তা!"

একদিন নিল সে রুটি চুরি,
মাছের ঝোলেরও করল কুড়ি।
কাকু বলল, "এই যে কালু,
তুই না হলে রান্না হালু!"

হাসে সবাই কাকের পেছনে,
চালাক সে বড়ো, থাকে সে হেসে।
বলল শেষে, “আমি কাক, চালাক বাপু,
তোমার ভুলে আমি তো সাপু

29/04/2025
গল্পের নাম: "বিশ্বাসের রাজত্ব"অনেক বছর আগে, একটা রাজ্য ছিল যার নাম ছিল সৌরভপুর। সৌরভপুরের রাজা ছিলেন রাজা আরিহান — প্রজা...
28/04/2025

গল্পের নাম: "বিশ্বাসের রাজত্ব"

অনেক বছর আগে, একটা রাজ্য ছিল যার নাম ছিল সৌরভপুর। সৌরভপুরের রাজা ছিলেন রাজা আরিহান — প্রজাদের ভালোবাসায় ভরা, দয়ালু ও বুদ্ধিমান শাসক। তার রাজত্বে কারো কোনো অভাব ছিল না। রাজ্য ভরা ছিল সোনার খেত, শান্তি আর হাসিমুখে ভরা মানুষে।

কিন্তু, সুখের এই রাজত্বে ছিল একটা বড় সমস্যা — রাজার একান্ত বিশ্বস্ত বলে পরিচিত মন্ত্রিপরিষদের ভেতরেই ছিল পাজারা (অর্থাৎ বিশ্বাসঘাতক)! তারা রাজাকে দেখে বাহবা দিত, কিন্তু পেছনে ষড়যন্ত্র করত রাজ্য দখলের। পাজারা চেয়েছিল রাজাকে সরিয়ে নিজে সিংহাসনে বসতে।

একদিন, রাজার কানেও এল খবর — “মহারাজ, আপনার প্রিয় কাউন্সিলরদের ভেতরেই কেউ একজন আপনাকে ঠকাচ্ছে।”
রাজা তখন এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি মনের মধ্যে ভাবলেন, "বিশ্বাস হারালে রাজ্য বাঁচে না, কিন্তু অন্ধ বিশ্বাসে রাজ্য ধ্বংসও হতে পারে।"

পরিকল্পনা শুরু:

রাজা একদিন ঘোষণা করলেন, "আমরা এক রহস্যময় রত্ন পেয়েছি — এটি যার হাতে থাকবে, সে রাজ্যের সবচেয়ে বড় শক্তিধর হয়ে উঠবে!"
এরপর রাজা কৌশলে সেই রত্নের বিষয়ে কাউন্সিলরদের মধ্যে গোপন গুজব ছড়িয়ে দিলেন।

যারা ছিল সত্যিকারের বিশ্বস্ত, তারা কিছুই করল না। কিন্তু যারা ছিল পাজা, তারা রাতের অন্ধকারে রত্ন চুরি করতে আসল। রাজা আগে থেকেই প্রহরী বসিয়েছিলেন। সেই রাতে ধরা পড়ে গেল তিনজন মন্ত্রী — তারা ছিল রাজার প্রিয়দের মধ্যে অন্যতম!

বিচারের দিন:

সব প্রজাদের সামনে রাজা বললেন,

> "বিশ্বাস ভেঙে যে নিজের লালসা মেটায়, সে রাজ্যের শত্রু। আজ থেকে সৌরভপুরে শুধু সত্যিকারের বিশ্বস্তরাই থাকবে।"

বিশ্বাসঘাতকদের নির্বাসিত করা হলো। যারা সত্যিকারের অনুগত ছিল, তাদের রাজা পুরস্কৃত করলেন।
সৌরভপুর রাজ্য আবার শান্তিতে ভরে উঠলো। আর রাজা আরিহান তার প্রজাদের হৃদয়ে স্থায়ী হয়ে গেলেন "বিশ্বাসের রাজা" নামে।

গল্পের শিক্ষা:

বিশ্বাস জেতা সহজ নয়, হারানো সহজ।

দুনিয়ায় মিষ্টি কথা বলা অনেক সহজ, কিন্তু সত্যিকারের বিশ্বস্ত থাকা সবচেয়ে বড় গুণ।

বুদ্ধিমানেরা সবসময় হৃদয় আর বুদ্ধি একসাথে নিয়ে চলেন। লেখক শেষ দেখা #লেখা #গল্প

Address

গ্রামের রাস্তা
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেষ দেখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেষ দেখা:

Share