Daily Lifes Vlog

Daily Lifes Vlog daily lifes vlog
(2)

28/12/2023

Follow my page first i am ready for back following

19/12/2023

দস্তরখানা_________♥
দস্তরখানা ছাড়া খাবার পরিবেশন যেমন সুন্নত পরিপন্থী এবং দস্তরখানা ছাড়া যেমন খাবারে তৃপ্তি আসেনা। ঠিক এরচেও বেশি অতৃপ্তি ও অরুচি লাগে যখন দস্তরখানার নামে নোংরা ও ময়লা কাপড়, মেয়েদের ব্যবহৃত ওরনা, মানুষের ব্যবহৃত গামছা, পত্রিকার কাগজ ইত্যাদি বিছিয়ে দেওয়া হয়। এই কাজটি দস্তরখানা ও খাবারের শানে বেয়াদবিও।দস্তরখান লালা হতে হবে,পাশাপাশি পরিষ্কার ও হতে হবে যেন তা থেকে খাবার উঠিয়ে খাওয়া যায়✅🟥✅

17/12/2023

ইচ্ছা ও ভালো লাগার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রয়োজন। তাই যা ভালো লাগছে না বা যা করতে ইচ্ছে হচ্ছে না তাকে প্রয়োজন মনে করুন। আস্তে আস্তে তা ভালোবাসায় রূপ নেবে ইনশাআল্লাহ!

10/12/2023

try to fix herself 📿

08/12/2023

it's Friday

07/12/2023

যারা ফলো পাওয়ার পরে, আমাকে অনফলো করে দেয় তাদের কি করা উচিত সকলের মতামত চাই?please give me answer.
And Share this post.💣

07/12/2023

রাসূলুল্লাহ (স.)- এর একজন লেখক আবু রিবয়ী হানজালা বিন রাবি উসাইয়িহী (রা) বলেন, একদা আবু বকর (রা) আমার সাথে সাক্ষাৎ করে বললেন, 'হে হানজালা, তুমি কেমন আছো?' আমি বললাম,' হানজালা মুনাফিক হয়ে গেছে'। তিনি আশ্চর্য হয়ে বললেন,' সুবহানাল্লাহ! এ কি কথা বলছো!'

আমি বললাম,' কথা এই যে, যখন আমরা রাসূলুল্লাহ (স.)- এর নিকটে থাকি, তিনি আমাদের সামনে এমন ভঙ্গিমায় জান্নাত ও জাহান্নামের আলোচনা করেন যেন আমরা তা নিজ চোখে দেখছি। অতঃপর যখন আমরা রাসূলুল্লাহ (স.)- এর নিকট থেকে বের হয়ে আসি, তখন স্ত্রী সন্তান-সন্ততি ও অন্যান্য পার্থিব কারবারে ব্যস্ত হয়ে অনেক কিছু ভুলে যাই'।

আবু বকর (রা) বললেন, 'আল্লাহর কসম, আমাদেরও তো এই অবস্থা হয়'। কাজেই আমি ও আবু বকর (রা) গিয়ে রাসূলুল্লাহ (স.)- এর খেদমতে উপস্থিত হলাম। অতঃপর আমি বললাম, ' হে আল্লাহর রাসূল, হামজালা মুনাফিক হয়ে গেছে'। রাসূলুল্লাহ (স.) বললেন, ' সে কি কথা!'

আমি বললাম, ' হে আল্লাহর রাসূল, আমরা যখন আপনার নিকটে থাকি তখন আপনি আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা এরূপে শোনান যেন আমরা তা প্রত্যক্ষভাবে দেখছি। অতঃপর আমরা যখন আপনার নিকট থেকে বের হয়ে যাই, তখন অনেক কথা ভুলে যাই'।

এ কথা শুনে রাসূলুল্লাহ (স.) বললেন, ' সেই সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ, যদি তোমরা সর্বদা এই অবস্থায় থাকতে যে অবস্থাতে তোমরা আমার নিকটে অবস্থান করো এবং সর্বদা আল্লাহর স্মরণে মগ্ন থাকতে তাহলে ফেরেশতাগণ তোমাদের বিছানায় ও তোমাদের পথে তোমাদের সঙ্গে মুসাফাহা করতেন। কিন্তু হে হানজালা, সর্বদা মানুষের এক অবস্থা থাকে না। কিছু সময় ইবাদতের জন্য ও কিছু সময় সাংসারিক কাজের জন্য'। তিনি এ কথা তিনবার বললেন।

সূত্র: মুসলিম ২৭৫০, তিরমিযী ২৪৫২

Grow together ☘️🍀
07/12/2023

Grow together ☘️🍀

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Daily Lifes Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Lifes Vlog:

Share