The light of Deen-দ্বীনের আলো

The light of Deen-দ্বীনের আলো কুরআন ও হাদীসের আলোকে সুন্দর জীবনের পথে চলার আহ্বান।
দ্বীনের আলো ছড়িয়ে দিন। ভালো লাগলে শেয়ার করুন🖤

19/09/2025

গাছের মূল যদি শক্ত থাকে তাহলে ঝড় আসলেও যেমন এদিক সেদিক দুলতে থাকলেও ভেঙে পড়ে না। ঠিক তেমনি ইবাদত যদি শুধু বিপদে পড়লে না পড়েন তাহলে বিপদ কেটে গেলে বা না কেটে গেলেও হতাশা আসবে না কখনো। কারণ আপনি শক্তিশালী।

18/09/2025

সূরা আদ-দুহা: এই সূরার চতুর্থ আয়াতে বলা হয়েছে, "আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।"

17/09/2025

পবিত্র কোরআনে মহান আল্লাহ মানুষকে সততার চর্চা ও সত্য বলার নির্দেশ দিচ্ছেন, ‘আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো।

(সুরা : আহযাব, আয়াত : ৭০)


17/09/2025

হয় ভাল কথা না বলুন, না হলে চুপ থাকুন....

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ

যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন অবশ্যই ভাল কথা বলে, না হলে চুপ থাকে।

রিয়াদুসসালেহীন ১৫১১

10/09/2025

"রাসূলুল্লাহ ﷺ বলেছেন: হারানো সন্তান ফিরে পেলে মা যেমন খুশি হন, তার চেয়েও বেশি খুশি হন আল্লাহ, যখন তাঁর কোনো পাপী বান্দা তওবা করে তাঁর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ।"

゚viralシ

08/09/2025

মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য।
পরীক্ষায় সফল হবার মূলমন্ত্র:
পরীক্ষায় সফল হতে হলে সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যত বিপদই আসুক না কেন ধৈর্য ধরতে হবে। আর আল্লাহকে স্মরণ করতে হবে।



চাঁদ! সুবহানাল্লাহ 🪷
07/09/2025

চাঁদ!
সুবহানাল্লাহ 🪷

07/09/2025

চন্দ্রগ্রহণের সময় ইসলামে বিশেষ দোয়া ও ইবাদতের কথা এসেছে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
🌙 চন্দ্র ও সূর্যগ্রহণ কোনো কারও মৃ** বা জন্মের কারণে হয় না। বরং এগুলো আল্লাহর নিদর্শন। তাই যখন এগুলো দেখতে পাও, তখন নামাজ পড়ো ও দোয়া করো। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
করণীয়:
সালাতুল কুসুফ (গ্রহণের নামাজ) আদায় করা।
তাওবা, ইস্তিগফার করা।
সদকা ও দোয়া করা।
দোয়া / যিকির
নির্দিষ্ট কোনো দোয়া বর্ণিত হয়নি, তবে এসময় সাধারণ দোয়া, ইস্তিগফার, তাসবিহ পড়া উত্তম। যেমন:
سُبْحَانَ الله (সুবহানাল্লাহ)
الْحَمْدُ لله (আলহামদুলিল্লাহ)
لَا إِلٰهَ إِلَّا الله (লা ইলাহা ইল্লাল্লাহ)
اللَّهُ أَكْبَر (আল্লাহু আকবার)
أَسْتَغْفِرُ الله (আস্তাগফিরুল্লাহ)
👉 অর্থাৎ, এসময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, গুনাহ থেকে ক্ষমা চাওয়া এবং দুনিয়া-আখেরাতের কল্যাণ কামনা করা।

26/08/2025

✨ রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি প্রতারণা করে, সে আমার অন্তর্ভুক্ত নয়।"

----------------------------(সহীহ মুসলিম, হাদীস নং ১০১)

🔹 ইসলাম প্রতারণা, ধোঁকা ও অসততাকে সম্পূর্ণভাবে হারাম করেছে।
🔹 একজন প্রকৃত মুসলমানের পরিচয় হলো— সত্যবাদিতা, আমানতদারিতা ও ন্যায়নিষ্ঠা।

26/08/2025

"মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস।"
(আবু দাউদঃ ৪৯৯০)

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when The light of Deen-দ্বীনের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share