Itz Xaiko Mim

Itz Xaiko Mim ❤️sobai page ta follow kore den❤️

08/01/2024

😁তিল...থেকে...তাল 🙂
একদিন রাস্তা দিয়া
হাটতেছিলাম🚶
হঠাৎ আমার এক ছেলে ক্লাসমেটের
সাথে দেখা😊.....
ও আমারে জিজ্ঞাস করলো কেমন
আছোস😍
আমি খালি কইলাম ভাল আছি!😒.......
ওর সাথে বড়জোর ১০ সেকেন্ডের মত
দাঁড়িয়ে কথা বলছি!!😎😂........
এটা আবার তুহিনের আম্মু দেখছে!!👀💃....
তুহিনের আম্মু হাবিবের আম্মুরে
বলছে💃😭....
ঐ বাড়ির মাইয়ারে দেখলাম😷
রাস্তায় দাড়াইয়া
এক পোলার লগে ১ ঘন্টা যাবত😷😭প্রেমালাপ করতে!!.....
হাবিবের আম্মু আবার তানহার
আম্মুকে বলছে🙂😒
হুনছো নি ঐ মাইয়াডা নাকি কোন
পোলার লগে😥👀
হাত ধইরা রাস্তায় মধ্যে গুতাগুতি
করছে!!👀😷....
তানহার আম্মু আবার আমার
আম্মুরে বলছে
তোমার মাইয়া কোন পোলারে😷😡
নিয়া নাকি
ঘুরতে গেছে!!👀😑.....
আম্মু আবার আমারে কইতাছে
😥😥
কিরে হুনলাম তুই নাকি বিয়া
করছোস?🙂🙄

🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

13/10/2023

নারীর ল'জ্জা হচ্ছে ল'জ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ।
সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।
এই হাত লাগা শুধু শা"রী"রিক স্পর্শে না,
পুরুষের স/ঙ্গ/তায়ও নারীর ল"জ্জা কেটে যায়।
যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে,
তার ল"জ্জা তত কমবে।
যেমন-চিত্র নায়িকারা।
বিকিনি পড়তেও দ্বিধা করেনা।
পুরুষের মাঝে থেকে চক্ষু ল"জ্জা উঠে গেছে।
কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া
দাঁড়াতে বললেও সে ল"জ্জায় মরে যাবে।
ইদানিং ফেসবুক এই ল"জ্জা নিবারণের ভূমিকা পালন করছে।-
ফেসবুকে বন্ধু বেশি।
অতি-আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে পি"রি"য়ড নিয়ে কথা বলে।
ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে ন"গ্ন কথা বলে- মাইন্ড করলে বলে '' জাস্ট কিডিং, টেক ইট ইজি।'
ইজিলি নিতে নিতে সেই অশালীন বিষয় আর অশালীন লাগে না।
ল"জ্জা শেষ !
আবার ফেসবুকে প্রেমিক বেশি!!
কেউ প্রেমে পড়েছে তো,
প্রেমিক রোমান্সের ছলে অ"শ্লী"ল কথা বলে।
স্বামীর মতো।
এরপর ব্রেকআপ হয়।
আবার কারো প্রেমে পড়ে।
আবারো চু"ম্মা-চাটি, আরো কত কি করে !!
আবার ব্রেকাপ।
ল"জ্জা -শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নি"র্ল"জ্জ হয়ে যায়।
'প্রেম নারীর ল"জ্জা"শীলতাকে গ্রাস করে,
পুরুষের সব বিলীন হয়ে যায়।
নারীর কাছে পুরুষের উপস্থিতি ই"য়া"বার মতো।
প্রথমে একটা খেলেই পিনিক আসে।
পরে ২০-২৫ টা খেলেও কাজ হয় না।
ব্যস !
এক সময় পুরুষের প্রতি ফি"লিংস কাজ করেনা।
প্রেমিকের ভালবাসা তার কাছে পানসে লাগে।
একটার পর একটা পুরুষ বদল করে।
কিন্তু স্থির হতে পারে না।
জানাশোনা শেষ হলেই - আর ভালো লাগে না।
বোরিং লাগে।
কারণ, ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালবাসার
অনুভূতিই শেষ !
মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের
ল"জ্জা কমে।
বাচ্চা হবার পরে আরো কমে যায়।
তখন বুঝতাম না।
ভাবতাম ল"জ্জা 'ফোঁড়ার' মতো কিছু।
বিয়ের পরে গলে যায়।
tongue emoticon
এখন বুঝি।
আগে মেয়েদের কাছে স্বামীই ছিলো পুরুষ।
তাই বিয়ের পরের কথা এসেছে।
এখন বিয়ে লাগে না পুরুষের কাছে আসতে- ফেসবুক হলেই চলে।
ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে।

লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন,
তারপরে মন্তব্য করুণ।

আর যাদের এই লেখা পড়ে গায়ে লাগবে লেখাটা বিশেষ ভাবে তাদের জন্য.

নতুন গল্পের পেজ টা ফলো করুন তার গল্প গুলা আপনাদের কে মুগ্ধ করবে 👉 Itz Xaiko Mim

31/08/2023

তোর থেকে মুরগীও বেশি ভাত খাই🙂😁
বনীতে : আম্মু

31/08/2023

"Kutta-Kutti" বলে ডাকা;

সকল "Bf-Gf" -দের জানাই "ভাদ্র-মাসের" শুভেচ্ছা🙂

31/08/2023

__Online থাকা সত্ত্বেও কিছু____😐

__ 🙄মানুষ জিজ্ঞেস করে___
কি কর____!?😾
__ চাঁদে বসে টিভি দেখছি___😼
তুই দেখবি____😤🥱

31/08/2023

"|| কারো 𝗘𝘅𝘁𝗿𝗮 𝗔𝘁𝘁𝗶𝘁𝘂𝗱𝗲 সহ্য করি নাহ..||😎

"|| আর কাউকে 𝗜𝗺𝗽𝗿𝗲𝘀𝘀 করার চেষ্টা ও করি না..🤙

- 𝗬𝗮𝗮𝗵 𝗜𝘁'𝘀 𝗠𝗲...🙃🤞🏽

পুরনো টিপ, কাচের চুড়ি, শাড়ির ভাজ অর্থহীন হয়ে গেলেও মেয়েরা এগুলো কখনো ফেলে দেয় না পরম যত্নে রেখে দেয়। মেয়েরা খুব সহজে তাদ...
17/07/2023

পুরনো টিপ, কাচের চুড়ি, শাড়ির ভাজ অর্থহীন হয়ে গেলেও মেয়েরা এগুলো কখনো ফেলে দেয় না পরম যত্নে রেখে দেয়। মেয়েরা খুব সহজে তাদের জীবন থেকে কোন কিছুর নাম মুছে ফেলতে পারে না। কারণ মেয়েরা মায়াবতী হয়!

পুরুষ এমন মায়া শক্তি নিয়ে জন্মায়নি, পুরুষ প্রাচীন কাল থেকে যোদ্ধা। তার কাছে বিশ্ব জয় সম্ভব কিন্তু নারীর মত মায়াবতী হওয়া সম্ভব না।

16/07/2023

-তেঁতুল গাছে তেঁতুল ধরে-

 – খেতে লাগে টক – 

বিয়ার পরে বর পিটামু

 এটাই আমার শখ 

--ღღ🦋🖤✨---𝐋𝐨𝐯𝐞 𝐢'𝐬 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 __☺️🦋✨--𝐥𝐟 𝐭𝐡𝐞 𝐥𝐨𝐯𝐞𝐝 𝐨𝐧𝐞 𝐢𝐬 𝐫𝐢𝐠𝐡𝐭..!🦋🍁💫-ভালোবাসা সুন্দর ___,🖤🦋- যদি প্রিয় মানুষটি সঠিক হয়...
16/07/2023

--ღღ🦋🖤✨-
--𝐋𝐨𝐯𝐞 𝐢'𝐬 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 __☺️🦋✨
--𝐥𝐟 𝐭𝐡𝐞 𝐥𝐨𝐯𝐞𝐝 𝐨𝐧𝐞 𝐢𝐬 𝐫𝐢𝐠𝐡𝐭..!🦋🍁💫
-ভালোবাসা সুন্দর ___,🖤🦋
- যদি প্রিয় মানুষটি সঠিক হয়....!

彡_❝'𝙡𝙤𝙑𝙚 𝙖 𝙥𝙚𝙧𝙎𝙤𝙣 𝙬𝙃𝙤 𝙩𝙧𝙞𝙀𝙨_𝙩𝙃𝙚𝙞𝙧 𝙗𝙚𝙎𝙩 𝙩𝙊 𝙪𝙣𝙙𝙚𝙍𝙨𝙩𝘼𝙣𝘿 𝙮𝙤𝙐_):
16/07/2023

彡_❝'𝙡𝙤𝙑𝙚 𝙖 𝙥𝙚𝙧𝙎𝙤𝙣 𝙬𝙃𝙤 𝙩𝙧𝙞𝙀𝙨_𝙩𝙃𝙚𝙞𝙧 𝙗𝙚𝙎𝙩 𝙩𝙊 𝙪𝙣𝙙𝙚𝙍𝙨𝙩𝘼𝙣𝘿 𝙮𝙤𝙐_):

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Itz Xaiko Mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share