World WIde Services-WWS

World WIde Services-WWS Worldwide Services-WWS delivers a wide range of world-class IT services and Promote your business.

22/10/2024

ইংরেজীতে কথা বলার জন্য পার্টনার খুজছেন তারা নক দিন। পরবর্তীতে একটি মেসেঞ্জারে গ্রুপের মাধ্যমে ইংরেজীতে কথোপকথন চলবে।

ভর্তি চলছে। ভর্তি সম্পর্কিত যেকোন তর্থ জানতে ইনবক্স করুন অথবা সরাসরি কল দিন।
14/10/2024

ভর্তি চলছে। ভর্তি সম্পর্কিত যেকোন তর্থ জানতে ইনবক্স করুন অথবা সরাসরি কল দিন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলে তাদের সকলের সার্টিফিকেট চলে এসেছে। আমাদের অফিস(হুযাইফা কম...
13/10/2024

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলে তাদের সকলের সার্টিফিকেট চলে এসেছে। আমাদের অফিস(হুযাইফা কম্পিউটার্স) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

আমার প্রতিষ্ঠানের নতুন ভিজিটিং কার্ড। কমেন্ট প্লিজ। ভুলত্রুটি মার্জনীয়।
12/10/2024

আমার প্রতিষ্ঠানের নতুন ভিজিটিং কার্ড। কমেন্ট প্লিজ। ভুলত্রুটি মার্জনীয়।

06/10/2024

যারা আজ বন্যা কবলিত তারা আপনারই ভাই, তাদের পাশে দাঁড়ান। সকলের ক্ষুদ্র প্রচেষ্টা বিশালতার শুরু।

হুযাইফা কম্পিউটার্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কম্পিউটার সার্টিফিকেট ও প্রশংসা পত্র প্রদান অনুষ্ঠান ২০...
05/10/2024

হুযাইফা কম্পিউটার্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
কম্পিউটার সার্টিফিকেট ও প্রশংসা পত্র প্রদান অনুষ্ঠান ২০২৪।
বিঃদ্রঃ সার্টিফিকেট গ্রহণের শেষ তারিখঃ ৩১/১২/২৪
হুযাইফা কম্পিউটার্সের তত্তাবধানে মাইক্রোসফট অফিস এ্যাপ্লিকেশন কোর্স পরীক্ষায় কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে যারা অংশগ্রহণ করেছিলে এবং যাদের সার্টিফিকেট আমাদের কাছে জমা আছে; এখন পর্যন্ত গ্রহণ করনি তাদেরকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সার্টিফিকেট নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।
২০১৬ থেকে এ যাবতকাল পর্যন্ত যাদের সার্টিফিকেট এখন পর্যন্ত নেওয়া হয়নি তাদেরকে অবশ্যই ৩১/১২/২৪ মানে এই বছরের মধ্যে গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনথ্যায় কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকিবে না।
পরবর্তীতে যারা সার্টিফিকেট গ্রহণ করতে চাইলে অবশ্যই ৫০০/- ফি দিয়ে সার্টিফিকেট গ্রহণ করতে হবে।

31/08/2024

আদানির সঙ্গে অসম চুক্তি, বছরে ক্ষতি ১৫ হাজার কোটি। বিস্তারিত জানতে কমেন্টে দেখুন।

20/08/2024

******প্লিজ সবাইকে পড়ার অনুরোধ করছি।*****
"মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"
খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো রাজত্ব দিতে পারবো।"
"এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"
-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"
মোটকথা জীবনের মূল্য এক গ্লাস পানি।
যারা বলে যে বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন দিলে তাদের হয়রানি হত, পদ পদবি সব হারাতে হত। অথচ এ সামান্য ত্যাগটুকুর বিনিময়ে তারা মানুষের কাছে অমর হয়ে থাকত।
জীবনের কথা তো বাদই দিলাম সামান্য পদপদবিও ছাড়তে রাজি নন। আপনি আবার দেশপ্রেমিক। এ কেমন দেশপ্রেমিক!!!

তিনি ইসলাম ধর্ম গ্রহণ করায় হাসিনা সরকারের আমলে পুলিশের চাকরি হারান। এই অপরাধীর অপরাধের কথা কি কেউ বলবেন না!!!
19/08/2024

তিনি ইসলাম ধর্ম গ্রহণ করায় হাসিনা সরকারের আমলে পুলিশের চাকরি হারান। এই অপরাধীর অপরাধের কথা কি কেউ বলবেন না!!!

18/08/2024

মেয়র-চেয়ারম্যানদের সরিয়ে প্রশাসক নিয়োগের অধ্যাদেশ জারি | DBC NEWS

02/08/2024

যারা কম্পিউটার শিখতে চান যোগাযোগ করুন। কিছু পুরাতন কম্পিউটার বিক্রয় হবে।

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when World WIde Services-WWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share