Sazzad hossain Sumon

Sazzad hossain Sumon Our Pride, Our Honor! Prophet Muhammad ﷺ

জীবনে কখনওই এমন কিছু যেন আমরা অবলীলায় না করি, যেখানে বৃষ্টির শাস্তি রোদে পেতে হয়---সবার জন্যই এ প্রার্থনা থাকল।

ভাল থাকুন, রুদ্র, খুব ভাল.......যেভাবে ভাল থাকলে একটা দিনের জন্যও খারাপ থাকতে হবে না, সেরকম।

23/07/2025
ছয় দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ।
22/07/2025

ছয় দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ।

দুর্ঘটনায় নিহত প্রতি পরিবারকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে কমপক্ষে তিন কোটি টাকা আর আহতদের কমপক্ষে দেড় কোটি টাকা ক্ষ...
22/07/2025

দুর্ঘটনায় নিহত প্রতি পরিবারকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে কমপক্ষে তিন কোটি টাকা আর আহতদের কমপক্ষে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

© Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য

জ্বি
21/07/2025

জ্বি

এই অবস্থায় একজন ডাক্তার চিকিৎসা দিতে পারবে? আর্মি রা নাকি মৃতের সংখ্যা লুকাতে শিক্ষক, ছাত্রদের গায়ে হাত তুলেছে অথচ উচিত ...
21/07/2025

এই অবস্থায় একজন ডাক্তার চিকিৎসা দিতে পারবে? আর্মি রা নাকি মৃতের সংখ্যা লুকাতে শিক্ষক, ছাত্রদের গায়ে হাত তুলেছে অথচ উচিত ছিল আহত ব্যক্তি রা যাতে সঠিক চিকিৎসা পায় সেই ব্যবস্থা করা।

নিউজে দেখলাম শোক প্রকাশের মিছিল শুরু হয়ে গিয়েছে।জামায়াত,বিএনপি সব দল ভীড় করেছে হাসপাতালে।আপনাদের চাঁদ মুখ টা দেখলে নিশ্চয়ই এই মানুষ গুলোর কষ্ট কমে যাবে না।

জীবনে সবচেয়ে বেশি দরকার কমন সেন্স! কেউ ভোট পাবার জন্য, কেউ লাইক,কমেন্ট, ভিউ পাবার জন্য মরিয়া হয়ে উঠেছে। দেশের সিস্টেম যদি চেইঞ্জ না হয় আগামী নির্বাচনে আমার ভোট আমি কাউকেই দিব না।

একবছর আগে কোনো দুর্ঘটনা ঘটলেই সাবেক প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে কি কি করলেন সেসবের নাটক চলতো। এই সার্কাজম থেকে কি বের হতে পারব না আমরা?

এই ভীড়ের জন্য মৃতপ্রায় মানুষ গুলো কে আমরা আরো বেশি ই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। সবগুলো কে ধরে যদি এক মিনিট করে থাপড়াইতে পারতাম!!!

© প্রমি জান্নাত

আর কত মৃত্যু হলে আমরা শিক্ষা নেব?ঘনবসতিপূর্ণ রাজধানীর আকাশে সামরিক জেটের গর্জন—মানে যে কোনো মুহূর্তে আকাশ থেকে নামতে পার...
21/07/2025

আর কত মৃত্যু হলে আমরা শিক্ষা নেব?
ঘনবসতিপূর্ণ রাজধানীর আকাশে সামরিক জেটের গর্জন—
মানে যে কোনো মুহূর্তে আকাশ থেকে নামতে পারে মৃত্যু।
আজ সেই ভয়াবহ সত্যটাই সত্যি হলো…

একটি যুদ্ধবিমান আছড়ে পড়েছে একটি স্কুলের উপর।
শিশুদের কান্না, আতঙ্কিত চিৎকারে আকাশ ভারী হয়ে উঠেছে।
ধোঁয়া আর আগুনে চারপাশ অন্ধকার।
কে বেঁচে আছে, কে নিথর হয়ে গেছে—তার সঠিক হিসাব নেই কারও কাছে।

কিন্তু এ কি প্রথম?

না—আমরা এর আগেও এমন ভয়াবহতা দেখেছি:

২০০৮ সালে প্যারাশুট না খুলে প্রাণ হারান এক পাইলট।

২০১৫ সালে বঙ্গোপসাগরে নিখোঁজ হয় একটি বিমান—আর কোনো সন্ধান মেলেনি।

২০১৮ সালে রসুলপুরে বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন উইং কমান্ডার দীপু।

প্রতিবারই আমরা শোকে মুহ্যমান হই, সংবাদ শিরোনাম হয়, কিন্তু কোনো স্থায়ী শিক্ষা নেই।

প্রশ্ন জাগে:
কেন এখনো শিশুদের মাথার উপর দিয়ে চলে এই মৃত্যুর মহড়া?
কেন জনবসতির মাঝখানে সামরিক মহড়া?
কেন আমরা বারবার একই ভুল করি?

উন্নত দেশগুলো জনমানবশূন্য এলাকায় সামরিক প্রশিক্ষণ চালায়—
অথচ আমাদের দেশে প্রশিক্ষণ চলে মানুষের মাথার ওপর দিয়ে!

এই নগরীর মানুষ কি কেবল মৃত্যুর ঝুঁকিতে বাঁচবে?

আমরা দাবি জানাই:
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ অবিলম্বে রাজধানী থেকে সরাতে হবে।
আর একটি শিশুর কান্না, আর একটি মায়ের বুকফাটা আহাজারি—
আমরা আর শুনতে চাই না।

এখনই সিদ্ধান্ত নিন।
নইলে পরবর্তী শোক সংবাদে হয়তো আপনার পরিচিত কারো নাম থাকবে

© সংগৃহীত

I Love NCP
20/07/2025

I Love NCP

অবশ্যই করতে হবে পরে নির্বাচন
19/07/2025

অবশ্যই করতে হবে পরে নির্বাচন

কি একটা অবস্থা
18/07/2025

কি একটা অবস্থা

ঠিক
18/07/2025

ঠিক

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Sazzad hossain Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category