Omar's ICT Care

Omar's ICT Care Lecturer ICT Mymensingh commarce College

20/09/2025

আজ কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা। আজ আবার সবাই শ্রীলঙ্কা সাপোর্ট করা শুরু কইরো না...
🙃🙂🙃

17/09/2025

“A+ না পেলে জীবন শেষ! দুশ্চিন্তার এই পাহাড় কাঁধে নিয়ে আর কত বয়ে বেড়াবেন?”

HSC 2027/2026- ICT নিয়ে টেনশন এখনও শুরুই করেননি! প্রতিদিন মুখস্ত করার চেষ্টা করেন, কিন্তু পরদিনই সব ভুলে যান! হতাশ হয়ে ভাবছেন, “আর পড়বই না! এত কিছু মুখস্ত করা কি আদৌ সম্ভব?” যেন কিছুই বুঝতে পারছেন না।

আমি ঠিক আপনাদের মতোই এমন এক অবস্থার মধ্যে ছিলাম। ICT-এর কোডিং বা প্রোগ্রামিং আমার কাছে এক সময় কঠিন মনে হতো। তবে আমি এই সমস্যার সমাধান বের করতে পেরেছি। প্রোগ্রামিং লজিক গেইট বিষয় গুলো সহজে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আছি ওমর স্যার তোমাদের পাশে।

তাহলে আর দেরি কেন?
৩ টি ফ্রী ক্লাস করে যাচাই করে নিতে পারো।

নতুন ব্যাচে ক্লাস শুরু

🔥🔥ব্যাচ টাইম : 🔥🔥

▶️রবি -মঙ্গল -বৃহস্পতিবার ( বিকাল ৫.০০)
▶️রবি-মঙ্গল- বৃহস্পতিবার (বিকাল. ২.০০) চলমান।
▶️শনি-সোম-বুধ (বিকাল -২.০০)

বি.দ্র: নাম নিবন্ধন চলছে,,

MD.Omar Faruk
Lecturer -ICT
BSc Engineer, CSE.
Mobile :01826614185
যোগাযোগ : জিলা স্কুল মোড় (পন্ডিতপাড়া),ময়মনসিংহ।
's ict CARE #জিলাস্কুল

17/09/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

04/09/2025

আজ একটা কথা বলি ভাই কেমনে কি বুঝি না তো। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে পিউর সিএসই নিয়ে পড়ালেখা করে কোনদিন নামের আগে ইঞ্জিনিয়ারিং তো দূরের কথা ইঞ্জিনিয়ার লেখলেও লজ্জা করে কারন কখন কোন বড় ভাই বা ছোট ভাই দেখে ফেলে। আপনি ১ বছরের পিজিডি কোর্স করে নামের আগে ইঞ্জিনিয়ার লেখেন। অনেক ডিপ্লোমা ভাইদেরও দেখলাম। কিন্তু কিভাবে সম্ভব মাথায় তো ধরে না। আজ এক স্যারকে দেখলাম ১৩ বছরের অভিজ্ঞতা প্রোফাইলে গিয়ে দেখি প্রাইভেট ভার্সিটিতে পড়ালেখা করছে অন্য বিষয়ে। কিন্তু এক বছরের মাস্টার্স আইসিটি কোর্স করছে। লিখেছেন ইঞ্জিনিয়ার ওমুখ স্যার। আবার একদিন দেখালাম এক বিখ্যাত স্যার তিনি জাতীয় বিশ্বিবদ্যালয় থেকে অন্য সাবজেক্ট নিয়ে পড়ছে আইসিটি নিয়ে না পড়ে অনেক ভালো টিচার্স। তারপর আবারও এক স্যারকে দেখলাম তার কোন একাডেমি সার্টিফিকেট নাই পরে একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে নামের আগে ইঞ্জিনিয়ার লিখে ফেইসবুকে পোস্ট দেয় ইঞ্জিনিয়ার ওমুক স্যার। আমার খুব জানতে ইচ্ছে করে আপনি কি continue, break, Fibonacci,prime number,logic gate input system, array, why used function, different Between veritable and array,sql,insert data,creat table, type Costing, range of variable. এমন আরো অনেক বিষয় আছে যদি এই গুলো একটু বুঝিয়ে দিতেন তাহলেও ইঞ্জিনিয়ার লেখতে পাড়তেন। আমি অপেন চ্যালেন্স দিলাম। আমি আইসিটি অনেক কিছুই বুঝি না বা পাড়ি না। কিন্তু এমন কোন টপিক নাই যে আমি বিএসসিতে ৪ বছরে পড়ি নাই। সো আমি চেস্টা করে বুঝিয়ে দিতে পাড়বো। তাই আমার মনে হয় ইঞ্জিনিয়ার এখন রাস্তার আশেপাশে পড়ে থাকে তাই অনেকেই মূল্য দেয় না।আর আপনাদের অবশ্যই বলতে চাই কখন নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো যায় আর কোন কোন ভার্সিটির মধ্যে পড়লে ইঞ্জিনিয়ার লাগানো যায় অবশ্যই একটু খুজ খবর নিবেন। তাহলে আর আপনাদের ইঞ্জিনিয়ার লাগানো দেখে আমাদের লজ্জা পেতে হবে না। হয়তো অনেকেই বলতে পাড়েন নিজেকে কি জাহির করতে চাইছেন। না আমার কখনো এমন চিন্তা নাই কিন্তু এই ভাবে যদি বিএসসি, ডিপ্লোমা, বা এক বছরের আইসিটি কোর্স এর মধো পার্থক্য না থাকে আপনি যদি ১০০০০ স্টুডেন্টও প্রাইভেট পড়ান আপনার মধ্যে ১০০% গ্যাপ আছে। ডিগ্রি আর পড়ানো দুইটা দুই জিনিস। যে ছেলে বা মেয়েটা ৪ বছর মেডিকেলে ডাক্তারি পড়ালেখা করছে সে কিছু জানে না আর আমি নাপা আর প্যারাসিটামলের নাম জেনেই যদি ডাক্তারি ট্যাগ দেই তাহলে আর কিছু বলার নাই। ধন্যবাদ।

কাল সকালে ফ্রী পরিক্ষা। জিতে নাও তোমার পুরুষ্কার। ঠিকানা : জিলা স্কুল মোড় পন্ডিত পাড়া ময়মনসিংহ।
21/08/2025

কাল সকালে ফ্রী পরিক্ষা। জিতে নাও তোমার পুরুষ্কার।
ঠিকানা : জিলা স্কুল মোড় পন্ডিত পাড়া ময়মনসিংহ।

শুক্রবার সকাল ৯.৩০ মিনিট দেখা হবে ইনশাআল্লাহ ❤️❤️
20/08/2025

শুক্রবার সকাল ৯.৩০ মিনিট দেখা হবে ইনশাআল্লাহ ❤️❤️

10/08/2025

আজ SSC পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে।

তুমি কেন পিছিয়ে। দ্রুত ভর্তি হয়ে যাও। মোছা: ডলি আক্তার ধোবাউরা মহিলা ডিগ্রি কলেজ। জিলা স্কুল মোড় পন্ডিত পাড়া ময়মনসিংহ। ন...
09/08/2025

তুমি কেন পিছিয়ে। দ্রুত ভর্তি হয়ে যাও।
মোছা: ডলি আক্তার
ধোবাউরা মহিলা ডিগ্রি কলেজ।
জিলা স্কুল মোড় পন্ডিত পাড়া ময়মনসিংহ।
নিউরন নার্সিং ভর্তি কোচিং

নাম নিবন্ধন চলছে....
01/08/2025

নাম নিবন্ধন চলছে....

30/07/2025

Address

জিলা স্কুল রোড
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Omar's ICT Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share