Mahin Ahmmed 2.0

Mahin Ahmmed 2.0 কারে দেখাবো মনের আগুন সবাই দুখি...!😌
সামান্য জ্বর আসলে তাদের কাহিনীর শেষ নাই...!😅
এই দিকে আমি ক্যান্সার এর রুগি...! 😔

03/07/2025

24/06/2025

ইরান থেকে মেসেজ এলো বাংলাদেশ কে কি দেখালেন খামিনি😰😨

24/06/2025

ami ki korbo🙄

18/06/2025

ময়মনসিং শহরে রহমতের বৃষ্টি 😌
আলহামদুলিল্লাহ 🥰🥰

ভয় পাইছে 🙄
15/06/2025

ভয় পাইছে 🙄

07/06/2025

Eid Mobarak ❣️

ঋ 'ণে 'র টাকায় তিনটি গরু কিনেছিলেন। সেই গরু বিক্রি করতে রাজশাহী থেকে ঢাকার পথে রওনা দেন বাবা-ছেলে। কিন্তু ভাগ্যের নি /র্...
05/06/2025

ঋ 'ণে 'র টাকায় তিনটি গরু কিনেছিলেন। সেই গরু বিক্রি করতে রাজশাহী থেকে ঢাকার পথে রওনা দেন বাবা-ছেলে। কিন্তু ভাগ্যের নি /র্ম /ম প' রি 'হা 'স, পথেই ঘটে দু /র্ঘ /ট /না। প্রা 'ণ হা 'রা 'ন বাবা।

উপায় না পেয়ে ছোট্ট আরিফুল বাবার লা /শ নিয়ে ফিরে যায় গ্রামে। দা /ফ /ন শেষে আবার সেই তিন গরু নিয়ে আসে বছিলা হাটে।

প্রথম আলো পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, ৪ জুন সকালে আরিফুলের সাথে কথা হয়। তখনো তার একটি গরুও বিক্রি হয়নি। ক্রেতারা অর্ধেক দাম বলে চলে যাচ্ছেন।

বয়স কম, অথচ দায়িত্ব এসে উঠেছে কাঁধে। জীবন শুরু হওয়ার আগেই বাস্তবতার ঘানি টানতে শুরু করেছে এই কিশোর। ঈদ আছে, কিন্তু আনন্দ নেই তার।

এই কিশোরের জীবনেও একদিন যেন ফিরে আসে ঈদের আনন্দ, হাসি আর স্বস্তির নিঃশ্বাস—সেই প্রার্থনা করি।

©✔

ফাহামিদুলকে বাদ দেওয়ার পর কি হয়েছিল মনে আছে? বাংলাদেশের সব ফুটবল ফ্যান এক হয়ে গেছিল।  অনলাইন অফলাইনে অনেক কিছুই হয়েছে৷ ব...
04/06/2025

ফাহামিদুলকে বাদ দেওয়ার পর কি হয়েছিল মনে আছে? বাংলাদেশের সব ফুটবল ফ্যান এক হয়ে গেছিল। অনলাইন অফলাইনে অনেক কিছুই হয়েছে৷ বাফুফে বিল্ডিং পর্যন্ত ঘেড়াও করা হয়েছিল।

তখন পর্যন্ত ফাহামিদুল বাংলাদেশের হয়ে একটা ম্যাচও খেলেনি। টিমের সাথে প্র‍্যাকটিস করেছে তবে সেটি প্রবাসে। কিন্তু তাকে অনেকে পুরনো প্লেয়ার, কিছু সাংবাদিক আর কন্টেন্ট ক্রিয়েটাররাও মাইনাস করার পায়তারা করছিল।

বয়স কম, নিচু স্তরে খেলে এমন অনেক বাহানা দেওয়া হয়েছিল। ডিসিপ্লিনের সমস্যার কথা বলা হয়েছে। কয়েকজন প্লেয়ারও নাকি তাকে উত্ত্যক্ত করেছে ক্যাম্পে।

সাধারণ কোনো প্লেয়ারকে নিয়ে এতো কিছু হওয়ার কথা না। কিন্তু হয়েছে ফাহামিদুলকে নিয়ে৷ মাত্র ১৮ বছর বয়সী এক ছেলেকে নিয়ে৷

অনেকের মনে হয়ত সেইদিন প্রশ্ন জেগেছিল "একজনের জন্য এতো বাড়াবাড়ি করাটা অহেতুক"। তবে আজকের ম্যাচের পর হয়ত তারা আর সেই কথা বলবেন না৷ আজকে ফাহামিদুল প্রমান করে দিয়েছে সেইদিন তাকে নিয়ে আমরা যা করেছি তা বাড়াবাড়ি ছিল না। আমাদের ভরশার প্রতিদান ফাহামিদুল দিয়েছে৷

We fought for him and he saved our honour

29/05/2025

“২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। শান্তি মিশনে বাংলাদেশের ৩৭ তম বর্ষপূর্তিতে বিশ্ব শান্তি রক্ষায় শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও অমূল্য অবদান জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে”।

Never skip English classes 😆
26/05/2025

Never skip English classes 😆

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Mahin Ahmmed 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahin Ahmmed 2.0:

Share