কাব্যের শেষ পাতা

কাব্যের শেষ পাতা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাব্যের শেষ পাতা, Digital creator, Mymensingh.
(5)

আমরা কম বেশি সবাই সফল হতে চাই , কিন্তু সফল হওয়ার জন্য কি আমরা আদৌ কিছু করি। বরং কেউ সফল হতে গেলে সব সময় আমরা তাদেরকে বাধা দেই, বাজে কথা শুনাই কিছু করতে চাইলে এত উৎসাহ না দিয়ে বাজে কমেন্ট করি।তাই অন্য দের নিয়ে কথা না বলে নিজেদের ক্যারিয়ার তৈরি করুন।🌸

18/04/2025

কেমন হলো?

বাংলাদেশের দারিদ্রতার কথা বলতে গিয়ে বিশ্বের বড় নেতাদের সামনে কাঁদলেন ডঃ ইউনূস। ওনার বক্তব্য শোনার পরে ডঃ ইউনুস কে  সবা...
10/04/2025

বাংলাদেশের দারিদ্রতার কথা বলতে গিয়ে বিশ্বের বড় নেতাদের সামনে কাঁদলেন ডঃ ইউনূস। ওনার বক্তব্য শোনার পরে ডঃ ইউনুস কে সবাই দাঁড়িয়ে সম্মান জানালেন

কেউ কাঁ'দে বাপের জন্য,কেউ কাঁ'দে নির্বাচনের জন্য আবার কেউ কাঁ'দে দেশের মানুষের জন্য!
ড. ইউনুস স্যারর দীর্ঘায়ু কামনা করছি।

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো??...
04/04/2025

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো??

মেয়ে : আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা : এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে?

মেয়ে : না কেউ করেনি।

পিতা : তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো?

মেয়ে : না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা: ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ?

মেয়ে: না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা : কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না?

মেয়ে : না.. কভার লাগানোর পর আরো সুন্দর
দেখাবে।

পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া। নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে।

-লেখা : সংগৃহীত

25/03/2025

পাবনা থেকে পালিয়ে এসেছে

12/03/2025

বাঙালী কিছু পারুক আর না পারুক বাঁশ দিতে পারে

02/03/2025

কট খেয়ে গেলাম

23/02/2025

চাঁদার টাকা সবাই ভাগাভাগি করে খেলে মনে আলাদা একটা শান্তি লাগে।
আল্লাহও খুশি হয়।😁😁

আগেই বলেছিলাম বিএনপি আওয়ামী লীগ ২ টাই এক

প্রতিদিনের সংবাদ Highlights

কিসের এত বড়াই? ৫ মাসেই যদি অস্তিত্বহীন হয়ে যেতে হয়....ময়নাতদন্তের জন্য তোলা হলো ঝিনাইদহ সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক স...
18/01/2025

কিসের এত বড়াই? ৫ মাসেই যদি অস্তিত্বহীন হয়ে যেতে হয়....
ময়নাতদন্তের জন্য তোলা হলো ঝিনাইদহ সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পোড়াহাটি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণকে।

৫ই আগস্টের গণপিটুনিতে তার মৃত্যু হয়।
৫ই আগষ্টের আগে ছাত্রদের উপর গুলি চালনোর ফলে এই আওয়ামী সন্ত্রাসের এই পরিণতি হয়েছে। অথচ এখন তার অস্তিত্ব বিলিন হয়ে গেছে।

মনে রাখতে হবে আল্লাহ তায়ালা ছাড় দেন তবে ছেড়ে দেন না। অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে।

এজন্য যে যেভাবেই পারি আল্লাহকে স্মরণে রেখে , ইসলামের পথে কুরআনের দিকে রসূলের প্রতি ভালোবাসা রেখেই সামনে পথ চলার চেষ্টা করি।

মানুষের গোলামি করে যেন আল্লাহর রহমত থেকে যেন দুরে সরে না যাই। তাহলে শেষ পরিণতি এমনই হবে।

এটাই বাস্তব!

18/11/2024

মোবাইল নিয়ে যাওয়ার অব্বাস কার কার আছে?

31/10/2024

তারা নৌকার গরম দেখিয়েছিল
নৌকা এখন ডুবে গেলো।

27/10/2024

এটা কি কোন মানুষের কাজ হতে পারে?

রাসূল (সঃ) বলেছেন  জুম্মার দিনে তোমরা  আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো,কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।(আবু দাউদ ...
25/10/2024

রাসূল (সঃ) বলেছেন জুম্মার দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো,কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।(আবু দাউদ -১০৪৭(সহিহ)।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when কাব্যের শেষ পাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share