Runu 71 Vogl

Runu 71 Vogl Various village, city environment scenes, games, music and funny videos

31/05/2025

বটের ছায়া ঝারের তল
শ‍্যামা নারী ইন্দিরার জল।

31/05/2025

ইস্কুল কেমন?
#
হেড মাস্টর যেমন!

25/05/2025

টেকা থাকলে নেতা
না থাকলে কেতা।
বেস্ট অফ লাক
-- রাজনীতি???

কখন পাকবো --  #
17/05/2025

কখন পাকবো -- #

10/05/2025

"হামাগো এলাকায় মৃদু সত‍্য প্রবাহ চলিতেছে ! যাদে বেশি গরম লাগতেছে, তারা চলে আসতে পারেন"।।

08/05/2025

হামিদ ভাই হাওয়া লাগাইতে বিদেশ গেছে # আমাগো দেশের কানি পোনা হঠাৎ করে বোয়াল হইছে।

01/05/2025

মামা ভাগ্নের বাতচিৎ ---- #

মামা - কি রে ভাগ্নে,তাহস কই ? মিটিং মিছিলে দেহি না যে।
ভাগ্নে - গাঁয়,গাঁয় ছৈর করি।
মামা - মানে কি?
ভাগ্নে - আরে মামা, গাঁয়, গাঁয় সারাদিন ভিক্ষা করি।
মামা - এই কথাটা সোজাসুজি বলেই তো ওয়। রেগে বললো কারা দেহি।

(এই বলে মামা চিটকি হাতে নিয়ে ভাগ্নেকে দিলো দৌড়ানি। ভাগ্নে দৌড়ে গিয়ে ল‍্যাট্রিনের ভিতর ঢোকে দরজা বন্ধ করে দিলো। মামা ল‍্যাট্রিনের সামনে গিয়ে দাঁড়িয়ে রইলো।)

কিছু ক্ষণ পর

মামা - ভাগ্নে ল‍্যাট্রিনের ভিত দরজা বন্ধ করে কি করছ? দরজা খোলে বাইরে আয়।
ভাগ্নে - না মামা, ঝামেলা আছে! মল ত‍্যাগ করি।
মামা- কি ভাগ্নে মলের রূপ কেমন?
ভাগ্নে - "মামা" কুচ কুচে কালো লাল লাল ফুটা।
মামা - বুঝজি রে ভাগ্নে তোর আমশা ওইছে। আমি চলে গেলাম।
ভাগ্নে - শালার "মামা" হা - হা - হা !

30/04/2025

সুন্দরো তুমি সুন্দরো হে
দেখ সন্ধ্যা তারা উঠিছে গগণে ।
নীলিমার চাঁদ ডাকে তোমায়
এসো হে আমার এ জোৎস্নায়
সুন্দরো তুমি সুন্দরো হে ।
মৃদৃ দখিনা উতালা সমীরণ
ছড়ানো কেশ উড়ে আঁধারে।
লাগে দোলা হৃদয় গহীনে
গায়ে জাগে শিহরণ।
এ বুঝি সুনন্দরের আবরণ।
সুন্দরো তুমি সুন্দরো হে।

30/04/2025

গ্রীষ্মকালেও আমেজে একটু আনন্দে, মনের প্রশান্তি #

27/04/2025

সখি তুমি কই #

19/04/2025

আয়রে আমার তাস খেলা

18/04/2025

টেকা তুমি সময় মতো আইলা না
তোমার লাইগা কত হুরি বেডি
কত কিছুর ছবি ও ভিডিও কইরা দেখায়।

Address

Jahangir Pur, Madan, Netrakona
Mymensingh
2490

Alerts

Be the first to know and let us send you an email when Runu 71 Vogl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share