25/09/2024
উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী কে মুচলেকা দিয়েও রক্ষা পাচ্ছেনা ওরা!
তানোর পৌর এলাকার ঠাকুর পুকুরের অবস্থা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক বিক্রি বন্ধে মৃত হক সাহেবের পরিবার থেকে উপজেলা প্রশাসন ইউএনও মুচলেকা নেয়ার পর থেকে শুরু হয়েছে মাদক কারবারি আক্যাখিত দিয়ে গ্রামের কিছু দুষ্কৃতকারীদের নির্যাতন। তারা মাদক ব্যবসা না করলেও গ্রামের কিছু লোক হক সাহেবের বাড়ি থেকে যেই বের হচ্ছে তাকেই আটকিয়ে সার্চ করছেন। এমনকি মাদক না পেলেও যতবার বের হচ্ছে ততবারই তাদের সার্চ করা হচ্ছে। এতে করে দুষ্কৃতকারীদের কার্যক্রমে সর্বশান্ত হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় দুষ্কৃতকারীরা একজোট হয়ে হক সাহেবের পারিবারের লোকজন কে বেধড়ক মারপিট করে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। বর্তমানে একজন রাজশাহী মেডিকেল হাসপাতালে মৃত্যু সজ্জায় রয়েছে। তার পরেও বাড়ি থেকে রোগীদের দেখতে যেতে পারছেনা হক সাহেবের পারিবারের কেউ। এতকিছুর পরও ঠাকুর পুকুর গ্রামের মোঃ উদ্দিন মন্ডল, শহিদুল ইসলাম সহ বেশকিছু বখাটে দুষ্কৃতকারীরা প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়েই যাচ্ছেন। এবার ঠাকুর পুকুর গ্রামে আশ্রয় নেয়া এক মহিলা ভিক্ষুককে হত্যার পরিকল্পনা করে হক সাহেবের পারিবার কে ফাঁসানোর পরিকল্পনা করেন উদ্দিন,,শহিদুল সহ কিছু দুষ্কৃতকারী।
যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তার মুখে শুনুন কথা।