Mahbub Belal

Mahbub Belal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahbub Belal, Digital creator, Mymensingh.

অদৃশ্য ভালোবাসা....তুমি হারাতে পারো নতুন কারো ডাকে...আমি না হয় রয়ে যাবো তোমার স্মৃতির মাঝে..."কখনো কখনো মানুষ হারিয়ে ...
05/05/2025

অদৃশ্য ভালোবাসা....

তুমি হারাতে পারো নতুন কারো ডাকে...
আমি না হয় রয়ে যাবো তোমার স্মৃতির মাঝে..."

কখনো কখনো মানুষ হারিয়ে যায় খুব সহজেই। নতুন কারো হাসিতে, নতুন কারো স্পর্শে, নতুন কোনো স্বপ্নে। অথচ কেউ কেউ রয়ে যায় ঠিক সেই পুরোনো জায়গাটায়, যেখানে প্রতিটি মুহূর্তে শুধু তোমার গল্প লেখা হয়েছিল।

তুমি যখন কারো হাত ধরলে, আমি তখনও সেই পুরোনো ছবিটা দেখছিলাম — যেখানে আমরা ছিলাম একসাথে, হাসছিলাম বৃষ্টিতে ভিজে, কাঁদছিলাম নিরবতায়।

তুমি এখন হয়তো আর খোঁজ নাও না, তবুও আমার দিন শেষ হয় তোমার নামেই। তুমি নতুন জীবনে যতই এগিয়ে যাও না কেন, আমার সবটুকু স্মৃতি তোমার একটুখানি 'হয়তো'র মাঝে আটকে আছে।

ভালো থেকো। কারণ ভালোবাসা মানেই তো দাবি নয়।
ভালোবাসা মানে হয়তো এভাবেই —
তোমাকে ছেড়ে দিয়েও তোমার জন্য অপেক্ষায় থাকা।

আমার না হয় কোনো পরিচয় থাকবে না তোমার নতুন জীবনে,
তবুও একটা নামহীন অনুভূতি হয়ে তোমার নিঃশ্বাসে বেঁচে থাকবো আমি...
তুমি খুঁজলে হয়তো পাবেও না,
কিন্তু আমি হারাবো না...
তোমার মধ্যে রয়ে যাবো —
অদৃশ্য, অথচ অনুভবযোগ্য ভালোবাসা হয়ে।

❝ মানুষ যতক্ষণ আপনাকে উপকারে পায়, ততক্ষণই আপনাকে চায়।❞ একটা সময় ছিল, ভেবেছিলাম ভালোবাসা সবকিছু জয় করতে পারে। মানুষ ম...
05/05/2025

❝ মানুষ যতক্ষণ আপনাকে উপকারে পায়, ততক্ষণই আপনাকে চায়।❞
একটা সময় ছিল, ভেবেছিলাম ভালোবাসা সবকিছু জয় করতে পারে। মানুষ মানুষকে চায় মন থেকে, নিঃস্বার্থভাবে। কিন্তু সময় শেখাল—সব ভুল ছিল।

আজ দেখছি, টাকাই আসল পরিচয়, টাকাই মানুষকে মানুষ করে।

07/02/2025

এ জন্যেই আমার পছন্দ আপনি

27/01/2025

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ


উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন যাওয়ালি নেমাতিকা ওয়া তাহাওউলি আফিয়াতিকা ওয়া ফুঝাআতি নিক্বমাতিকা ওয়া ঝামিয়ি সাখাত্বিকা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই নেয়ামত দূর হয়ে যাওয়া থেকে। তোমার দেয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে আশ্রয় চাই। তোমার কাছ থেকে হঠাৎ শাস্তি আসা থেকে আশ্রয় চাই এবং তোমার কাছে সব ধরণে অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই।’ (মুসলিম)

জীবনের একটা সময়ে এসে ছোটরা বড়দের প্রশ্ন করে, জীবনে কি করলেন আমাদের জন্য?
18/12/2024

জীবনের একটা সময়ে এসে ছোটরা বড়দের প্রশ্ন করে, জীবনে কি করলেন আমাদের জন্য?

12/11/2024

হ যুগ।

সে এক যুগ ছিলো ভাই।

স্বর্ণ যুগ যাকে বলে।

প্রত্যেক যুগের আলাদা আলাদা নাম থাকে।

সেই যুগের নাম ছিলো - হ যুগ।

সব কিছুতেই হ।
উপ্রে, নিচে, ডাইনে বায়ে, যেখানে তাকাবেন- হ, হ আর হ।

নেত্রীর নাম হ দিয়ে ছিলো তো বটেই।
বাহিনীরও নাম ছিলো- হেলমেট বাহিনী।

তাদের হাতে হাতুড়ি।

হাতুড়ি না থাকলে হকিস্টিক।

হ এর বাইরে এরা যায় নাই।

হ ভাই, আসলেই যায় নাই।

এমনকি সেই হ যুগে দেশের সবচেয়ে বিখ্যাত হোটেলের নামও হ দিয়ে।

হারুনের ভাতের হোটেল।

এই হোটেলে যারা খেতো , তারা তো খেতোই।

হোটেলে খাওয়ার সুযোগ না পাওয়া পাবলিকরা যা খেতো- তার সবচেয়ে পরিশীলিত নাম হতে পারে- "হ মারা খাওয়া। "

হ যুগে পত্রপত্রিকা, টিভি ফিভি বলে কিছু ছিলো না।
যা ছিলো তার নামও হ দিয়ে। হলুদ সাংবাদিকতা।

এর বাইরে হিংসা, হানাহানি, হুমকি, হুংকার, হত্যা -এসব ছোটখাটো হ এর দাপট তো ছিলোই।

১৫ বছর পর হ যুগের সমাপ্তি ঘটলো।

হ পালিয়ে গেলেন। যে বাহনে করে পালালেন, তার নামও হ দিয়ে । হেলিকপ্টার।

হ দিয়ে শুরু, হ দিয়ে শেষ। আমি ভাবলাম, যাক হ যুগের অবসান হলো তাহলে।

হায়, কিন্তু কীসের কি।

এখন আবার নতুন করে হ এর হাহাকার শুরু হয়েছে।চারিদিকে হ এর হাউকাউ।

নতুন হ যুগ শুরু হয়েছে এভাবে- হ্যালো আপা, হ্যালো, হ্যালো, আপা, আপা, হ্যালো হ্যালো হ্যালো।

হ্যালো আপা, জ্বী বলেন, হ্যালো, আপা, আপা, হ্যালো হ্যালো ...

হিরুনচি আইসা হাইগা গেছে ...

- কী বললে হাগু করবে কেন?

হ্যালো আপা হ্যালো .. হিরুনচি আপা, হাগছে

হ্যালো হ্যালো

( এই লেখা একটা "হিউমার" মাত্র। হাচা কোনো ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নাই। এটা "হঠাৎ" করে লেখা। মিলে গেলে সেটা নিতান্তই হাকতালীয়।)

বিনীত

হতভাগা আশীফ এন্তাজ রবি।

আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।যাকে হিকমাহ দান করা...
30/09/2024

আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।

যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির।

টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকিনা নেই।

আপনাকে হিকমাহ দেয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ।

উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি।

টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজেরো নাই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন।

আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তা'আলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা।

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক।
■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখ

25/09/2024

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub Belal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahbub Belal:

Share