
05/05/2025
অদৃশ্য ভালোবাসা....
তুমি হারাতে পারো নতুন কারো ডাকে...
আমি না হয় রয়ে যাবো তোমার স্মৃতির মাঝে..."
কখনো কখনো মানুষ হারিয়ে যায় খুব সহজেই। নতুন কারো হাসিতে, নতুন কারো স্পর্শে, নতুন কোনো স্বপ্নে। অথচ কেউ কেউ রয়ে যায় ঠিক সেই পুরোনো জায়গাটায়, যেখানে প্রতিটি মুহূর্তে শুধু তোমার গল্প লেখা হয়েছিল।
তুমি যখন কারো হাত ধরলে, আমি তখনও সেই পুরোনো ছবিটা দেখছিলাম — যেখানে আমরা ছিলাম একসাথে, হাসছিলাম বৃষ্টিতে ভিজে, কাঁদছিলাম নিরবতায়।
তুমি এখন হয়তো আর খোঁজ নাও না, তবুও আমার দিন শেষ হয় তোমার নামেই। তুমি নতুন জীবনে যতই এগিয়ে যাও না কেন, আমার সবটুকু স্মৃতি তোমার একটুখানি 'হয়তো'র মাঝে আটকে আছে।
ভালো থেকো। কারণ ভালোবাসা মানেই তো দাবি নয়।
ভালোবাসা মানে হয়তো এভাবেই —
তোমাকে ছেড়ে দিয়েও তোমার জন্য অপেক্ষায় থাকা।
আমার না হয় কোনো পরিচয় থাকবে না তোমার নতুন জীবনে,
তবুও একটা নামহীন অনুভূতি হয়ে তোমার নিঃশ্বাসে বেঁচে থাকবো আমি...
তুমি খুঁজলে হয়তো পাবেও না,
কিন্তু আমি হারাবো না...
তোমার মধ্যে রয়ে যাবো —
অদৃশ্য, অথচ অনুভবযোগ্য ভালোবাসা হয়ে।