TaRa NnUm

TaRa NnUm বিষণ্নতা আর শূন্যতা মিলিয়ে ;
জীবন আজ অসম্ভব সুন্দর 💔......

02/05/2025

# TaRa NnUm

10/12/2023

13/11/2023

ওই যে কথায় আছে না, “কুড়িতেই মেয়েরা বুড়ি।” কথাটা আসলেই সত্য। বিশ পার হওয়ার পরেই বাবা-মায়েরা তাদের দায়িত্ববোধ থেকেই মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লাগে। তেইশ পর্যন্ত ততটা পেরেশানি না হলেও পঁচিশ পার হওয়ার পরেই বিয়ে না হওয়া মেয়েটা যেন তাদের গলায় কা'টার মতো আটকে থাকে। না পারে বের করে দিতে আর না পারে গিলে ফেলতে।

শুধু ছেলেরাই টিউশনি করিয়ে নিজের স্যা'ন্ডেল ক্ষ'য় করে না। মেয়েরাও করে। মেয়েরাও পড়ন্ত বিকালের সৌন্দর্য থেকে মুখ ফিরিয়ে, তার কাছে পড়তে থাকা বাচ্চাটার খাতার ভু'ল খুঁজতে ব্যস্ত হয়। নীল শাড়ির সাথে সাদা ব্লাউজ পরে নিজেকে আকাশ আকাশ লাগার ব্যাপারটাকে গলা টিপে মে'রে ফেলতে তারাও জানে।

বাবার রিটায়ার্ডের পরে পরিবারের বড় মেয়েটাকেই সংসারের হাল ধরতে হয়। কারো প্রেয়সী হওয়ার হাজারটা সুযোগকে তুড়ি মেরে উড়িয়ে দিতে ওই মেয়েটা দিব্যি জানে। পরিবারের দুশ্চিন্তায়, রাতে না ঘুমিয়ে কেশবতী মেয়েটার চুলগুলো এখন ইতিহাস মাত্র। সাথে মানুষের কটু কথা তো আছেই।

বলছি না মেয়েরা ধোয়া তুলশী পাতা। আবার সব মেয়েরাই যে খারাপ এমনটাও কিন্তু নয়। তাই সবাইকে এক চোখে দেখাটা বোকামো ছাড়া আর কিছুই না। মেয়েরাও সেক্রিফাইস করতে জানে। চারপাশে কিছুটা চোখ বুলিয়ে দেখলেই সেটা নি'খুঁতভাবে এমনিতেই খুঁজে পাওয়া যায়। আর যে মেয়েগুলো এমন হাজারটা সেক্রিফাইসে ভরপুর, তাদের আত্মসম্মানটা তাদের ভালোবাসা থেকেও সহস্র গুন বেশি। এদের একটু সম্মান করুন, দেখবেন এরা আপনাকে কয়েকগুন বেশি সম্মান ফিরিয়ে দেবে।

_ নাবিলা তাসনিম

🤣🤣🤣
04/11/2023

🤣🤣🤣

ক‍্যারিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই।ভালো ক‍্যারিয়ার হলে চেহারা অটোমেটিক‍্যালি ভালো হয়ে যাবে। ভালো ক‍্যারিয়...
04/11/2023

ক‍্যারিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই।
ভালো ক‍্যারিয়ার হলে চেহারা অটোমেটিক‍্যালি ভালো হয়ে যাবে। ভালো ক‍্যারিয়ার না হলে অনেক ভালো চেহারাও বিবর্ণ ও নষ্ট হয়ে যায়। আবার ভালো চেহারার দাম সবসময় নাও থাকতে পারে। কিন্তু ভালো ক‍্যারিয়ারের সবসময় ও সর্বকালে দাম বিদ‍্যমান!🖤
Follow now Tripty's daliy vlogs

03/11/2023

আজকে সারাদিন ফ্রি আছি!! ফলো দিলেই ফলো ব‍্যাক পাবেন, ইনশাআল্লাহ

27/10/2023

Address

Mymensing
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaRa NnUm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share