Mr. Entertainer

Mr. Entertainer For Promotion : [email protected]

Loading..........
01/09/2025

Loading..........

আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী।বিদ্রোহী কবি, সাম্যের কবি, প্রেমের কবি—বাংলার চির জাগ্রত আত্মা তিন...
27/08/2025

আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী।
বিদ্রোহী কবি, সাম্যের কবি, প্রেমের কবি—বাংলার চির জাগ্রত আত্মা তিনি।
তার কলমের অগ্নিশিখা যেমন শোষিতের মুক্তির ডাক দিয়েছে, তেমনি তার সুরেলা গান আমাদের হৃদয়কে ভালোবাসা ও মানবতার আলোয় ভরিয়ে দিয়েছে।

💐 গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি আমাদের জাতীয় কবিকে।
তার চিন্তা ও আদর্শ যুগে যুগে আমাদের পথ দেখাক।

Something new is coming...
26/08/2025

Something new is coming...

23/08/2025

শেষ চিঠি - Last message ✉️ | একটি ইসলামিক শর্ট ফিল্ম | Mr. Entertainer

28/07/2025

ছোট পাখি আর খরগোশের বন্ধুত্ব | শিশুদের শিক্ষনীয় গল্প | Bengali Moral Cartoon Story | Mr. Entertainer & Shaan Inspire

22/07/2025

আউযুবিল্লাহি মিনাশ শাইতোয়ানির রাজীম
বিসমিল্লাহির রাহমানির রাহীম

হুয়াল্লাহুল্লাযি লা ইলাহা ইল্লা হু।
আ’লিমুল গাইবি ওয়াশ শাহাদাহ।
হুয়ার রাহমানুর রাহীম।

হুয়াল্লাহুল্লাযি লা ইলাহা ইল্লা হু।
আল মালিকুল কুদ্দুসুস সালামুল মু’মিনুল মুহাইমিনুল ‘আযীজুল জাব্বারুল মুতাকাব্বির।
সুবহানাল্লাহি ‘আম্মা ইউশরিকূন।

হুয়াল্লাহুল খালিকুল বা-রিউল মুসাওয়ির।
লাহুল আসমা-উল হুসনা।
যুসাব্বিহু লাহু মা ফিস সামা-ওয়াতি ওয়াল আরদ।
ও হুয়াল ‘আযীজুল হাকীম।

📘 অর্থ (সংক্ষেপ):

তিনি আল্লাহ – তিনি ছাড়া কোনো উপাস্য নেই।
অদৃশ্য ও দৃশ্যের জ্ঞাতা, পরম দয়ালু, পরম দয়াময়।
তিনি রাজাধিরাজ, পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তাদাতা, সর্বময় নিয়ন্ত্রক...
তিনিই সৃষ্টি করেন, রূপ দেন, সুন্দরভাবে গঠন করেন।
সকল সুন্দর নাম তাঁরই।
আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, তা তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।
তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

#মা #ও #ও

11/07/2025

মানুষ হইয়া মানুষ মারার আগে,
নিজেকে প্রশ্ন কর —
“আমি কি সত্যিই আশরাফুল-মাখলুকাত?”
নাকি আমি সেই কুৎসিত ছায়া, যা আলোর পথে বাঁধা?

মানুষ হইয়া মানুষ মারি,
আত্মা বন্দী বহু আগেই।
আশরাফুল মাখলুকাত নাম,
কিন্তু কাজ পশুর চেয়ে নিচু যেই।

হিসাব আসবেই একদিন,
মিথ্যার মুখে আর চলবে না।
সত্যের সামনে দাঁড়িয়ে বলবি,
“আমি কি মানুষ হলাম না?”

05/07/2025

কার কার সাথে এমন হয় 😅😅

Mymensingh Board "MCQ" Solved.
26/06/2025

Mymensingh Board "MCQ" Solved.

আগামীকাল আমার HSC পরীক্ষা শুরু।লেখাপড়ার অনেক পথ পেরিয়ে এবার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।সবার কাছে দোয়া চাই—যেন আল্লাহর ...
25/06/2025

আগামীকাল আমার HSC পরীক্ষা শুরু।
লেখাপড়ার অনেক পথ পেরিয়ে এবার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সবার কাছে দোয়া চাই—
যেন আল্লাহর রহমতে শান্ত মনে, ভালোভাবে প্রতিটি পরীক্ষায় অংশ নিতে পারি।
আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় ভরসা। 🖤🙏

20/06/2025

দাদুর প্রথম ব্লগ ভিডিও | সবাই ফলো দিয়ে পাশে থাকুন 🖤

কাঠগোলাপের মতো তুমি 🌸তোমায় প্রথম দেখি কাঠগোলাপের নিচে—হাওয়ায় উড়ছিল চুল, চোখে ছিলো মায়া।সেই মুহূর্তেই হৃদয়ে ফুঁটেছিল নিঃশ...
20/06/2025

কাঠগোলাপের মতো তুমি 🌸
তোমায় প্রথম দেখি কাঠগোলাপের নিচে—
হাওয়ায় উড়ছিল চুল, চোখে ছিলো মায়া।
সেই মুহূর্তেই হৃদয়ে ফুঁটেছিল নিঃশব্দ ভালোবাসা…
ঠিক কাঠগোলাপের মতো— নরম, সাদা, শান্ত।

আজও সেই গন্ধে তোমায় খুঁজি…
তুমি নেই, তবুও রয়ে গেছো—
ফুল হয়ে, মায়া হয়ে, স্মৃতি হয়ে।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Entertainer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Entertainer:

Share