Bangladesh Football Score

Bangladesh Football Score Welcome to Bangladesh Football's Most
Comprehensive & Fastest Popular Media.
⚽🇧🇩⚽

🔴কিভাবে খেলা দেখবেন????বর্তমানে বেশিরভাগ সময় দেখা যায় ফুটবল ম্যাচ গুলো কোথায় এবং কিভাবে দেখা যায় তা নিয়ে অনেক মানুষ...
20/06/2024

🔴কিভাবে খেলা দেখবেন????
বর্তমানে বেশিরভাগ সময় দেখা যায় ফুটবল ম্যাচ গুলো কোথায় এবং কিভাবে দেখা যায় তা নিয়ে অনেক মানুষ জিজ্ঞাসা করে থাকেন। আপনাদের সে সমস্যার সমাধানের জন্য নিজের যথা সম্ভব হয়েছে কিছু অ্যাপ ও ওয়েবসাইট সংগ্রহ করেছি আপনাদের জন্য যাতে করে আপনারা ফুটবল দেখা থেকে বঞ্চিত না হোন।

আশা করছি আপনাদের উপকারে আসবে আমার অ্যাপস ও ওয়েবসাইট গুলো।

🔗𝐀𝐩𝐩𝐬:

1. Sportzfy
2. Krira TV
3. GHD Sports
4. Yacine Tv App
5. Live Football Tv HD
6. HD Streamz
7. Rapid Streamz
8. Soccery Tv
9. Koko Football (IOS)

(বিঃদ্রঃ এই এপ্লিকেশনগুলো প্লেস্টোরে পাওয়া যাবে না। গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করলে পেয়ে যাবেন।)

🔗𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞:

1. Yacinetv.কম
2. beinmatch1.কম
3. koora.লাইভ
4. Golato.টিভি
5. HD44.কম
6. Yalla.শুট
7. Asgoal.কম
8. Goalarab.কম
9. Foot4live.কম
10. Egylive.অনলাইন
11. Sportstrack.লাইভ
12. FootEm.সাইট
13. Sportsplus.live.সাইট
14. Epicsports.মি
15. Amzfootball.কম
16. Bingsports.কম
17. sportsfeed24.কম
18. Yalla.লাইভ
19. livesports808.কম
20. totalsportek.প্রো

খেলা মিস হয়ে গেছে? কোনো সমস্যা নাই। পুরো খেলা ও খেলার হাইলাইটস দেখার জন্য নিম্নে কিছু ওয়েবসাইট দেওয়া হয়েছে:

1. footyfull.কম
2. hoofoot.কম

এছাড়াও পেইড এপস ও ওয়েবসাইট গুলোতে অনায়াসে আপনারা ফুটবল উপভোগ করতে পারবেন।

1. Bioscope
2. SonyLiv
3. TSports
4. Hotstar
5. ToffeeTV
6. Rabbit hole ইত্যাদি।

এছাড়া আপনারা আপনাদের ইন্টারনেট সংযোগদাতাদের থেকে এফটিপি সার্ভার সংগ্রহ করতে পারেন যেখান থেকে সহজেই আপনারা সকল টিভি চ্যানেল দেখতে পারবেন।

(বি:দ্র: সকল ওয়েবসাইট এবং অ্যাপস কাজ নাও করতে পারে এজন্য বিকল্প কিছু অ্যাপস ও ওয়েবসাইট দেওয়া হয়েছে। আশা করি আপনাদের উপকারে আসবে) > 📲 ম্যাচটি সরাসরি ফেইজবুক এর ম্যাধমে লাইভ দেখতে চাইলে আমার এই পেইজটি ফলো করেন।

01/06/2024

আমি কে ? কোথায় থাকি? কি করি? সেটা জানাটা কি খুবই জুরুরী বিষয়! আমি বাংলাদেশী ফুটবলের প্রচার এবং প্রসারের জন্য ফুটবলারদের স্বার্থে ফুটবল গ্রুপে / পেজে / আমার Facebook আইডিতে পোস্ট করি এটাই হচ্ছে মূখ্য । আমার ফুটবল সম্পর্কিত পোস্ট যদি ফুটবলার এবং বাংলাদেশের ফুটবলের ক্ষতির কারণ হয়ে থাকে তাহলে বলবেন আমি আর পোস্ট করবো না। কিন্তু দয়া করে পোস্টে রিপোর্ট মারবেন না!

🚨 OFFICIAL : Brothers Union relegated from Bangladesh Premier League ❌
25/05/2024

🚨 OFFICIAL : Brothers Union relegated from Bangladesh Premier League ❌

দর্শক বিহীন ফুটবল আর মাংস ছাড়া বিরিয়ানি দুইটার মধ্যে কোন পার্থক্য নাই। কারণ এরা একে অপরের পরিপূরক।  আপনি মাংস ছাড়া বিরিয়...
21/05/2024

দর্শক বিহীন ফুটবল আর মাংস ছাড়া বিরিয়ানি দুইটার মধ্যে কোন পার্থক্য নাই। কারণ এরা একে অপরের পরিপূরক। আপনি মাংস ছাড়া বিরিয়ানি খেতে পারবেন কিন্তু সেই স্বাদ পাবেন না। আবার একই ভাবে দর্শকপ্রীতি ছাড়া ফুটবল খেলে কাঙ্খিত লক্ষ্যেও পৌছাতে পারবেন না। বিরিয়ানির আসল স্বাদ আনতে যেমন মাংসের প্রয়োজন। একই ভাবে ফুটবলের অগ্রগতি এবং পরিবর্তন এর জন্য দর্শকদের ফুটবলের প্রতি আকৃষ্ট করতে হবে। দর্শক যেমন মাঠে ফুটবলারদেরকে আত্মবিশ্বাসী করে একই ভাবে দর্শকরা ঐ ফুটবল ক্লাব কিংবা দলের মার্কেট ভ্যালুকে নির্ধারণ করে যাকে কেন্দ্র করে ফুটবল তার স্ট্রাকচারাল উন্নয়ন, প্রচার, প্রসার এবং সর্বোপরী উন্নতি সাধন করে কারণ ঐ মার্কেটভ্যালুর উপর ডিপেন্ড করেই ঐ ক্লাব বা দল তাদের আয়ের উৎস সমূহ খুজে পায় যার মাধ্যমে ইনভেস্টমেন্ট আসে যার সঠিক ব্যবহার নিশ্চিত করে আধুনিক ফুটবল টিকে আছে। আধুনিক ফুটবল এর সাথে কমার্শিয়ালাইজেশন এর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কমার্শিয়ালাইজেশন ছাড়া আপনি আধুনিক ফুটবল জগতে পা দিতে পারবেন না। কারণ আধুনিক ফুটবলে পা রাখতে গেলে স্ট্রাকচারাল উন্নতি এবং প্রপার ফুটবলীয় স্ট্রাকচারাল কাঠামো তৈরী করে ফুটবলের উন্নতি সাধনের রাস্তা তৈরী করতে হবে যার জন্য ইনভেস্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর দর্শকহীন ফুটবলে মার্কেটভ্যালু লেস ফুটবলে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করতে কখনোই এগিয়ে আসবে না। বাংলাদেশ ফুটবলের প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যাবে মান্ধাতার আমলের চিন্তা ভাবনার লোকজন এ যুগে এসেও ফুটবলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে যাদের অদুরীদর্শতা এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা এবং জ্ঞান না থাকার কারণে বাংলাদেশের ফুটবল তার মার্কেটভ্যালু এবং দর্শকপ্রীতি উভয়ই হারিয়েছে যার ফলে আধুনিক যুগে এসে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারছে না ফুটবল এবং দিন দিন আরো অবনতির দিকে হাটতেছে। তাই ফুটবলকে পরিবর্তন করতে হলে পুরো সিস্টেমের পরিবর্তন জরুরি এখন কথা হচ্ছে পরিবর্তন টা করবে কে? যারা করার যোগ্যতা রাখে তারা কি সুযোগ পাবে আদতেও এই নষ্ট পরিবেশে? ভাবার কি কেউ আছে? কেউ নাই সবাই আছে যার যার আখের গোছানোতে ব্যস্ত।

পরিবর্তন এর ডাক এখনই দিতে হবে নয়তো কাঙ্খিত লক্ষ্যে ফুটবলকে পৌছানো অসম্ভব হয়ে যাবে।

আগামী ২২ মে দুপুর ৩:০০ টায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ২০২৩/২৪ ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা...
17/05/2024

আগামী ২২ মে দুপুর ৩:০০ টায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ২০২৩/২৪ ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ময়মনসিংহের সবাই খেলাটি উপভোগ করার জন্যে স্টেডিয়ামে চলে আসবেন🎉🎉🎉

| |

🚨 শতভাগ ফিট থাকার পর ও আবাহনীর হয়ে নিয়মিত একাদশে খেলতে না পারায় আক্ষেপ করলেন বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভূঁইয়া।❗   |
13/05/2024

🚨 শতভাগ ফিট থাকার পর ও আবাহনীর হয়ে নিয়মিত একাদশে খেলতে না পারায় আক্ষেপ করলেন বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভূঁইয়া।❗

|

01/05/2024

২০২৪-২৫ মৌসুমে ফিরছে সুপার কাপ ‼️

২০১৩ সালের পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে সুপার কাপ, লীগের শীর্ষ ৪ দল সুযোগ পাবে অংশগ্রহণ করার।

ছবিঃ ২০০৯ সালে সুপার কাপ ফাইনালে ৫০,০০০+ দর্শক মাঠে এসেছিলো মোহামেডান বনাম আবাহনী লড়াই দেখতে।

🚨 UPDATE 🚨 ২০২৪-২৫ মৌসুম থেকে প্রতি ম্যাচের স্কোয়াডে ৪ জনের পরিবর্তে ৫ জন ফুটবলার রাখতে পারবে ক্লাবগুলো। তবে পূর্বের ন্...
01/05/2024

🚨 UPDATE 🚨

২০২৪-২৫ মৌসুম থেকে প্রতি ম্যাচের স্কোয়াডে ৪ জনের পরিবর্তে ৫ জন ফুটবলার রাখতে পারবে ক্লাবগুলো। তবে পূর্বের ন্যায় একাদশে থাকতে পারবেন ৪ জন এবং পরবর্তীতে বিদেশি ফুটবলার পরিবর্তন করে অন্য একজন বিদেশি ফুটবলার মাঠে নামানোর সুযোগ পাবে ক্লাবগুলো। ✔️

তহুরা-আফিদাদের নিয়ে গড়া আতাউর রহমান ভুঁইয়া কলেজ এসসিকে হারিয়ে দিল গোলাম রব্বানী ছোটনের বাংলাদেশ আর্মি নারী দল!
27/04/2024

তহুরা-আফিদাদের নিয়ে গড়া আতাউর রহমান ভুঁইয়া কলেজ এসসিকে হারিয়ে দিল গোলাম রব্বানী ছোটনের বাংলাদেশ আর্মি নারী দল!

Welcome! We hope to see you with all guns blazing in the next edition of BPL 2024/2025.
25/04/2024

Welcome!
We hope to see you with all guns blazing in the next edition of BPL 2024/2025.

🚨 TRANSFER UPDATES 🚨শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে আগামী মৌসুমে বসুন্ধরা কিংসে নাম লেখাতে যাচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম। ✅🎯 S...
24/04/2024

🚨 TRANSFER UPDATES 🚨

শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে আগামী মৌসুমে বসুন্ধরা কিংসে নাম লেখাতে যাচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম। ✅🎯

Source : The BPL Hub

১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের রানার্স আপ হয়ে আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার যোগ...
24/04/2024

১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের রানার্স আপ হয়ে আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করলো ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব 👏🙌

Address

Bangladesh Football Score
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Football Score posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share