
15/06/2025
অভিযান চালিয়ে কৈচাপুর ইউনিয়নের গাঙিনারপার এলাকার আ: আজিজ, পিতা: মৃত. আকবর আলী এর বাড়ির পরিত্যক্ত টিনশেড থেকে সরকারি ১১১ বস্তা চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল যথানিয়মে তালিকা প্রণয়নপূর্বক এতিমখানা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, জুলাই গনঅভ্যুত্থানে আহত-নিহত পরিবারের সদস্য, দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হবে। জব্দকৃত চাল উপজেলা পরিষদে সংরক্ষিত আছে।