
07/05/2025
সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৫/০৫/২০২৫ ইং তারিখ থেকে ২০২৫-২০২৬ ইং অর্থ বছরের ভিডব্লিউবি ( ভিজিডি) কার্ডের আবেদন শুরু হয়েছে । আবেদন করা যাবে ১১/০৫/২০২৫ ইং পর্যন্ত।
আবেদনে যারা অগ্রাধিকার পাবেন:
====================
১। ভূমিহীন অথবা ১৫ শতাংশের কম ভূমি আছে এমন নারীরা অগ্রাধিকার পাবেন।
২। অস্বচ্ছল,অসহায়,বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যাক্তা নারী এবং পরিবারে প্রতিবন্ধী সদস্য আছে এমন নারী অগ্রাধিকার পাবেন।
৩। পরিবারে ১৫-১৮ বছর বয়সী স্কুল- কলেজগামী কন্যা সন্তান রয়েছে এমন নারী অগ্রাধিকার পাবেন।
আবেদন যা যা প্রয়োজনঃ
================
১। নিজের এন আইডি
২। স্বামীর এন আইডি
৩। নিজ নামে নিবন্ধনকৃত মোবাইল নম্বর
৪। বয়স হতে হবে ( ২০ হতে ৫০ ) এর ভিতরে।
#@ সাপ্তাহি চাকরির খবর জানতে ও অনলাইনে আবেদন করতে / বিস্তারিত জানতে যোগাযোগ করুন;
মাসুদ রানা বিজনেস সেন্টার,
Masud Rana Business Center
জাহাঙ্গীরপুর সীডষ্টোর বাজার ( ইউনিয়ন পরিষদ সংলগ্ন), জাহাঙ্গীরপুর, নান্দাইল, ময়মনসিংহ।
01766-635587