Shek Mahfuz

Shek Mahfuz রাসূলের দায়িত্ব শুধু পৌছিয়ে দেওয়া।
আল্লাহ জানেন, যা কিছু তোমরা প্রকাশ্যে কর
এবং যা কিছু গোপন কর।
—আল মায়িদাহ - ৯৯
(1)

আজকের বিকালটা অসম্ভব সুন্দর।
06/07/2025

আজকের বিকালটা অসম্ভব সুন্দর।

24/06/2025

“সিগারেট খেলে পুরুষত্ব ধ্বংস! ডাক্তার বলছেন ধূমপানের ভয়ংকর সত্য”

22/06/2025

প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অংশগ্রহণ করা ২৭ টি যু$দ্ধে উভয়পক্ষে মারা গেছে মোট চারশ মানুষ। তাদের প্রত্যেকে আবার ছিলেন সামরিক যো$দ্ধা।

আজকের পৃথিবীতে এক বো$মার আঘাতেই চারশর বেশি মানুষ মারা যায়। যাদের বেশিরভাগই আবার নারী-শিশু-বৃদ্ধ সহ বেসামরিক সাধারণ মানুষ।

এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী সভ্য!

নবীজি (সা.) এবং তাঁর সৈনিকেরা কখনো কোনো নারী কিংবা শিশুর গায়ে ফুলের টোকাও দেননি। অথচ আজ প্রতিটি রণাঙ্গণে কান পাতলেই শোনা যায় নারী ও শিশুর আর্তনাদ।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী অনেক মানবিক!

নবীজি (সা.) কখনো উপাসনালয়ে থাকা যাজকদের হ$ত্যা করেননি। অথচ আজ বেছে বেছে ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় নেতাদের টার্গেট করা হয়।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী সংখ্যালঘুদের ব্যাপারে সংবেদনশীল!

নবীজি (সা.)-এর খলিফা আবু বকর (রা.) যুদ্ধের সময় সৈনিকদের গাছপালা ও ফসল নষ্ট করতে নিষেধ করেছেন। অথচ আজ নির্বিচারে কা$র্পেট বো$মা মেরে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করা হয়।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী অনেক বেশি পরিবেশ সচেতন।

নবীজি (সা.) লাশের সাথে অমানবিক আচরণ করতে নিষেধ করেছেন। অথচ আজ মৃত লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা হয়।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী মানবাধিকারের উর্বরভূমি

নবীজি (সা.) সম্মুখ যু$দ্ধেও প্রতিপক্ষের আক্রমণের অপেক্ষা করতেন, আক্রমণের আগে তাদের শেষবারের মতো দাওয়াত দিতেন, অথচ আজ ক্ষমতাধরেরা যখন যেখানে খুশি এমনকি রাতে আঁধারে ঘুমন্ত মানুষের ওপর হামলা করে।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী শান্তিকামী।

20/06/2025

২০২৬ বিশ্ব ইজতেমা আলমি শুরার অধিনে
১ম পর্ব জানুয়ারী'র ২,৩,৪ দ্বিতীয় পর্ব ৯,১০,১১ জানুয়ারি ইনশাআল্লাহ।

19/06/2025

যে ব্যক্তি ইসলামের প্রচার, প্রতিষ্ঠা,
পুনর্জীবিত করণ বা পুনর্জাগরণের উদ্দেশ্যে
দ্বীনী জ্ঞানার্জন করবে
সে ব্যক্তি মহান আল্লাহর কাছে
সিদ্দিকীনদের একজন বলে বিবেচিত হবেন,
যাদের মর্যাদা মহান আল্লাহর কাছে
ঠিক নাবি-রাসূলদের পরেই অবস্থিত।

ইবনুল কায়্যিম রহ.

অমানুষের আবার ধর্মের বাণি, এরা নিকৃষ্ট কুকুর এর জাত।
19/06/2025

অমানুষের আবার ধর্মের বাণি, এরা নিকৃষ্ট কুকুর এর জাত।

19/06/2025

মাশাল্লাহ চমৎকার উপস্থানা (এরাবিক টু বাংলা)

#সোনালীশৈশব

তাবলীগ: উত্তম মানুষ গড়ার মহামহৎ মেহনতমানুষ এই দুনিয়ায় এসেছে শুধু খাওয়া-পরা, ঘুমানো আর চাকরির জন্য নয়।আসল উদ্দেশ্য—আল্লাহ...
18/06/2025

তাবলীগ: উত্তম মানুষ গড়ার মহামহৎ মেহনত

মানুষ এই দুনিয়ায় এসেছে শুধু খাওয়া-পরা, ঘুমানো আর চাকরির জন্য নয়।
আসল উদ্দেশ্য—আল্লাহকে রাজি করা এবং আখিরাতের সফলতা অর্জন করা।

এই পথেই মানুষকে আগলে ধরে তাবলীগ জামাত।
তাবলীগের মেহনত একজন সাধারণ মানুষকে গড়ে তোলে আল্লাহভীরু, সুন্নতের অনুসারী ও আত্মসংযমী মানুষে।
এটি এমন এক স্কুল, যেখানে শেখানো হয়—কীভাবে ভালো মানুষ হওয়া যায়।

🔸 আল্লাহর প্রিয় হতে হলে জীবনে গড়ে তুলতে হবে ছয়টি গুণ:

1️⃣ কালেমার গুণ (ঈমান):
আল্লাহ ছাড়া কেউ রিজিকদাতা নয়, কেউ মালিক নয়—এই বিশ্বাস অন্তরে গেঁথে নেওয়া।

2️⃣ নামাজের গুণ:
নামাজ শুধু কর্তব্য নয়, এটি আত্মার পবিত্রতা ও আল্লাহর সামনে দাঁড়িয়ে আত্মসমর্পণের শ্রেষ্ঠ উপায়।

3️⃣ ইলম ও যিকির:
দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা এবং আল্লাহকে সর্বক্ষণ স্মরণ করার অভ্যাস গড়ে তোলা।

4️⃣ ইকরামুল মুসলিমীন:
প্রতিটি মুসলমানকে ভালোবাসা, সম্মান করা এবং দয়া প্রদর্শন করা।

5️⃣ সহী নিয়্যত (পরিশুদ্ধ ইচ্ছা):
সব কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করার ইচ্ছা ও সংকল্প রাখা।

6️⃣ দাওয়াত ও তাবলীগ:
নিজে যেমন দীন শিখছি, তেমন অন্য ভাইকে দাওয়াত দিয়ে দ্বীনের পথে নিয়ে আসা।

এই ছয়টি গুণ যার জীবনে আসবে, সে হবে দুনিয়া ও আখিরাতে সফল মানুষ।

আসুন, দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে নিজেকে জড়িয়ে, নিজেকে গড়ে তুলি একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে।

যে মানুষ আল্লাহর হুকুম মানে, নবীর তরীকায় চলে—সেই-ই প্রকৃত চালাক।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shek Mahfuz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shek Mahfuz:

Share