Tumi Ami Ekjon

Tumi Ami Ekjon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tumi Ami Ekjon, Digital creator, Rowha, Gafargaon, Mymensingh.

আসসালামুয়ালাইকুম। সবার উপর সব সময়ের জন্য শাস্তি বর্ষিত হউক। আমার পেইজ যাদের চোখে পড়েছে তাদের চোখের দৃষ্টি আজীবন অটুট থাকুক এই কামনা করি।
আবু সায়েম, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ভালো থাকুক প্রিয় বাংলাদেশ।
ভালো থাকুক সকল বাংলাদেশী।
আমিন আমিন আমিন।

মানিকগঞ্জ দরবার শরীফের উদ্দেশ্য যাত্রা শুরু করলাম। বিসমিল্লাহি তাওয়াক্কুলতু আলাল্লাহে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি...
15/08/2025

মানিকগঞ্জ দরবার শরীফের উদ্দেশ্য যাত্রা শুরু করলাম। বিসমিল্লাহি তাওয়াক্কুলতু আলাল্লাহে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

28/07/2025

ভালোজাত হলে উৎপাদন এমনই হয়।

25/07/2025

নদীর চড়ে শুশু বাতাসের শব্দের মধ্যে গান গাওয়ার চেষ্টা।

21/07/2025

হে আল্লাহ বিমান দুর্ঘটনায় সংশ্লিষ্ট সকলকে স্বজন হারানোর শোক সইবার মতো মানসিক দৃঢ়তা ও শক্তি দান করুন।

21/07/2025

সর্বশেষ সংবাদ অনুযায়ী বিমান দুর্ঘটনায়
নিহতের সংখ্যা ২০
আহত ১৭১

21/07/2025

আগামীকাল এক দিনের শোক ঘোষণা ...............
আমরা গভীর ভাবে শোকাহত

20/07/2025

ক্যামেরা বন্ধ কর আমার হাসি পাইতাছে।

ছেলে বললো : বাবা জান তেলাপোকার নাম তেলাপোকা কেমনে হয়েছে।বাবা বললো : নাহছেলে বললো : তেলাপোকা যে কোনো চিপা দিয়ে তেলের মত...
15/07/2025

ছেলে বললো : বাবা জান তেলাপোকার নাম তেলাপোকা কেমনে হয়েছে।
বাবা বললো : নাহ
ছেলে বললো : তেলাপোকা যে কোনো চিপা দিয়ে তেলের মতো চেল চেলিয়ে যেতে পারে তাই তার নাম তেলাপোকা।
বাবা ছেলের কথায় : অট্টহাসিতে ফেটে পড়ে।

আমার মনটাকে তুইবানাইলিরে ঘুড়ি lযেমনি উড়াও তেমনি আমি উড়ি।
13/07/2025

আমার মনটাকে তুই
বানাইলিরে ঘুড়ি l
যেমনি উড়াও তেমনি
আমি উড়ি।

07/07/2025

প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামীন। রওনক সিদ্দিকী।

সামনে পরীক্ষা তাই
30/05/2025

সামনে পরীক্ষা তাই

কেমন আছ ?আমি চমকে উঠে পেছন ফিরে তাকালাম এবং আরো চমকে উঠলাম।আমাকে ডিবি পুলিশ ধরেছে। রাত তখন বারটার কাছাকাছি হবে। শিল্পকলা...
14/11/2024

কেমন আছ ?
আমি চমকে উঠে পেছন ফিরে তাকালাম এবং আরো চমকে উঠলাম।
আমাকে ডিবি পুলিশ ধরেছে। রাত তখন বারটার কাছাকাছি হবে। শিল্পকলা থেকে মাত্রই অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার জন্য রাস্তায় নেমেছি। পকেটে কোন টাকা পয়সা নেই। তাই হেটেই ফিরতে হবে।
এত রাতে আমাকে ডিবি ধরেছে বলে প্রথমে খুব ভয় পেয়ে গেলাম। সাথে সাথে মনে হলো। রাশেদ মামার কথা।
মামা সার্কেল অফিসার।
সেই সুত্রে থানার অনেক পুলিশই আমাকে চেনে। তাছাড়া আমি প্রায়ই শিল্পকলা থেকে অথবা পাবলিক লাইব্রেরী থেকে অনেক রাত করে ফিরি।
আমার কোন সমস্যা হয়না।
কিন্তু আজকে আমাকে পেছন থেকে যেভাবে যাপটে ধরেছে..
চিনতে পারনি !
লেম্পপোস্টের আবছা আলোতে মুখটা পরিষ্কার দেখতে পেলাম না কিন্তু কন্ঠটা আমার খুব চেনা মনে হলো। আমার খুব কাছের মানুষের কন্ঠ। মনে পড়ে গেল। আলম
তুমি ডিবিতে আসলে কবে।
মাস ছয়েক।
আর কিশোরগঞ্জ ?
প্রথম পোস্টিং
তাই নাকি । এতদিন একই শহরে আছি অথচ দেখা হলোনা।
রাস্তায় দাড়িয়ে অনেক কথা হলো আলমের সাথে।
বিয়ে করে সংসারী হয়েছে। আলমের স্ত্রীও ডিবিতে চাকরী করে। একছেলে আর স্বামী স্ত্রীর ছোট্র সংসার।
তুমি এখানে কোথা হতে আসলে।
শিল্প কলায় অনুষ্টান ছিল।
এখনো গান কবিতা নিয়েই আছো
কি আর করা, আমি তো অন্য কিছু পারিনা।
কথার ফাকে আলম আমাকে তার গাড়িতে করে বাসায় পৌছে দিয়ে গেল।
সেই শেষ দেখা।
এর পর একদিন শুনলাম আলম নেই।
আলম নেই এটাে এখনো আমার কাছে বিশ্বাস হয়না।
আলমদের এলাকায় যখন যাই আমি আলমদের বাড়ির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকি।
চোখ ছলছল করে উঠে। কত স্মৃতি কত মায়া পড়ে আছে এই আলমের বাড়ির মধ্যে। আহা জীবন ...........

Address

Rowha, Gafargaon
Mymensingh
2230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tumi Ami Ekjon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share