Roksana Apir Lifestyle

Roksana Apir Lifestyle মূর্খ মানুষের সাথে বসবাস করা আর সাপ বিচ্ছু ভরা জঙ্গলে বাস করা একই কথা। বিপদ সব সময় হা করে থাকে। সাবধান, সাবধান ////**
(6)

03/05/2025

আমরা মানুষ আমরা সব বুজে অবুঝ এর মতন চলি। সময় শেষ হওয়ার অপেক্ষা করে থাকি কখন দিন যাবে কখন সপ্তাহ শেষ হবে কখন মাস শেষ হবে আর বেতন পাবো আর খরচ করবো। এইভাবে নিত্য দিনের প্রত্যেকটা কাজ ও কর্মের মাধ্যমে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে এ খেয়াল কি কেউ কখনো করে। করলেও অবুঝ এর মতন না বুজার মতন ভাব দরে। সময়ের সাথে সাথে অল্প অল্প করে আপনার ভালো মন্দ কাজ গুলো হিসাবের খাতায় লিখে রাখা হচ্ছে এটা আপনিও যানেন আমিও জানি তবু কেন মানতে পারিনা বা মানতে রাজি না। ভালো কিছু করুন আর অন্যকে ভালো কিছু করার উৎসাহ দেন।অশৃঙ্খলা পরিহার করুন।

23/04/2025

শখ কোন তুচ্ছ করার বিষয় না। মানুষ আর বাঁচে কয়দিন হুট করে আজরাইল এসে বলবে চল এখন চল। মানুষ হয়ে জন্মে যদি শখেই না পূরণ করতে পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে কি লাভ।

আমি হইলাম আমার পেইজ এর অতিথি মাঝে মাঝে ঘুরতে আসি।
22/04/2025

আমি হইলাম আমার পেইজ এর অতিথি মাঝে মাঝে ঘুরতে আসি।

ধান কাটা শুরু হয়ে গেছে। এখন ঘরে ঘরে নতুন ধানের নতুন চালের পিঠা বানানো হবে।
21/04/2025

ধান কাটা শুরু হয়ে গেছে। এখন ঘরে ঘরে নতুন ধানের নতুন চালের পিঠা বানানো হবে।

জীবনের অনেক কিছু করার পরিকল্পনা করা মানুষ আমি। কিন্তু কিছুই করতে পারিনা করার আগেই মনোযোগ নষ্ট হয়ে যায়।
20/04/2025

জীবনের অনেক কিছু করার পরিকল্পনা করা মানুষ আমি।
কিন্তু কিছুই করতে পারিনা
করার আগেই মনোযোগ নষ্ট হয়ে যায়।

আইসক্রিম খোর না হলে এমন কেউ করে।ফ্রিজ থেকে জমাট বাঁধা দুধের বোতল কেটে আইসক্রিম বানাই দিছি। দিতে বাধ্য আমি।
20/04/2025

আইসক্রিম খোর না হলে এমন কেউ করে।
ফ্রিজ থেকে জমাট বাঁধা দুধের বোতল কেটে আইসক্রিম বানাই দিছি। দিতে বাধ্য আমি।

হাঁসের বাচ্চাকে গোসল করানোর জন্যে কাঁচা বুনছে বাবু ঘুম থেকে ওঠেই কাচার ভেতর বসে আছে।
19/04/2025

হাঁসের বাচ্চাকে গোসল করানোর জন্যে কাঁচা বুনছে বাবু ঘুম থেকে ওঠেই কাচার ভেতর বসে আছে।

ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলে গুতি মাছ।
18/04/2025

ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলে গুতি মাছ।

18/04/2025

যে সব মানুষ প্রয়োজন পড়লে আপনার খোঁজ খবর নিতে আসে। সেসব মানুষ থেকে দূরে থাকবেন। ভাই এত খাতির থাকলেতো মাঝে মধ্যে খোঁজ খবর নিতো।

14/04/2025

প্রহেলা বৈশাখ নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। কারণ আমি গরিবস্।

মাশাআল্লাহ আমাদের গাছের কাঁঠাল
14/04/2025

মাশাআল্লাহ আমাদের গাছের কাঁঠাল

২০২৫ সালের প্রথম কাঁঠাল খেলাম আজকে
09/04/2025

২০২৫ সালের প্রথম কাঁঠাল খেলাম আজকে

Address

Ishwargonj
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roksana Apir Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roksana Apir Lifestyle:

Share