Roksana Apir Lifestyle

Roksana Apir Lifestyle Hi everyone follow my New Page please❣️❣️ support me❤️❤️❤
(6)

বর্তমানে আমার মতন এমন হাজারো মানুষ আছে যারা মোবাইল চাইলাইতে ঘন্টার পর ঘন্টা সময় পায়।  কিন্তু কারো সাথে কথা বলার সময় পায়...
04/08/2025

বর্তমানে আমার মতন এমন হাজারো মানুষ আছে যারা মোবাইল চাইলাইতে ঘন্টার পর ঘন্টা সময় পায়। কিন্তু কারো সাথে কথা বলার সময় পায় না।
সময় পেলে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া উচিত। ব্যাস্ততার ফাঁকে প্রতিবেশীদের সাথে গল্প করলে দেখবেন মন কতটা ফুরফুরে হয়।

04/08/2025

বিশ্বাস রেখে সঠিক পথে চলতে গেলে হাজারো বাঁধা আসবে।

04/08/2025

যখন অন্যকে দেখে হিংসা হবে বা অন্য মানুষের বদনাম করতে মন চাইবে।আর কারো চেহারা বা পার্সোনালিটি নিয়ে কটাক্ষ করতে মন চাইবে তখনি দৌড়ে আয়নার কাছে যাবেন গিয়ে আগে নিজের চেহারা দেখবেন তারপর দেখবেন কখনো কারো পার্সোনালিটি নিয়ে কোঠা দিতে মন চাইবেনা।

বাবার বাড়ি ছাড়লেই বুজা যায়। নারী জাতির নিজে কিছু ইনকাম করার প্রয়োজন আছে। নিজের ভাত আর পরের ঘরের ভাতের মধ্যে যে তফাৎ সেটা...
04/08/2025

বাবার বাড়ি ছাড়লেই বুজা যায়। নারী জাতির নিজে কিছু ইনকাম করার প্রয়োজন আছে। নিজের ভাত আর পরের ঘরের ভাতের মধ্যে যে তফাৎ সেটা বিয়ের পরে বুজতে পারবেন।

26/07/2025

দুই একদিন ফেইসবুকে ঠিকঠাক মত কাজ করে আবার কয়েকদিনের জন্য হারিয়ে যাওয়া আমার সভাব বা অভ্যাস যায় বলেন।
তবে এইবার ছিলো ভিন্ন কারণ বিমান দূর্ঘটনার ভিডিও বিভিন্ন পোস্ট দেখার পর থেকে কেমন যেন আধমরা হয়ে গেছিলাম কোন মতে ভুলতেই পারতেছিনা।
দূর্ঘটনায় শহীদদের জন্য সবাই দোয়া করবেন। আহা আগুনে পুড়া মৃত্যুর থেকে কঠিন মৃত্যু আমার মতে আর নাই।

গত কালকের এত রোদ আর প্রচন্ড গরমের মধ্যে আমাদের  তিনজনের দুধ চা খাইতে মন চাইছে। চা বানাতে গিয়ে দেখি দুধের পাতিল খালি সকাল...
20/07/2025

গত কালকের এত রোদ আর প্রচন্ড গরমের মধ্যে আমাদের তিনজনের দুধ চা খাইতে মন চাইছে। চা বানাতে গিয়ে দেখি দুধের পাতিল খালি সকালে যা দুধ রাখা হয়েছিল সব শেষ। বাসার সামনে বিকেল বেলা বাজার বসে। ওখানে তৃষা তিনবার গেছে, লাস্টের বার দেখে এক লোক দুধ নিয়ে আসছে। তারপর দুধ এনে চা বানিয়ে এই গরমের মধ্যে আরাম করে চা খেয়েছি। চা খাওয়ার পর যখন গরমের মধ্যে অস্তির লাগছিলো তখন আম মাখা খেয়ে শান্তি পেলাম।

17/07/2025

কখন কি ঘটে যায় একমাত্র আল্লাহ তায়ালা জানেন সবাই সচেতন থাকবেন

সময় কারো জন্য অপেক্ষা করেনা। কেউ কারো মায়ায় পড়ে থাকে না। ভালোবাসা চিরকাল থাকে। টাকা পয়সার অভাব না পড়লে মানুষ চেনা যায় ন...
16/07/2025

সময় কারো জন্য অপেক্ষা করেনা। কেউ কারো মায়ায় পড়ে থাকে না। ভালোবাসা চিরকাল থাকে। টাকা পয়সার অভাব না পড়লে মানুষ চেনা যায় না। হ্যা এটাই বাস্তবতা।

বাচ্চার লালন পালন নিয়ে  এত জ্ঞান না দিয়ে  একটু বাচ্চাকে পালতে সহযোগিতা করুন।  না পারলে চুপ থাকেন বাচ্চার মা কে  জ্ঞান দি...
16/07/2025

বাচ্চার লালন পালন নিয়ে এত জ্ঞান না দিয়ে একটু বাচ্চাকে পালতে সহযোগিতা করুন। না পারলে চুপ থাকেন বাচ্চার মা কে জ্ঞান দিয়ে মাথা নষ্ট করার দরকার নাই।

Address

Ishwargonj
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roksana Apir Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roksana Apir Lifestyle:

Share

Category