03/05/2025
আমরা মানুষ আমরা সব বুজে অবুঝ এর মতন চলি। সময় শেষ হওয়ার অপেক্ষা করে থাকি কখন দিন যাবে কখন সপ্তাহ শেষ হবে কখন মাস শেষ হবে আর বেতন পাবো আর খরচ করবো। এইভাবে নিত্য দিনের প্রত্যেকটা কাজ ও কর্মের মাধ্যমে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে এ খেয়াল কি কেউ কখনো করে। করলেও অবুঝ এর মতন না বুজার মতন ভাব দরে। সময়ের সাথে সাথে অল্প অল্প করে আপনার ভালো মন্দ কাজ গুলো হিসাবের খাতায় লিখে রাখা হচ্ছে এটা আপনিও যানেন আমিও জানি তবু কেন মানতে পারিনা বা মানতে রাজি না। ভালো কিছু করুন আর অন্যকে ভালো কিছু করার উৎসাহ দেন।অশৃঙ্খলা পরিহার করুন।