12/01/2025
আচ্ছা, প্রতিবছর এই যে কোচিং সেন্টারগুলো মডেল টেস্টের নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় শিক্ষার্থীদের থেকে, এটা নিয়ে কোনো লেখালেখি নেই কেন?
তদানীন্তন জেএসসি থেকে শুরু করে এসএসসি, পর্যায়ক্রমে এইচএসসি পর্যন্ত প্রায় প্রতিটি বোর্ড পরীক্ষার আগেই কোচিং সেন্টারগুলো একাধিক প্যাকেজ পরীক্ষা নেয়, যা মডেল টেস্ট নামে গেলানো হয়। বোর্ড পরীক্ষার আগে প্র্যাকটিসের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আমাদের থেকে হাজার হাজার টাকা নেওয়ার এই ম্যালপ্র্যাক্টিসটা বন্ধ করা সময়ের দাবি।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমার কোনো প্রতিষ্ঠানকে আক্রমণ করা উদ্দেশ্য নয়।
উদ্ভাস, এসিএস, এবং আমাদের ময়মনসিংহ শহরের ক্যানভাস এই তিনটি প্রতিষ্ঠানের মডেল টেস্টের রুটিন আমার হাতে এসেছে। বেশ মন দিয়ে তাদের রুটিনগুলো দেখলাম, পড়লাম। এবার আমার হিসাবটা দিচ্ছি।
উদ্ভাসে সারাদেশের ব্রাঞ্চে কম করে হলেও ২৫,০০০ শিক্ষার্থী ভর্তি হয় এই ধরনের প্রোগ্রামে। তাদের পরীক্ষা পদ্ধতি ও ফল প্রকাশ পদ্ধতি নিঃসন্দেহে ভালো। তারা অনলাইনে যে মেরিট দেয়, সেই মেরিটে সারাদেশের শিক্ষার্থীদের সাথে একজন শিক্ষার্থীর অবস্থান কততম সেটা জানান দেয়। সেখানে অহরহ বিশ হাজারতম – বাইশ হাজারতম মেরিট পাওয়া যায়।
মডেল টেস্টের এই প্রোগ্রামে ধরুন, বিশ হাজার (২০,০০০) শিক্ষার্থী এনরোল করলো। তাদের থেকে ফি নেওয়া হচ্ছে ১০,০০০ টাকা (ছাড়সহ)। একটা প্রোগ্রামে তাদের খরচ কত হয়? আর লাভই বা কত?
উদ্ভাসে মোট পরীক্ষা নিবে ৪০টি।
২০,০০০ ছাত্রের জন্য বিশ হাজার প্রশ্ন আর খাতা দিতে কত টাকা প্রয়োজন চলুন হিসাব করি।
বাজারের সবচেয়ে ভালো মানের সাদা পাতার খাতার রিম ৬১০ টাকা (৬৫ জিএসএম)। প্রতি রিমে পাতার সংখ্যা ৫০০।
প্রতি স্টুডেন্টের যদি ১ রিম খাতা লাগে ৪০টা পরীক্ষায়, তাহলে ৬১০ টাকা খাতা বাবদ খরচ। ওএমআর আর প্রশ্ন ছাপানো বাবদ প্রতি পরীক্ষায় খরচ ধরুন ৫ টাকা (অনেক বেশি ধরেছি, বাল্ক এমাউন্টে ছাপানো হয় এসব প্রতিষ্ঠানে। প্রকৃতপক্ষে খরচ হবে ৩ টাকা বা আরও কম)। আর প্রতিটি প্রিন্টেড সলিউশন বুক ধরুন ৬০ পাতার, বাল্ক এমাউন্টে ছাপানো হয় বলে প্রতি সলিউশন বুক বাবদ খরচ ধরলাম ৮০ টাকা (অনেক বেশি ধরেছি)।
তারা পরীক্ষা নিচ্ছে ৪০টি। ৪০টি পরীক্ষায় খাতা, প্রশ্ন, ওএমআর বাবদ জনপ্রতি খরচ – ৬১০ + (৪০ * ৫) + ৪০ * ৫০ = ২৮১০ টাকা।
এসির বিল, রুম ভাড়া, বাতির বিল ও অন্যান্য রক্ষণাবেক্ষণ খরচ বাবদ ধরুন জনপ্রতি তাদের দৈনিক ৪০ টাকা গেল। তাহলে ৪০টা পরীক্ষা * দৈনিক ৪০ টাকা = ১৬০০ টাকা।
তাহলে জনপ্রতি মোট খরচ যাচ্ছে = ২৮১০ + ১৬০০ টাকা = ৪৪১০ টাকা। আরও সিস্টেম লস ও বইয়ের খরচসহ ধরুন, ৬৫০০ টাকায় যাচ্ছে জনপ্রতি। কিন্তু লাভ? ১০,০০০ - ৬৫০০ = ৩৫০০ টাকা।
এত কেন ভাই? ৩৫০০ * ২০,০০০ = ৭ কোটি টাকা।
অন্য প্রতিষ্ঠানগুলোর হিসাব আপনাদের উপরেই ছাড়লাম। দেখেন, যা ভালো মনে করেন। সাধারণ শিক্ষার্থীদের সবার বাবার এতো টাকা নেই যে শিক্ষা নামক জিনিসটাকে পণ্যের মতো ক্রয় করতে পারবে।