The Tech Doctor - Mr. Rabu

The Tech Doctor - Mr. Rabu I am Ariful Alam and i am here to help you become a Pro Digital Marketer and make money online.

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহার করবেন যেভাবে:মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ...
07/10/2023

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহার করবেন যেভাবে:

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে বার্ড (বিএআরডি) নামে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট চালু করেছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার এই চ্যাটবট ব্যবহারকারীদের নির্দেশমতো প্রোগ্রামের কোড, চাকরির জীবনবৃত্তান্ত লেখার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর জানাতে পারে। এর ফলে সহজেই ভার্চ্যুয়াল সহকারীর মতো ব্যবহার করা যায় চ্যাটবটটি। বার্ড চ্যাটবট ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক—

গুগল প্লে স্টোর থেকে বার্ড অ্যাপ নামিয়ে বা গুগল বার্ডের ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি চ্যাটবটটি ব্যবহার করা সম্ভব। ওয়েবসাইটের মাধ্যমে চ্যাটবটটি ব্যবহারের জন্য এই ঠিকানায় প্রবেশ করে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করলেই একটি টেক্সট এরিয়া দেখা যাবে। এখানে নিজেদের প্রয়োজনীয় কাজের বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে লিখতে হবে। চাইলে টেক্সট এরিয়ার ডানদিকে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করে মুখের কথায়ও কাজের নির্দেশনা দেওয়া যাবে। শুধু তাই নয়, বাঁ দিকে থাকা ফটো আইকন থেকে ছবি আপলোড করে নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর জানা যাবে। লেখা, ছবি বা মুখের কথা পর্যালোচনার করেই মূলত বিভিন্ন কাজ করে দেওয়ার পাশাপাশি প্রশ্নের উত্তর দিয়ে থাকে বার্ড। তাই চ্যাটবটটি ব্যবহারের সময় নির্দেশনা সংক্ষেপে সুস্পষ্টভাবে লিখতে হবে।

নোবেল জয়ের ফোন পেয়ে অধ্যাপক বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন ...
05/10/2023

নোবেল জয়ের ফোন পেয়ে অধ্যাপক বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’

এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ এবং ফ্রান্সের অ্যান হুইলেয়ার। বাংলাদেশ সময় সোমবার (৩ অক্টোবর) বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এদিকে পুরস্কার জয়ের খবর দেওয়ার জন্য যখন অ্যান হুইলেয়ারকে নোবেল কমিটি থেকে যখন ফোন দেওয়া হয়, তখন তিনি ক্লাসে ব্যস্ত। একাধিকবার ফোন দিয়েও তাকে পায়নি নোবেল কমিটি। ক্লাস বিরতিতে আবার কল এলে তিনি রিসিভ করেন। নোবেল কর্তৃপক্ষ থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যক্তি অপর প্রান্ত থেকে কথা বলার জন্য সময় চান। অ্যানি জানান, আমি একটু ব্যস্ত, শিক্ষার্থীদের পাঠদান করছি।

কল দেওয়া সেই ব্যক্তি তার কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় দেয়ার অনুরোধ জানালে কথা বলার সম্মতি দেন অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার। পরে তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরষ্কার জয়ের সংবাদ দেন কলদাতা অ্যাডাম স্মিথ। প্রতিউত্তরে অ্যানি অ্যান হুইলেয়ার তাকে ধন্যবাদ জানান।

ওয়াই-ফাই ৭সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট আসছেওয়াই-ফাই ৭ হলো তারহীন ওয়াই-ফাই প্রযুক্তির নতুন সংস্করণ, যুক্তরাষ্ট্রের ওয়া...
04/10/2023

ওয়াই-ফাই ৭
সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট আসছে

ওয়াই-ফাই ৭ হলো তারহীন ওয়াই-ফাই প্রযুক্তির নতুন সংস্করণ, যুক্তরাষ্ট্রের ওয়াই-ফাই অ্যালায়েন্সের চালু করা সর্বশেষ ওয়াই-ফাই মান এটি। ২০২৪ সালের শেষ দিকে ওয়াই-ফাই ৭ বাজারে আসার কথা। গতি এবং কার্যক্ষমতার দিক থেকে ওয়াই-ফাই ৭ হবে সবচেয়ে উন্নত। এর সর্বোচ্চ ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ৩০ গিগাবাইট (জিবিপিএস) পর্যন্ত হতে পারে, যা এখনকার ওয়াই-ফাই ৬ প্রযুক্তির চেয়ে ৩ গুণ বেশি।

ওয়াই-ফাই ৭-এর বৈশিষ্ট্য
দ্রুতগতির ইন্টারনেট: ওয়াই-ফাই ৭ প্রযুক্তির গতি ওয়াই-ফাই ৬-এর চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি হবে। এর গতি প্রতি সেকেন্ডে ৩০ গিগাবাইটের বেশি হতে পারে।
তথ্য আদান-প্রদানে বিলম্ব বা ল্যাটেন্সি: তথ্য আদান-প্রদানে ওয়াই-ফাই ৭-এর বিলম্ব হার বা ল্যাটেন্সি কম হবে। এই প্রযুক্তির ল্যাটেন্সি ১ মিলিসেকেন্ডের কম। ফলে তাৎক্ষণিক বা রিয়ালটাইম অ্যাপ্লিকেশন যেমন ভিডিও কল, গেমস ইত্যাদি অনেক ভালো কাজ করবে।

তরঙ্গ সমন্বয়: ওয়াই-ফাই ৭ প্রযুক্তি ৬ গিগাহার্টজের বেশি ৭.১২৫ গিগাহার্টজ পর্যন্ত নতুন তরঙ্গ ব্যবহার করবে। এর ফলে তথ্য-উপাত্ত আদান-প্রদানের গতি বাড়বে ও ব্যতিচার (ইন্টারফেয়ারেন্স) কমবে।

মাল্টিপল-ইনপুট মাল্টিপল-আউটপুট (মিমো): এই সুবিধার কারণে একই সময়ে একাধিক যন্ত্রে তথ্য পাঠানো যাবে। এটি ১৬-৩২ অ্যানটেনা ব্যবহার করবে।
ব্যাটারি সঞ্চয়: ওয়াই-ফাই ৭ ব্যাটারি খরচ কম করবে। ফলে এর সঙ্গে তার ছাড়া যুক্ত যন্ত্রগুলোর ব্যাটারির স্থায়িত্ব বাড়বে ও শক্তি কম খরচ হবে।
ওয়াই-ফাই ৭ হবে সাশ্রয়ী, দ্রুতগতির ও নিরাপদ। এটি আসার সঙ্গে সঙ্গে ওয়াই-ফাই প্রযুক্তি নতুন যুগে প্রবেশ করবে।

ওয়াই-ফাই ৭ যেসব নিরাপত্তা বৈশিষ্ট্যের হতে পারে
ওয়াই-ফাই এনক্রিপশন: এটি ওয়াই-ফাইয়ের মাধ্যমে আদান-প্রদান করা তথ্যকে এনক্রিপ্ট করবে, যাতে অন্য কেউ তথ্যে প্রবেশ করতে পারে। ওয়াই-ফাই ৬-এ এটি ছিল না।

প্রমাণীকরণ: ওয়াই-ফাই ৭-এর জন্য আরও শক্তিশালী দুই-স্তর প্রমাণীকরণ (টু স্টেপ অথেনটিকেশন) এবং অন্যান্য নিরাপত্তা ধাপগুলো চালু করা হবে।

ব্যক্তিগত গোপনীয়তা: ম্যাক অ্যাড্রেস রেন্ডমাইজেশন ও অন্যান্য বৈশিষ্ট্য ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াবে।

নিরাপত্তা ব্যবস্থাপনা: ওয়াই-ফাই ৭ আগের সংস্করণের তুলনায় নিরাপত্তা উন্নত করতে ব্যাপক কাজ করছে। তবে এখনো এসবের কার্যকারিতা নিশ্চিত করা হয়নি। সময় বলে দেবে ওয়াই-ফাই ৭ নিরাপত্তায় কতটা কার্যকর হবে।

স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা চালু করবেন যেভাবে:ভূমিকম্পের সময় স্থানীয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করতে ২০...
03/10/2023

স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা চালু করবেন যেভাবে:

ভূমিকম্পের সময় স্থানীয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করতে ২০২০ সালে আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু করে গুগল। যুক্তরাষ্ট্রে প্রথম চালু হলেও বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এ সুবিধা চালু রয়েছে। আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম মূলত ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠায়। ভূমিকম্পের উৎস ও মাত্রা সম্পর্কে জানানোর পাশাপাশি নিরাপদ থাকার পরামর্শও দিয়ে থাকে। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম কাজে লাগিয়ে চাইলে ভূমিকম্পের বিস্তারিত তথ্যও জানা সম্ভব। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলা স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক—

ভূমিকম্প সতর্কতা চালুর জন্য প্রথমে স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করে ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি' অপশন থেকে ‘আর্থকোয়েক অ্যালার্টস' নির্বাচন করতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠা থেকে আর্থকোয়েক অ্যালার্টস টগলটি চালু করতে হবে। নিচে স্ক্রল করে ‘সি আ ডেমো’তে ট্যাপ করে পরীক্ষামূলক সতর্কবার্তা দেখে নেওয়া যাবে। ‘লার্ন আর্থকোয়েক সেফটি টিপস' অপশনে ট্যাপ করে চাইলে ভূমিকম্পের সময় নিরাপদ থাকার পরামর্শও পাওয়া যাবে। দেখে নেওয়া যাবে।

বাংলাদেশে ভূমিকম্প হলেই সতর্ক করবে গুগল:

উল্লেখ্য, ভূমিকম্পের তথ্য সংগ্রহের জন্য গুগল মূলত ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা অ্যাক্সিলারোমিটার সেন্সর সুবিধা ব্যবহার করে থাকে। কারণ, অ্যাক্সিলারোমিটার ভূমিকম্প উৎপন্ন হওয়ায় প্রাথমিক ‘পি’ তরঙ্গ বা ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করতে পারে। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু থাকলে ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত হলেই গুগলের সার্ভারে তথ্য পাঠাতে থাকে স্মার্টফোন। বিভিন্ন স্মার্টফোন থেকে পাঠানো তথ্য বিশ্লেষণের পর ভূমিকম্পের মাত্রা বুঝে ব্যবহারকারীদের ‘বি অ্যাওয়ার’ ও ‘টেক অ্যাকশন' নামে সতর্কবার্তা পাঠায় গুগল। সাধারণত ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলে ‘বি অ্যাওয়ার’ বার্তা পাঠানো হয়। এ সময় ভূমিকম্পের সম্ভাব্য উৎপত্তিস্থলের তথ্য জানানোর পাশাপাশি নিরাপদে থাকারও বিভিন্ন পরামর্শ দেয় গুগল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৫-এর বেশি হলে পাঠানো হয় ‘টেক অ্যাকশন' বার্তা। এ সময় ব্যবহারকারীদের স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বা সতর্কবার্তা বাজবে।

Address

Jamalpur Sadar
Mymensingh
2051

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801735525053

Alerts

Be the first to know and let us send you an email when The Tech Doctor - Mr. Rabu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Tech Doctor - Mr. Rabu:

Share