02/12/2025
📌 মোবাইল চোর ভেবে মারধর—শেষে বেরিয়ে এলো চমকে দেওয়ার মতো সত্য!
এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখে ছেলেটিকে মোবাইল চোর ভেবে ধরে ফেলে এলাকাবাসী। শুরু হয় রাম ধোলাই।
একপর্যায়ে ছেলেটির হাতে থাকা মোবাইলটি কেড়ে নিয়ে তল্লাশি করতে গিয়ে সবাই হতভম্ব!
মোবাইলের গ্যালারিতে পাওয়া যায়—
সেই একই এলাকার প্রবাসী পরিবারের গৃহবধূর সঙ্গে তোলা অসংখ্য ছবি ও অন্তরঙ্গ ভিডিও।
দেখে সবাই হতচকিত!
চুরির অভিযোগ তেমন গুরুতর না—কিন্তু এই অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন সবাই।
এবার ছেলেটিকে প্রশ্ন করা হলে সে আর অস্বীকার করতে পারে না।
আরো দুই-তিনটা থাপ্পড় খাওয়ার পর কান্নাজড়িত কণ্ঠে স্বীকার করে—
👉 “হ্যাঁ, আপুর সাথে আমার অনেক দিনের সম্পর্ক… আমরা দু’জনেই এতে জড়িত…”
এ কথার পর এলাকায় শুরু হয় চরম উত্তেজনা।
মেয়েকে ডেকে আনা হয়, তিনিও প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন সম্পর্কের বিষয়টি।
পরিস্থিতি সামাল দিতে এলাকাবাসী, দুই পরিবারের বয়োজ্যেষ্ঠ ও স্থানীয় মুরব্বিরা বসেন।
অনেক আলোচনা–বিবেচনার পর সবাই সিদ্ধান্ত নেন—
⚖️ “যেহেতু দু’জনেই স্বেচ্ছায় সম্পর্ক করেছে, সমাজের অপমান ঢাকতে তাদের বিয়ে দেওয়াই উত্তম।”
সিদ্ধান্ত অনুযায়ী,
📌 ৫ লাখ টাকা কাবিনে
📌 উপস্থিত মানুষের সম্মতিতে
📌 স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে
ছেলেটি ও মেয়ের নিকাহ সম্পন্ন করে দেওয়া হয়।
একদিকে অপমান ও উত্তেজনা—অন্যদিকে দুই পরিবারের সম্মান বাঁচানোর চেষ্টা।
শেষমেশ মারধর, লজ্জা, কান্না—সব মিলিয়ে ঘটনাটি পুরো এলাকাজুড়ে আলোচনার ঝড় তুলেছে।
#আহাদুনিয়া #চুর #পরকিয়া #বাংলাদেশ