16/09/2025
ভালোই হয়েছে তুমি আমার হও নাই। যদি তুমি আমার হতে, আমি হয়তো কখনোই কষ্ট চিনতাম না, বিচ্ছেদের স্বাদ পেতাম না, যন্ত্রণার সাথে পরিচয় হতো না। তোমায় পেলে শুধু তোমাকে নিয়ে গর্ব করতাম, মানুষের কাছে তোমাকে নিয়ে অহংকার করতাম, পূর্ণতার গল্প বলতাম। কিন্তু তুমি আমার না হওয়ায় আমি বুঝেছি ভালোবাসা সবসময় মিষ্টি না, মাঝে মাঝে খুব নিষ্ঠুরও হয়।
যদি তুমি আমার হতে, প্রতিদিন ভাবতাম কী করলে তোমাকে আগলে রাখতে পারব, কী করলে তোমাকে সুখী রাখতে পারব। তোমার জন্য নিজের সবকিছু বিসর্জন দিতে রাজি থাকতাম। কিন্তু তুমি আমার না হয়েই ভাল করেছো, কারণ এখন আর কাউকে নিয়ম করে ভালোবাসতে হয় না, কাউকে নিয়ে প্রতিদিন চিন্তা করতে হয় না।
তুমি অন্য কারও হয়েছো, সেটাই হয়তো ভালো হয়েছে। কারণ তুমি যদি আমার হতে, আমি কখনও শিখতাম না কষ্ট মানুষকে কতটা বদলে দেয়, কতটা শক্ত করে তোলে।
শেষে শুধু একটা কথাই বলব, তুমি সুখে থেকো, ভালো থেকো সবসময়।