13/12/2025
১৪ ডিসেম্বর—যে দিনে জাতি হারিয়েছিল তার শ্রেষ্ঠ মেধা, আর ইতিহাস পেয়েছিল এক গভীর ক্ষত।
যে বুদ্ধিজীবীরা সত্য বলেছিলেন,ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন,নৈতিকতার আলো জ্বালাতে চেয়েছিলেন,তাঁদের হত্যা করা হয়েছিল এই ভয়ে,
একটি সৎ জাতি গড়ে উঠবে।
কিন্তু আজ ৫৪ বছর পর এসেও প্রশ্ন জাগে—
আমরা কি তাঁদের সেই স্বপ্ন রক্ষা করতে পেরেছি?
দূর্নীতি যখন স্বাভাবিক হয়ে যায়,অন্যায় যখন কৌশল বলে গণ্য হয় আর নৈতিকতা যখন দূর্বলতার নাম হয়—
তখন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেয় 😔
আজকের নৈতিক অবক্ষয় আসলে সেই অন্ধকারেরই উত্তরাধিকার,যে অন্ধকার তারা চেয়েছিল এই দেশে চিরস্থায়ী করতে‼️
১৪ই ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয়—
জাতি তখনই হারে,
যখন বুদ্ধিকে হত্যা করা হয় আর বিবেককে বিক্রি করে দেওয়া হয়...
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা
শুধু স্মরণে নয়,
সততা আর বিবেকে ফিরে যাওয়াতেই হোক।
Rishan's এর পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা 🖤