Peace of Mind

Peace of Mind "Beauty is not in the face;
- beauty is a light in the heart-

25/04/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ❤🥀

Only Marriage is Real....🤷‍♂️🙆‍♂️The only relationship between 2 soul falling with pure love 🥀🥀🥀🥀
20/01/2025

Only Marriage is Real....🤷‍♂️🙆‍♂️
The only relationship between 2 soul falling with pure love 🥀🥀🥀🥀

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফা...
16/01/2025

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফার করতাম। এখন দিনে ২০ হাজার/২৫ হাজার বার ইস্তিগফার করি৷

ফলাফল : আমি কোনো কিছু ভাবার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সেটা কবুল করে নেন।
আমি উমরাহ যেতে চেয়েছিলাম। আল্লাহ একদিনের মধ্যে আমার ভিসার ব্যবস্থা করে দেন। ট্রাভেল এজেন্টও অবাক হয়ে গিয়েছিলো কারন ভিসা আসতে কমপক্ষে ৫ দিন লাগে।
আমার জীবনে ইস্তিগফারের আরো অনেক অনেক অলৌকিক গল্প আছে। আমি কিছু চাইলেই সেটা কবুল হয়ে যায় সাথে সাথে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।

বিঃদ্রঃ নির্দিষ্ট সংখ্যায় ইস্তিগফার করলে বিশেষ ফজিলত আছে এমন ভাবা যাবে না৷ টার্গেট রাখতে পারেন যে আমি দিনে এতোবার ইস্তিগফার করবো। তবে এতোবারই করতে হবে বা এতোবার করলেই দু'আ কবুল হবে এমন ভাবলে বিদআত হবে। বরং যতো ইচ্ছা করতে পারেন ইনশাআল্লাহ।
লেখা:সংগ্রহীত

14/01/2025

That's providing really good services

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফা...
04/01/2025

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফার করতাম। এখন দিনে ২০ হাজার/২৫ হাজার বার ইস্তিগফার করি৷

ফলাফল : আমি কোনো কিছু ভাবার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সেটা কবুল করে নেন।

আমি উমরাহ যেতে চেয়েছিলাম। আল্লাহ একদিনের মধ্যে আমার ভিসার ব্যবস্থা করে দেন। ট্রাভেল এজেন্টও অবাক হয়ে গিয়েছিলো কারন ভিসা আসতে কমপক্ষে ৫ দিন লাগে।

আমার জীবনে ইস্তিগফারের আরো অনেক অনেক অলৌকিক গল্প আছে। আমি কিছু চাইলেই সেটা কবুল হয়ে যায় সাথে সাথে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।

বিঃদ্রঃ নির্দিষ্ট সংখ্যায় ইস্তিগফার করলে বিশেষ ফজিলত আছে এমন ভাবা যাবে না৷ টার্গেট রাখতে পারেন যে আমি দিনে এতোবার ইস্তিগফার করবো। তবে এতোবারই করতে হবে বা এতোবার করলেই দু'আ কবুল হবে এমন ভাবলে বিদআত হবে। বরং যতো ইচ্ছা করতে পারেন ইনশাআল্লাহ।

- সংগৃহীত

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি। বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছ...
29/12/2024

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।

বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খোজতো। সেটা যতই বেকার ও দরিদ্র হোক৷ তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷

আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি।
সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম,জ্বিনা যাই করুক। সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।

এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না। চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে ফুর্তি করি,আবাসিক হোটেলে যাই। যাই করিনা ক্যান।

ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়।
তো এই সমাজে ডিভোর্স হবে না। ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে৷

বিয়ের জন্য যেভাবে পবিত্র নারীর খোঁজ পাবেন উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, 'কোন নারী সর্বোত...
28/12/2024

বিয়ের জন্য যেভাবে পবিত্র নারীর খোঁজ পাবেন উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, 'কোন নারী সর্বোত্তম? উত্তরে তিনি বলেছিলেন, 'যে নারী কথাবার্তার প্যাঁচ বুঝে না। পুরুষদের ভোজবাজি সম্পর্কেও ধারণা রাখে না। একদম নিষ্কলুষ হৃদয়ের অধিকারী। শুধু স্বামীর জন্য সাজগোজ করতে জানে। এবং তার পরিবারের সর্ববিষয়ে রক্ষণশীল হয়।' (রাগিব আল আসফাহানী, মুহাযিরাতুল উদাবা, ২/২২২),

বিদ্রঃ পাত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রতিবেশীদের কাছে খবর নিলে এসব বিষয়ে তথ্য পাওয়া যাবে।
Collected

“বিয়ের দিনের স্মৃতি আজীবনের জন্য রাখতে চাই!" অনেকেই বিয়ের দিনের ফটোগ্রাফিকে খুব হালকাভাবে নেন। মনে করেন- ‘আরে একদিনই তো!...
14/12/2024

“বিয়ের দিনের স্মৃতি আজীবনের জন্য রাখতে চাই!"

অনেকেই বিয়ের দিনের ফটোগ্রাফিকে খুব হালকাভাবে নেন। মনে করেন- ‘আরে একদিনই তো!’

যেই মেয়ে বাইরে বের হবার সময় সবসময় নিকাব পরতো, যাকে তার কলেজ-ভার্সিটির কোনো ছেলে কখনো দেখেনি, সেই মেয়েও দেখা যায় বিয়ের দিন হাসিমুখে ছবি তুলে।

বিয়েতে কনের ছবি তোলা হবে কিনা, কনেকে অন্য পুরুষরা দেখতে পারবে কিনা সেটা সাধারণত সেই মেয়েটির হাতে থাকে না। মেয়ের পরিবার এবং পাত্রকেই উদ্যোগ নিতে হয়।

পাত্র যদি এসব ক্ষেত্রে শক্ত অবস্থান নিতে না পারে, তাহলে পাত্রী যতোই ইচ্ছে থাকুক না কেনো, সম্ভব হয় না।

একজন পুরুষ হিসেবে আপনাকেই এই সিদ্ধান্ত নিতে হবে- আমার স্ত্রী যেদিন থেকে আমার স্ত্রী, সেদিন থেকে কোনো পরপুরুষ তাকে দেখতে পারবে না।

একজন ফটোগ্রাফার ছবি তুলতে গিয়ে যেভাবে আপনার স্ত্রীকে দেখবে, বিয়ের আগে কোনো পুরুষ সেভাবে সেই মেয়েকে দেখেনি!

সবসময় মনে রাখবেন, ফটোগ্রাফার একজন পুরুষ, আপনার যেমন পুরুষত্ব আছে, তারও আছে। তাকে স্রেফ ফটোগ্রাফার ভেবে ‘খোজা’ মনে করবেন না।

“কোনো পুরুষ অপর পুরুষের সাথে এবং কোনো নারীও অপর নারীর সাথে একই কাপড়ের ভেতরে একত্রে ঘুমাবে না।”সহীহ মুসলিমঃ ৩৩৮বইঃ এখন য...
13/12/2024

“কোনো পুরুষ অপর পুরুষের সাথে এবং কোনো নারীও অপর নারীর সাথে একই কাপড়ের ভেতরে একত্রে ঘুমাবে না।”

সহীহ মুসলিমঃ ৩৩৮
বইঃ এখন যৌবন যার

স্বামী স্ত্রী ফিটফাট বিয়ের ৫০ বছর পার হওয়া এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম- এই যে এতবছর পরেও আপনারা স্বামী - স্ত্রী দুজন এত ফ...
08/12/2024

স্বামী স্ত্রী ফিটফাট

বিয়ের ৫০ বছর পার হওয়া এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম-

এই যে এতবছর পরেও আপনারা স্বামী - স্ত্রী দুজন এত ফিট কীভাবে?
ভদ্রলোক উত্তর দিল- আসলে বিয়ের পরেই আমরা ডিসাইড করেছিলাম আমাদের মধ্যে ঝগড়া বাঁধলে যে হেরে যাবে সে প্রতিদিন ১০ কিলোমিটার দৌড়াবে। মাসে প্রায় ২০দিনই ঝগড়া হয়, আর আমি হেরে যাই। তাই শাস্তিস্বরূপ প্রতিদিন ১০ কিলোমিটার দৌড়াতাম।

আমি; তা বুঝলাম, কিন্তু আপনার স্ত্রীও তো ফিট। সে কীভাবে এত ফিট রয়েছে?
ভদ্রলোক ; ওরে বাপু, ঝগড়ায় হেরে গিয়ে আমি ১০ কিলো দৌড়াতাম আর আমার স্ত্রী আমার পেছন পেছন দৌড়াত, যেন আমি ফাঁকি না দিই!

-আব্দুল্লাহ আল মামুন

 ৌবন_যার এখন যৌবন যার সিরিজ পর্ব ৫১এক যুবক ট্রেনে কোথাও যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে পৌঁছল। প্লাটফর্মে পর্দানশিন এক নারীও ট্...
07/12/2024

ৌবন_যার
এখন যৌবন যার সিরিজ পর্ব ৫১
এক যুবক ট্রেনে কোথাও যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে পৌঁছল। প্লাটফর্মে পর্দানশিন এক নারীও ট্রেনের অপেক্ষায় ছিল। কোনোভাবে জানা গেল ট্রেন আসতে দুই ঘণ্টা দেরি হবে। যুবক ভাবল, ট্রেন আসতে তো এখনো অনেক সময় বাকি। ওই মহিলার সাথেই গিয়ে কথাবার্তা বলি। সময় কেটে যাবে। যুবক প্রথমেই জিজ্ঞাসা করল, আপনিও কি ট্রেনের অপেক্ষায় আছেন? মহিলা মাথা নেড়ে হ্যাঁ-সূচক জবাব দিল। যুবকের সাহস বেড়ে গেল। হাতে সময়ও আছে, পরিবেশও নিরিবিলি, মহিলাও প্রশ্নের জবাব দিচ্ছে, সুতরাং কথা বাড়ানো যায়। যুবক বলতে লাগল, আপনি কি শরবত বা ঠান্ডা কিছু খাবেন? আমি কি নিয়ে আসব? মহিলা প্রথমে না-সূচক মাথা নাড়ল। কিন্তু পরে যুবকের পীড়াপীড়িতে রাজি হলো। যুবক ছুটে গিয়ে ঠান্ডা বোতল নিয়ে এল। মহিলা কয়েক চুমুক খেয়ে একপাশে রেখে দিল। কিছুক্ষণ পর যুবক আবার বলতে লাগল, কিছু খাবেন? খাওয়ার কিছু নিয়ে আসি? মহিলা মাথা নেড়ে নিষেধ করল। যুবক বারবার পীড়াপীড়ি করতে লাগল। কিন্তু মহিলা কিছুতেই রাজি হচ্ছিল না। এদিক থেকে বারবার পীড়াপীড়ি করা হচ্ছে, আর ওদিক থেকে প্রতিবারই না-সূচক জবাব আসছে। এভাবে দীর্ঘ সময় কেটে গেল। শেষমেশ যুবক খুব কোমলভাবে বলল, তাহলে নাহয় ফল খান? কিছু ফল নিয়ে আসি? মহিলা তাতেও রাজি হলো না। যুবক অত্যন্ত দরদমাখা কণ্ঠে বলল, কী হয়েছে? আপনি যে আমার থেকে কিছুই নিতে চাচ্ছেন না? মহিলা চুপ রইল। কিছুই বলল না। অতঃপর যুবক অনেক বেশি অনুনয়-বিনয় করে জানতে চাইল এটুকু তো বলুন, আপনি আমার থেকে ফল কেন নিতে চাচ্ছেন না? যুবক নাছোড় হলে পরে মহিলা জবাব দিল, আরে ভাই, আমার মুখে তো দাঁতই নেই। আমি তো আশি বছরের বুড়ি। যুবক অত্যন্ত লজ্জিত হলো এবং সেখান থেকে কেটে পড়ল।
বইঃ এখন যৌবন যার পৃষ্ঠা ১৩৫-১৩৬
কার্টেসী: ইকরা-Design

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peace of Mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share