07/12/2024
ৌবন_যার
এখন যৌবন যার সিরিজ পর্ব ৫১
এক যুবক ট্রেনে কোথাও যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে পৌঁছল। প্লাটফর্মে পর্দানশিন এক নারীও ট্রেনের অপেক্ষায় ছিল। কোনোভাবে জানা গেল ট্রেন আসতে দুই ঘণ্টা দেরি হবে। যুবক ভাবল, ট্রেন আসতে তো এখনো অনেক সময় বাকি। ওই মহিলার সাথেই গিয়ে কথাবার্তা বলি। সময় কেটে যাবে। যুবক প্রথমেই জিজ্ঞাসা করল, আপনিও কি ট্রেনের অপেক্ষায় আছেন? মহিলা মাথা নেড়ে হ্যাঁ-সূচক জবাব দিল। যুবকের সাহস বেড়ে গেল। হাতে সময়ও আছে, পরিবেশও নিরিবিলি, মহিলাও প্রশ্নের জবাব দিচ্ছে, সুতরাং কথা বাড়ানো যায়। যুবক বলতে লাগল, আপনি কি শরবত বা ঠান্ডা কিছু খাবেন? আমি কি নিয়ে আসব? মহিলা প্রথমে না-সূচক মাথা নাড়ল। কিন্তু পরে যুবকের পীড়াপীড়িতে রাজি হলো। যুবক ছুটে গিয়ে ঠান্ডা বোতল নিয়ে এল। মহিলা কয়েক চুমুক খেয়ে একপাশে রেখে দিল। কিছুক্ষণ পর যুবক আবার বলতে লাগল, কিছু খাবেন? খাওয়ার কিছু নিয়ে আসি? মহিলা মাথা নেড়ে নিষেধ করল। যুবক বারবার পীড়াপীড়ি করতে লাগল। কিন্তু মহিলা কিছুতেই রাজি হচ্ছিল না। এদিক থেকে বারবার পীড়াপীড়ি করা হচ্ছে, আর ওদিক থেকে প্রতিবারই না-সূচক জবাব আসছে। এভাবে দীর্ঘ সময় কেটে গেল। শেষমেশ যুবক খুব কোমলভাবে বলল, তাহলে নাহয় ফল খান? কিছু ফল নিয়ে আসি? মহিলা তাতেও রাজি হলো না। যুবক অত্যন্ত দরদমাখা কণ্ঠে বলল, কী হয়েছে? আপনি যে আমার থেকে কিছুই নিতে চাচ্ছেন না? মহিলা চুপ রইল। কিছুই বলল না। অতঃপর যুবক অনেক বেশি অনুনয়-বিনয় করে জানতে চাইল এটুকু তো বলুন, আপনি আমার থেকে ফল কেন নিতে চাচ্ছেন না? যুবক নাছোড় হলে পরে মহিলা জবাব দিল, আরে ভাই, আমার মুখে তো দাঁতই নেই। আমি তো আশি বছরের বুড়ি। যুবক অত্যন্ত লজ্জিত হলো এবং সেখান থেকে কেটে পড়ল।
বইঃ এখন যৌবন যার পৃষ্ঠা ১৩৫-১৩৬
কার্টেসী: ইকরা-Design