Zayrah

Zayrah "Beauty is not in the face;
- beauty is a light in the heart-

মেয়ের বিয়ে নিয়ে ভাবছ শুনলাম? তো কেমন পাত্র চাও?তুমি তো জানই, একটা ধার্মিক ছেলে পেলেই সম্বন্ধ করে ফেলব! অবশ্য গতকাল একটা ...
11/12/2025

মেয়ের বিয়ে নিয়ে ভাবছ শুনলাম?
তো কেমন পাত্র চাও?

তুমি তো জানই, একটা ধার্মিক ছেলে পেলেই সম্বন্ধ করে ফেলব! অবশ্য গতকাল একটা প্রস্তাব এসেছিল

ছেলে কেমন? কী করে?
ছেলে অত্যন্ত ধার্মিক। কিন্তু খুবই গরীব! তাই প্রস্তাবটা আমরা গ্রহণ করতে পারিনি! ভদ্রভাবে পাশ কাটিয়ে গেছি!

আজ আরেক পক্ষকে দেখলাম? হাঁ, ঘটক একটা সম্বন্ধ নিয়ে এসেছিল! পাত্র বেশ মোটা বেতনে চাকুরি করে। বিদেশী এক সংস্থায়। সবাই এককথায় পছন্দ করে ফেলল। তবে আম্মার পছন্দ হয়নি! তার পছন্দ ছিল প্রথম প্রস্তাবটা!

কেন? তিনি চাচ্ছিলেন তার নাতনী একজন ধার্মিক মানুষের ঘরনী হোক! তাহলে এটাকেও ফিরিয়ে দিলে? নাহ! ফিরিয়ে দেবো কেন! সবাই মিলে দু‘আ করে দিলাম।

আল্লাহ যেন পাত্রকে ধার্মিক বানিয়ে দেন!

এত সহজেই সমাধান করে ফেললে? ধার্মিক পাত্রই যদি চাইবে, তাহলে প্রথম জনের প্রস্তাব গ্রহণ করে কেন দু‘আ করলে না!

আল্লাহ তাকে রিযিক বাড়িয়ে দিন?
@ collected

তিনটি সেতু, এক নদী🌉লোকেশন কোথায়?
09/12/2025

তিনটি সেতু, এক নদী🌉

লোকেশন কোথায়?

বিয়ের আগে প্রেম করা আর বিয়ের পর সংসার করা-দুটো ভিন্ন জিনিস। বিবাহপূর্ব প্রেম একটা ফ্যান্টাসি। এখানে ছেলে-মেয়ে উভয়েই নিজে...
20/11/2025

বিয়ের আগে প্রেম করা আর বিয়ের পর সংসার করা-দুটো ভিন্ন জিনিস। বিবাহপূর্ব প্রেম একটা ফ্যান্টাসি। এখানে ছেলে-মেয়ে উভয়েই নিজেকে সর্বোচ্চ উৎকৃষ্টরূপে উপস্থাপন করতে চায়। কদিন পরপর দেখা বা সপ্তাহে একদিন ডেটিং- ছেলেটি নিজের সামর্থ্যের সেরা উপস্থাপনটিই নিয়ে আসতে চায়, মেয়েটিও চায় তার প্রেমিক তাকে পরম সুন্দরী হিসেবেই দেখুক। তাই প্রেমের দিনগুলোতে তাদের ব্যক্তিগত জীবনের নেতিবাচক ব্যাপারগুলো পরস্পরের কাছে প্রকাশ পায় না, দুজনেই তা যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করে।
সংসার জীবন আলাদা ব্যাপার। এখানে নিত্যদিনের অভ্যাস প্রকাশ পাবে, কৃত্রিম ভালোমানুষির পর্দা উন্মোচিত হবে। চব্বিশ ঘণ্টা একটা মানুষের সাথে থাকলে তাকে বোঝা যায়, চেনা যায়, সত্যিকারভাবেই চেনা যায়। প্রেমের সময়ের মত ক্ষণিকের দেখা আর ভাব বিনিময়ের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি সহজাত আকর্ষণের চাপল্যভরা মোহনীয় সময়টা তাই সংসারজীবনে থাকে না। সংসারজীবনে আবেগের চেয়ে বাস্তবতার ভূমিকা বেশি। ভার্সিটির গেট থেকে বেরোলে যে মুখটি দেখার জন্য আকুলতা থাকত, জীবনযুদ্ধের সংগ্রামরত দিন রাতের সংস্পর্শ সেই আকর্ষণটা আর রাখে না। নির্জনে বসে প্রেয়সীর হাত ধরে যে রোমান্টিসজমে বুঁদ হওয়া সহজ, বিবাহিত জীবনে সারাদিন অফিস করে বাড়ি ফিরে কানের কাছে বাচ্চা ছেলের ঘ্যানঘ্যান আর বউয়ের অভিযোগের ফিরিস্তি শোনার মুহূর্তে সেই রোমান্টিসিজম থাকে না। মনে ঘোরে একই কথা-"তোমাকে তো বিয়ের আগে এমন মনে হয়নি!"
প্রেমের সম্পর্কগুলো ক্ষণিকের ভালো লাগা থেকে গড়ে ওঠা। ওটা আর একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেওয়া এক ব্যাপার না। এজন্য যে পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য আর ত্যাগের দরকার সেটা তথাকথিত প্রেমের সম্পর্কে কখনোই গড়ে ওঠা সম্ভব না। দাম্পত্য জীবনের সমস্যাগুলো একে অন্যের সুন্দর মুখের দিকে তাকিয়ে সমাধান হয়ে যায় না। মনোমালিন্যের সময়টাতে পার্কে বসে ফুল বিনিময়ের স্মৃতিচারণে খেদ দূর হয় না, আরো বাড়ে।
সেক্যুলাররা প্রায়ই অ্যারেনজড ম্যারেজের দুর্নাম করতে গিয়ে বলে-'ছোটবেলা থেকে আমরা শিখি অচেনা মানুষের দেওয়া খাবার না খেতে, অথচ অ্যারেনজড ম্যারেজের মাধ্যমে একজন অচেনা মানুষের সাথে বিছানায় শুতে বাধ্য করা হয়!' অচেনা মানুষই বটে। যেমন জাফর ইকবাল বলেছিল বিয়ের আগে অন্তত তিনবছর প্রেম করে পরস্পরকে 'চিনে' নেওয়া দরকার। মারহাবা। এই 'চিনে নেওয়া' কতটা সম্ভব সেটা প্রেম করে বিয়ে করা দম্পতিদের দিকে তাকালেই বোঝা যায়। সাময়িক ভালো লাগা আর মা-বাবার পকেট ফাঁকা করা ফূর্তির দিনের উপলক্ষই যদি 'চিনে নেওয়া' হত তাহলে আর বিয়ের পর প্রিয় মানুষটির 'অন্যরূপ' দেখে কেউ হতাশ হত না।
বস্তুত বিয়ের আগের প্রেমের সময়টাতে শয়তান একে অন্যকে বিউটিফাই করে, ফলে হারাম সম্পর্কের মোহ যেমন বাড়ে তেমনি পরস্পরের আসল রূপ ঢাকা পড়ে থাকে। বিয়ের পর শয়তান সরে যাওয়ায় তা সামনে এসে পড়ে। তখন এতদিন ধরে 'চেনা' মানুষটিকেই 'অচেনা' লাগে।
আল্লাহ্‌র ইচ্ছার ওপরে যে আপনার ইচ্ছাকে প্রাধান্য দেয়, সে আপনাকে সুখী করতে পারবে না, কোনদিন না। আর আল্লাহ্‌র ওপর ভরসা রেখে, তাঁরই নির্দেশিত পন্থা মোতাবেক জীবনসঙ্গীনীর দ্বীনদারিতাকে প্রাধান্য দিয়ে যে ছেলে একটা 'অচেনা' মেয়ের হাত ধরতে পারে, আল্লাহ্‌ তার জীবনে একটা ম্যাজিক দিয়ে দেন। সেই ম্যাজিকের বলে নিতান্ত সাধারণ চেহারার মেয়েটি তার চোখে রাজকন্যার চেয়ে লাবণ্যময়ী হয়ে ওঠে, সন্তানেরা চক্ষুর শীতলতা হয়ে ওঠে। দ্বীনের পথে চলা স্বামী-স্ত্রীর জীবনে বিলাস থাকে না, বাহুল্য থাকেনা, কৃত্রিমতা থাকেনা; যেটা থাকে তার নাম শান্তি।
শান্তি সবাই খোঁজে। বেশিরভাগই খোঁজে শান্তির যিনি মালিক, তাঁকে অসন্তুষ্ট করে। আফসোসের বিষয়ই বটে।

Collected

- প্রিয় মাহরাম- কয়েক বছর বা কয়েক যুগের জন্য নয়.! - বরং দুনিয়া ও আখেরাতে জন্য আপনাকে চাই.!🥀
20/11/2025

- প্রিয় মাহরাম- কয়েক বছর বা কয়েক যুগের জন্য নয়.!
- বরং দুনিয়া ও আখেরাতে জন্য আপনাকে চাই.!🥀

ছেলেদের যেভাবে ব‌উদেরকে  ভালোবাসা উচিত।১। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ১০ মিনিট জড়িয়ে ধরে বসে থাকবেন।২। প্রতিদিন তিনবেলা ...
15/11/2025

ছেলেদের যেভাবে ব‌উদেরকে ভালোবাসা উচিত।

১। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ১০ মিনিট জড়িয়ে ধরে বসে থাকবেন।
২। প্রতিদিন তিনবেলা তিনবার করে ( I ❤ U) বলা।
৩। প্রতিদিন তিনবেলা করে কপালে Kiss করবেন।
৪। প্রতিদিন তিনবেলা তিনবার করে Lip Kiss করবেন।
৫। প্রতিমাসে ৪-৫ বার করে বাহিরে ঘুরতে নিয়ে যাবেন।
৬। রাগ করে দাঁড়িয়ে থাকলে পিছন থেকে জড়িয়ে ধরবেন-- যতক্ষণ রাগ না কমবে।
৭। সে বাপের বাড়ি যেতে চাইলে অনেক আভিমান করবেন!!
কারণ তাকে ছাড়া থাকতে পারবেন না।
৮। রান্না খারাপ হলে চুপ করে খেয়ে নিবে তাকে বুঝতেই দিবন না।
৯। দরজা খুলতে দেরি হলে বলবেন এমন করলে কিন্তু আরও দেড়ী করে আসবো!
১০। একটা চাইলে দুইটা দিবেন,, যেমন (সন্তান)।
১১। রাতে জড়িয়ে না ধরলে ঘুমাবেন না ~ বউকে ও ঘুমাতে দিবেন না।
১২। মাঝেমধ্যে সারা রাত দুজনে গল্প করে কাটিয়ে দিবেন।
১৩। মাঝেমধ্যে বউকে কোলে তুলে নিবেন আর কপালে Kiss করবেন।
১৪। মাঝেমধ্যে বউয়ের চুলে বেনি বেধে দিবেন।

বউয়ের জন্য ভালোবাসা আভিরাম...!!

বউকে শাড়ি পড়ানোর দায়িত্ব আপনার।
বিয়ের পর বউয়ের জন্য :-
মাথায় তেল দিয়ে চুল বেনী কেটে দিবেন।(রাতের বেলায়)

অফিস থেকে আসতে দেরি হলে,আর বউ রাগ করে বসে থাকলে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাগ ভাঙ্গাবেন।

অভিমান করে বসে থাকলে রোমান্টিক গান শোনাবেন আর উরাধুরা ডান্স দিবেন (যদিও পারেন না তারপরও) আর মজার মজার কৌতুক শুনাবেন আর অভিমান ভাঙ্গাবেন।

অফিস থেকে বাসায় আসার সময় প্রেত্যেক দিন আইসক্রিম, ফুচকা, ঝালমুড়ি, চকলেট নিয়ে আসবেন ওর জন্য।

শনিবার এবং রবিবার সপ্তাহের ছুটির দিন পুরা সপ্তাহের কাজ দুইজন একসাথে করবেন আর রান্না টাও একসাথেই করে দুইজন এক প্লেটে খাবেন!

বিকেল টাইমে ফুটপাতের কোন দোকানে তার প্রিয় খাবার গুলি দুইজন শেয়ার করবেন।
সেখান থেকে কোন একটা লেকের ধারে তার মাথাটা আপনার কাঁধে নিয়া কিছুক্ষণ বসে থেকে বাসায় এসে রাতের বেলায় দুইকাপ চা নিয়ে বসে চা খাবেন।

আর আপনার স্ত্রীকে রাতে আকাশের চাঁদ দেখাতে নিয়ে গিয়ে ছাদে বসে আপনি আপনার চাঁদ দেখবেন।

পাগলি টাকে অনেক অনেক অনেক বেশি ভালোবাসবেন যে ভালোবাসার কোন দিন ও কমতি থাকবে না 🤍

জীবন সঙ্গী আমি প্রথমে দেখতে চাই  লয়ালিটি!💞সে জেনো আমি থাকা অবস্তাই অন্য কারোর চোখে আমাকে না দেখে,আর আমার চোখে অন্য কাওকে...
14/11/2025

জীবন সঙ্গী আমি প্রথমে দেখতে চাই লয়ালিটি!💞
সে জেনো আমি থাকা অবস্তাই অন্য কারোর চোখে আমাকে না দেখে,আর আমার চোখে অন্য কাওকে না দেখে, সবার আগে দেখতে চাই লয়ালিটি..!

এরপর দেখতে চাই সে জেনো আমাকে একটু খানি সময় দিক,আর যেটা আমার সময় সেটা যদি ৫ মিনিটো হয়, ওই পাঁচ মিনিট যেনো অন্য কারোর না হয়, একটু অনেষ্ট, একটু লয়াল হোক! আমাকে একটু সময় দিক..!

আর বাকি রয়লো ক্যোরিয়ার তার অনেক স্ট্যাবেল হতে হবে একদমি না,আমিও ক্যোরিয়ারে স্ট্যাবেল দুজন মিলে ইনকাম করলে সংসার সুন্দর ভাবে চলে যাবে!🌹

‎নারীদের ব্যাপারে শয়/তানের বক্তব্য হলো। নারী আমার এমন তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না।[বই : এখন যৌবন যার, পৃ. ১৩২]
20/10/2025

‎নারীদের ব্যাপারে শয়/তানের বক্তব্য হলো। নারী আমার এমন তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না।

[বই : এখন যৌবন যার, পৃ. ১৩২]

বিশেষ করে বোনরা এই ব্যাপারে সতর্ক হয়ে যান, কারণ বোনদের আবেগ বেশি থাকার ফলে ভুল করার সম্ভাবনা থাকে।
18/10/2025

বিশেষ করে বোনরা এই ব্যাপারে সতর্ক হয়ে যান, কারণ বোনদের আবেগ বেশি থাকার ফলে ভুল করার সম্ভাবনা থাকে।

🌿 “যে ভালোবাসা ছিল হারাম থেকে হালালের পথে” 🌿আমি সাধারণ শিক্ষায় পড়াশোনা করতাম। ২০২০ সালে, যখন আমি অষ্টম শ্রেণিতে পড়ি, ...
18/10/2025

🌿 “যে ভালোবাসা ছিল হারাম থেকে হালালের পথে” 🌿

আমি সাধারণ শিক্ষায় পড়াশোনা করতাম। ২০২০ সালে, যখন আমি অষ্টম শ্রেণিতে পড়ি, তখন আমাদের বাসায় আমার আপুর ছেলে আরবি পড়াতে আসতো। সেদিনই প্রথম আমাদের দেখা। প্রথম দেখাতেই সে আমাকে ভালোবেসে ফেলে, কিন্তু আমি তখন তার প্রস্তাব গ্রহণ করিনি। কিছুদিন পর আমিও তাকে পছন্দ করতে শুরু করি, এবং আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি।

প্রায় চার মাস সম্পর্ক থাকার পর তার বাবা আপত্তি জানান। সে একমাত্র ছেলে, তাই পরিবারের দায়িত্বের কথা ভেবে সে আমাদের সম্পর্ক থেকে সরে যায়। যদিও সে আমাকে খুব ভালোবাসতো, তবুও “হারাম সম্পর্ক” ভেবে ও পরিবারের কথা চিন্তা করে সে বিদায় নেয়।

আমি তাকে ফেরানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সে চলে যায় এমনভাবে, যেন আমার পৃথিবীটাই ফাঁকা হয়ে গেল। আমি কেঁদেছি, কেঁদেছি আর আল্লাহর কাছে প্রার্থনা করেছি। সে আমাকে বলেছিল — “ভাগ্যে থাকলে আমাদের দেখা হবেই, ইনশাআল্লাহ।”
আমি সেই আশাতেই ছিলাম। প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম, দোয়া করতাম, নানা আমল করতাম — শুধু যেন আল্লাহ তাকে হালালভাবে আমার জীবনে ফিরিয়ে দেন।

প্রায় ছয় মাস আমাদের কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন সে ফোন দিল। প্রথমে আমি ধরিনি, কিন্তু পরে জানলাম তার মা অসুস্থ। তখন আমার মা বললেন, “বিপদের সময় তো তোমার কথাই মনে করেছে, কথা বলো।”
আমি তখন তার সাথে কথা বললাম। সে জানালো, সে মনে করছে আমায় কষ্ট দিয়েছে, তাই এই অবস্থা হয়েছে। এরপর আবার আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেল।

আমি তখনও হাল ছাড়িনি। আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাকে চেয়েছি।
এবং অবশেষে, ২০২৫ সালের মে মাসে হঠাৎ আমার মায়ের ফোনে তার কল আসে! আমি ধরতেই সে সালাম দিল, কণ্ঠ শুনে বুঝলাম — সে-ই। সে বলল, “তোমার আম্মুর সাথে একটু কথা বলো।”
আমি অবাক হয়ে বললাম, “কেন?”
সে শান্তভাবে বলল, “আগে দিন তো, তারপর বলব।”

আমি ফোন দিলাম। আর শুনে অবাক হলাম — সে বলল,
“৯ তারিখ, শুক্রবার আমি আমার বাবা-মাকে নিয়ে তোমাদের বাসায় আসব, তোমাকে বিয়ে করতে।”

আমি তখন আনন্দে কেঁদে ফেলেছিলাম। পাঁচ বছর পর, যে মানুষটার জন্য আমি এত দোয়া করেছি, এত কান্না করেছি, সে সত্যিই ফিরে এসেছে — হালাল পথে, আল্লাহর রহমতে।

তার মা একসময় আমার গায়ের রং একটু শ্যামলা বলে পছন্দ করেননি, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটি আল্লাহর উপর ভরসা রেখে তার মাকে রাজি করিয়েছে।

বিয়ের দিন আমি ও সে একসাথে কেঁদেছিলাম — আনন্দের কান্না। সে আমার চোখের পানি মুছে দিয়ে বলেছিল,
“এই কয় বছর অনেক কেঁদেছো, এখন আর কাঁদবে না। নামাজ পড়বে, পর্দা করবে, আর সবসময় হাসিখুশি থাকবে। আল্লাহর পথে থাকলে আমিও সবসময় তোমার পাশে থাকব।”

বিয়ের রাতে আমরা দু’জন একসাথে দুই রাকাআত নামাজ পড়েছিলাম।
সে বলেছিল, “যে রবের জন্য তুমি এত দোয়া করেছো, তাকেই ভালোবাসো। আমি সেই রবের পক্ষ থেকেই তোমার জীবনে ফিরে এসেছি।”

আজ আমি পর্দা করি, নিয়মিত নামাজ পড়ি, আর আল্লাহর দেওয়া এই সুন্দর জীবনের জন্য সবসময় কৃতজ্ঞ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ কখনও তাঁর বান্দার দোয়া বৃথা যেতে দেন না — যদি সেই দোয়া হয় হালাল পথে, আর তাঁরই সন্তুষ্টির জন্য। 🌸

বিঃদ্রঃ আপনাদের দোয়া কবুলের গল্প গুলো চাইলে ইনবক্সে শেয়ার করতে পারেন।

25/04/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ❤🥀

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zayrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share