02/07/2025
দুনিয়ার জীবন খুব মায়াবিনী এবং অল্প সময়ের ক্ষণস্হায়ী একটা পথ। এই পথ পাড়ি দিয়েই যেতে হবে চিরস্হায়ী জীবনে। কেউ জাহান্নামে, কেউ সাজসজ্জাহীন সুন্দর জান্নাতে। এবং এই মায়াবিনী দুনিয়াতে সফলতা জয় না করে যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লাকে ভালোবাসায় নিজেকে জয় করেন, তাহলে এটাই হবে এক জন মুমিনের সবচেয়ে বড় সফলতা।