KotiPoti Vlogs- কোটিপতি ব্লগ

KotiPoti Vlogs- কোটিপতি ব্লগ 📍কোটিপতি হওয়ার জন্য মানুষ যে পথে চলছে, সেই পথের দৃশ্য দেখাবে 'কোটিপতি ব্লগ💸'

08/05/2025

গবেষণা বলছে,বাংলাদেশ থেকে মিসাইল✈️ ছুড়লে ওটা রাজধানী ঢাকা ক্রস করার আগেই কমপক্ষে ৩ জায়গায় চাঁদা দিতে হবে❗

আমার কি হবে আমিও তো খাই।😌💊সুপারি মানব দেহের জন্য কতটা ভয়**ঙ্কর? কেন সুপারি বর্জন করবেন?সুপারি আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্...
10/04/2025

আমার কি হবে আমিও তো খাই।😌
💊সুপারি মানব দেহের জন্য কতটা ভয়**ঙ্কর? কেন সুপারি বর্জন করবেন?

সুপারি আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে পানের সাথেই গ্রহণ করা হয়। অতিথি পরায়ন বাংলাদেশের মানুষের অন্যতম অনুষঙ্গ পান-সুপারি। কিন্তু অনেকে নে**শা হিসেবেও সুপারি ব্যবহার করে।

❑ সুপারি খাওয়ার লাভ-ক্ষতি বিষয়ে লিখেছেন, প্রফেসর কর্নেল ডঃ জেহাদ খান
[হৃদরোগ, উচ্চ র*ক্তচাপ ও মেডিসিন বিশেষজ্ঞ, ইবনে সিনা হাসপাতাল-ঢাকা]

এ বিষয়ে তার লিখিত আর্টিকেল থেকে অংশ বিশেষ তুলে ধরা হলো:

আমাদের দেশে কটি বিয়ের অনুষ্ঠানও অনেক সময় যেন অর্থহীন হয়ে যায় যদি ভূরিভোজনের পর সেখানে পান সুপারির আয়োজন না থাকে।

পান সুপারি খেলে শরীর কিছুটা গরম হয়, কর্মদক্ষতা ও মনের সতর্কতা বৃদ্ধি পায়। যেমন- একজন ড্রাইভার গাড়ি চালানোর সময় ঘুম পেলে গাড়ি থামিয়ে একটি পান খেয়ে নেন, তাতে তার ঘুম চলে যায়।

✪ সুপারিতে অ্যারে**কোলিন (Arecoline), অ্যারে**কাইডিন (Arecaidine), গাভাকাইনসহ (Gavacaine) বেশ কিছু ক্ষারজাতীয় পদার্থ রয়েছে, যা র*ক্তনালীকে স*ঙ্কুচিত করে।

✪ সুপারিতে অ্যাডরে**নালিন আছে। ফলে নিয়মিত ও অতিরিক্ত সুপারি ব্যবহার করলে উচ্চ র*°ক্তচাপ, বুক ধড়ফড় করা, ডায়াবেটিস বেড়ে যাওয়া, হাঁপানি বৃদ্ধি পাওয়া এবং হৃ*দরোগের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

✪ আসলে সুপারি প্রতিটি অ*ঙ্গের ক্ষতি করতে পারে। লিভার ইন*জুরি, কিডনি রোগ, বি*পিএইচ, ইনফা*র্টিলিটি, হাইপার**লিপিডোমিয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মানসিক রোগ বৃ*দ্ধি পাওয়া, দাঁতের মাড়ি ক্ষয় ও দাঁত পড়ে যাওয়া ইত্যাদির সাথে সুপারি জড়িত। গ**র্ভবতী মায়েদের ক্ষেত্রে অকালে সন্তান প্র*সব (Prete*rm birth), শিশুর ওজন ও উচ্চতা কম হতে পারে।

✪ সুপারির সাথে মেটাবলিক সি*ন্ড্রোম ও Obe*sity বা স্থূলতা জড়িত।
সুপারির সাথে ক্যা**ন্সারের সরাসরি সম্পর্ক রয়েছে।

✪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিকে কারসি**নোজেন (ক্যা**ন্সারের উপাদান) হিসেবে উল্লেখ করেছে।

✪ আন্তর্জাতিক ক্যা**ন্সার গবেষণা সংস্থা (IARC) সুপারিকে ১৯৮৫ সাল থেকে ‘কার*সিনোজেন’ হিসেবে গণ্য করে আসছে।

✪ ২০০৯ সালে ৩০ জন বিজ্ঞানী আন্তর্জাতিক ক্যা**ন্সার গবেষণা সংস্থায় নিশ্চিত করেছেন, সুপারিতে ক্যা**ন্সার জীবাণু রয়েছে।

পৃথিবীর যেসব এলাকায় সুপারি ব্যবহার করা হয়, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে মুখের ও খাদ্যনালীর ক্যা**ন্সার সবচেয়ে বেশি। এ অঞ্চলে এক লাখ লোকের মধ্যে ২০ জনের এবং সব ধরনের ক্যা°*ন্সারের মধ্যে শতকরা ৩০ জনের শুধু মুখের ও খাদ্যনালীর ক্যা**ন্সার হয়ে থাকে। আমারই পরিচিত তিনজন আলেম ছিলেন যারা প্রচুর পান-সুপারি খেতেন এবং তারা মুখের ও খাদ্যনালীর ক্যা**ন্সারে মৃত্যুবরণ করেছেন।


❑ এ ব্যাপারে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় বলা হয়েছে:

◆ “সুপারি একটি ক্ষতিকর ও নে**শা উদ্রে**ককারী দ্রব্য। কিছু লোক শুধু সুপারি কুচি খেয়ে নে**শা করে।”

◆ কাচা সুপারি খেলে অনেক সময় মাথা ঘো**রে।

◆ কাচা সুপারিতে ০.১-০.৫/ অ্যাল**কালয়েড থাকে, যার কারণে মাথা ঘো*রে।

◆ প্রতি ১০০ গ্রাম সুপারিতে আছে ২৮৯ ক্যালরি শক্তি যোগানোর ক্ষমতা।

◆ 'আন্তর্জাতিক ক্যা**ন্সার গবেষণা এজে**ন্সী'র মতে, সুপারি এক ধরনের কার্সি**নোজেন (বিষ), যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

◆ সুপারিসহ পান খেলে মুখের ক্য**ন্সার হতে পারে।

◆ ক্রি**মি, র°*ক্ত আমা**শয়, অজীর্ণ ইত্যাদি রোগ নিরাময়েও সুপারি উপকারী।

Copy post ©️

বাদামের শরবত 👌👌
08/04/2025

বাদামের শরবত 👌👌

এটাই সেই মসজিদ, যেখানে এক রাকাত নামাজের সওয়াব ৫০০ রাকাতের সমান।এটাই মুসলমানদের প্রথম কিবলা।এটাই সেই পবিত্র ভূমি, যেখান থ...
07/04/2025

এটাই সেই মসজিদ, যেখানে এক রাকাত নামাজের সওয়াব ৫০০ রাকাতের সমান।
এটাই মুসলমানদের প্রথম কিবলা।
এটাই সেই পবিত্র ভূমি, যেখান থেকে প্রিয় নবী (সা.) মেরাজে গিয়েছিলেন।

এই মসজিদে নবী সুলায়মান (আ.) আল্লাহর হুকুমে জি'নদের দিয়ে কাজ করিয়েছিলেন।
এর ইট-পাথর জিকির করে, বাতাসে ভেসে বেড়ায় ঈমানের ঘ্রাণ।

আজ এই মসজিদ র'ক্তে র ঞ্জিত…
আর উম্মাহ নীরব…

এই মসজিদের পাশেই একদিন হযরত ঈসা আঃ ঈ'সরা ইলের বংশধর দা জ্জা'লকে হ"ত্যা করবেন ।
এই ভূমিতেই হাশরের মানুষ উঠবে।
আল-আকসা কেবল ইতিহাস নয়, এটা কেয়া মতের নিদর্শন… ঈমানের চূড়ান্ত পরীক্ষা।
©

30/03/2025

Eid Mubarak 🎉🎉🎉🎉

28/03/2025

সারাদেশে বিভিন্ন স্থানে ভুমিকম্প!

🚭 ধূমপান নিষেধ তামিমের জন্য 🚭
27/03/2025

🚭 ধূমপান নিষেধ তামিমের জন্য 🚭

ধূমপানে আসক্ত তামিম এই কথা শুনে সবাই খুব অবাক হচ্ছে!! তামিম ইকবাল ধূমপান করেন ❗
'কখনও ধূমপান করতেন না তামিম তারপরেও হার্ট অ্যাটাক করলেন 'এইটা শুনলে আরও বেশি হতাশ হতো সবাই 🥸
🚭

23/03/2025

এই ঈদে কেউ যদি আপনাকে চলতিপথে থামিয়ে মুখের উপর ক‍্যামেরা ধরে জিজ্ঞেস করে, ‘এই ঈদে আপনার বাজেট কি’

সাথে সাথে তাকে দুই হাত দিয়ে একটা বনচটকনা মেরে বলবেন, “ইনশাআল্লাহ আপনার মতো ৪/৫টারে আহত করে দেশটাকে একটু এগিয়ে নেয়াই হলো আমার এই ঈদের বাজেট”😆

21/03/2025

লাইলাতুল কদর তালাশে শেষ ১০ রাতের জন্য সংক্ষিপ্ত আমল প্ল্যান:

কুরআন:

১. তিন বার সূরা ইখলাস (১২ আয়াত)
২. দশ বার সূরা ইখলাস (৪০ আয়াত)
৩. সুরাহ বাকারার শেষ ২ আয়াত
৪. সুরাহ মূলক (৩০ আয়াত)
৫. সুরাহ সিজদাহ (৩০ আয়াত)
৬. সুরাহ কদর ৫ আয়াত

মোট: ১১৯ আয়াত

যিকর:

يا رَبِّ لَكَ الحَمْدُ كما يَنْبَغِي لِجَلالِ وَجْهِكَ ولِعَظِيمِ سُلْطانِكَ

[উচ্চারণ : ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআজিমি সুলতানিকা।

অর্থ : হে আমার প্রভু! তোমার সুউচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুপাতেই তোমার জন্য প্রশংসা।]

আসতাগফিরুল্লাহ আল্লাযি (অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযি) লা ইলাহা ইল্লা হুওয়াল ‘হাইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতূবু ইলাইহি]

অর্থ: আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো সার্বভৌম সত্তা নেই—তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী—এবং আমি তাঁর নিকট তাওবাহ্ করছি। [আবু দাউদ: ১৫১৭, তিরমিযি: ৩৫৭৭, হাদিসটি বিশুদ্ধ]

অন্য বর্ণনায় এসেছে, ‘‘আসতাগফিরুল্লাহাল ‘আযীম, আল্লাযি... (বাকি অংশে কোনো পরিবর্তন নেই)।’’ [তিরমিযি: ৩৫৭৭, হাসান]

১. সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী × ১০০
২. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" × ১০০
৩. আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি × ১০০০
৪. দুরুদ × ১০০০
৫. লা হাওলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লাহ × ১০০
৬. লা ইলাহা ইল্লাল্লাহ × ১০০
৭. দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" × ১০০
৬. সাইয়্যেদুল ইস্তেগফার
৭. সুব্হানাল্ল-হি ওয়া বিহামদিহী, সুব্হানাল্ল-হিল ‘আযীম × ১০০
৮.সুবহানাল্ল-হি ওয়ালহাম্দু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াল্লা-হু আকবার × ১০০

৯. সুব্হানাল্লা-হিল ‘আযীম ওয়াবিহামদিহী × ১০০

নামাজ:

১. তারাবীহ ২০ রাকাআত
২. দুই রাকাত তওবার সালাত
৩. তাহাজ্জুদ/কিয়ামুল লাইল ৮ রাকাআত
৪. বিতর ৩ রাকাত

দুআ:

লাইলাতুল কদর প্রাপ্তির জন্য দুআ
জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির দুআ করা
কবরের আযাব থেকে মুক্তির দুআ
উম্মাহর জন্য দুআ
বন্দি ও মুজাহিদদের জন্য দুআ
নিজের শহীদি মৃত্যুর জন্য দুআ
বারবার হজ্জ উমরাহ নসিব হওয়ার জন্য দুআ

আমল:

১ টা কুরআনের আয়াত মুখস্থ /হিফয করা
১ টা আয়াতের তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর পড়া
১ টা হাদিস ব্যাখ্যা সহ পড়া
তাওহীদ সংক্রান্ত ১ পেইজ পড়া
রাসূলুল্লাহ সা এর সিরাহ ১ পেইজ পড়া
আল্লাহর সৃষ্টি নিয়ে ১ মিনিট চিন্তাভাবনা করা
১ মিনিট আখেরাতের কথা স্মরণ করা
সাদাকা করা
কদরের দুয়া পড়া
সেহেরীর সময়ে একান্ত ইস্তেগফার

Muhammad Rumy Ibn Yousuf

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when KotiPoti Vlogs- কোটিপতি ব্লগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share