
25/11/2024
অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে, আপনাদের তৈরী ইংলিশ বিজ্ঞাপনে যে ভদ্রলোক কণ্ঠ দেন তিনি কে?
তিনি হচ্ছেন আমাদের প্রিয় একজন মানুষ, কবিতার আপনলোক, বিশিষ্ট আবৃত্তিকার কাজী শহীদ স্যার।
আল আজহার মডেল মাদরাসা নামে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কণ্ঠ দিতে তিনি আজ এসেছিলেন আমাদের স্টুুডিওতে।
ভাবলাম আপনাদের সাথে দেখা করিয়ে দেই। এই আরকি।