Islamic Peaceful Life

Islamic Peaceful Life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Peaceful Life, Digital creator, Mymensingh.

04/08/2025
01/10/2024

অসম্ভবকে সম্ভব করার দোয়া।
এটি খুবই পরিক্ষিত আমল।
যদি কোন ব্যক্তি সূরা আত্ব–ত্বালাকের ২ ও ৩ নং আয়াত প্রতিদিন ১১ বার হতে ১১১ বার পর্যন্ত পাঠ করলে যে নিয়তে পাঠ করবে তা অসম্ভব (বৈধ বিষয়ে) হলেও সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ।

সূত্র –ওযীফাতুল মুসলিমিন ও ইসমে আজম
[অব্যর্থ দোয়া ও আমল]

ফজীলত ;
রুজি বৃদ্ধি, চাকুরী হওয়া, চাকুরী উন্নতি হওয়া, জাদু, বান, হিংসুকের হিংসা, জিনের আছর, দুশমনের দুশমন কবে মুক্তি পেতে এই আমল দ্রুত কাজ করে।

আয়াত গুলো 👇
ومن يتق الله يجعل له مخرجا ، ويرزقه من حيث لا يحتسب ،ومن يتوكل على الله فهو حسبه ، ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدرا ،

28/09/2024

সমাজে দুইটা পেশা আছে, যাদের ইনকাম সুস্পষ্ট হারাম। তারা এটা জানে, তা-ও এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নেয় না। তাদের অনেকেরই দাঁড়ি আছে, নামাজ পড়ে। অনেকে তো ঈমান-ইসলামের দাওয়াতও দেয়; তা-ও হালাল উপার্জনে তাদের ফিকির নেই।

১| ব্যাংক কর্মকর্তা।
২| এডভোকেট।

এরকম কতক ভাইদের চিনি, যারা আলেম, অথচ তাদের বাবা ব্যাংকে জব করে আসছেন দীর্ঘদিন ধরে। ছেলে যখন আলেম হয়েছে, তখনও এই চাকরি থেকে অব্যাহতি দেয়নি সে। জানিনা তাদের মধ্যে কী আলোচনা হয় এই ব্যাপারে।

অনেক বোন আছে, যারা প্র্যাকটিসিং মুসলিমাহ, তাদের বাবাও মোটামুটি প্র্যাকটিসিং, কিন্তু সে একজন এডভোকেট।

আজকাল হালাল উপার্জনের ব্যাপারে অধিকাংশ মানুষ খুবই উদাসীন। নামাজ ও অন্যান্য ইবাদতে নিজেকে নিয়োজিত রাখলেও, হারাম উপার্জন থেকে নিজেকে বের করতে পারে না তারা। অথচ, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন জরুরী।

গোনাহ মাফ হয়, কিন্তু হারাম উপার্জন নিজের অর্থ ও সম্পদে একবার ঢুকে গেলে, ওইটার গোলক ধাঁধা থেকে বের হওয়া খুবই কঠিন। আপনি হারাম পন্থায় কামানো টাকা দিয়ে ইন ফিউচার যদি হালাল ব্যবসাও করেন, সেটাও হারামে গণ্য হবে বলে ওনেক ফুকাহায়ে কেরাম বলে থাকেন।

তাই, কম হোক, হালালে পাবন্দি করি।

- মাহমুদ বিন নূর


09/09/2024

যেমন জীবনসঙ্গী চান আল্লাহর কাছে চান।আল্লাহ তাক্বদীরে ভালো কিছু রাখলে আজ বা কাল সেটা আসবে।নিজের গুনাহের জন্যে এমনভাবে তাওবা করেন এবং অনুতপ্ত হন যেনো আপনার রব আপনার উপর সন্তুষ্ট হয়ে এত বড় নেয়ামত দেয় যা আপনি কল্পনাও করতে পারবেন না।

তাক্বদীরের উপর ভরসা রাখুন,নিজের চেষ্টা চালিয়ে যান এবং দোয়া করুন।আল্লাহ কোনো মুমিন মুত্তাকীর প্রতিদান নষ্ট করেন না তিনি আপনাকে আপনার ভালো কাজের প্রতিদান দিবেন ই ইনশাআল্লাহ।

কারো কথায় নিরাশ হইয়েন না।ফায়সালা আসে আসমান থেকে।আসমানের মালিক আপনার উপর সন্তুষ্ট থাকলে আপনার ভাগ্যবতী হওয়া ঠেকাবে কে? তিনি যে বিপদ দেন সেটাতে সবর করলেও তিনি বেহিসেবী পুরস্কার দিবেন।মুমিনের সুখ ও দুঃখ দুইটাতেই আল্লাহ লাভবান হওয়ার সুযোগ রেখেছেন আলহামদুলিল্লাহ।আপনি আপনার অবস্থা অনুযায়ী নিজেকে লাভবান করার চেষ্টা করুন।

Jannat Raz

03/09/2024

"আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেন : আমি নামায পড়ি কি-না?

নামায অবশ্যই পড়ি। পাঁচ ওয়াক্তই পড়ি।

এসব প্রশ্ন আমাকে বিচলিত করে না।

তবে অবাক লাগে এটা ভেবে যে কোন দিন কেউ জানতে চায়নি, আমার উপার্জন হালাল কি-না, সত্য কথা বলি কি-না, মানুষের উপকার করি কি-না, পিতা-মাতার প্রতি দায়িত্ব পালন করি কি-না, চাকরির জায়গায় দায়িত্বশীল থাকি কি-না?

আমার কাছে মনে হয় নামায-রোজা সহজ এসবের তুলনায়।

নামায রোজা করে আমি যদি বেটার মানুষই না হই বরং তা আমার ধর্মের প্রতি অনেক বেশি অপমানজনক ও অবমাননাকর।

আমার চারপাশে কিছু মানুষকে দেখি তাদের ভাবনা ভিন্ন।

তাদের ধারণা নামাজ, রোজা করলেই আর যাকাত দিলেই আল্লাহ্ সব অসততা, দায়িত্বহীনতা, মিথ্যাচার ক্ষমা করে দেবেন।

মানুষের কি ভুল ভাবনা। "

ড. আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা

গতোকাল এই বাচ্চাটার হজ্জের টাকা দেওয়ার ব্যাপার টা পাকিস্তানের একটা এজেন্সি জানার পর তারা চেয়েছে তারাই বাচ্চাটার হজ্জ এর ...
23/08/2024

গতোকাল এই বাচ্চাটার হজ্জের টাকা দেওয়ার ব্যাপার টা পাকিস্তানের একটা এজেন্সি জানার পর তারা চেয়েছে তারাই বাচ্চাটার হজ্জ এর যাবতীয় দায়িত্ব নিবে ❤️
ছেলেটার মা এইটা জানার পরে 'না' করে দিয়েছে অনেক সুন্দর করে,কমেন্ট টা দেখেন ❤️

বাচ্চাটা যার কাছেই থাকুক অনেক ভাল থাকুক.. আল্লাহ রক্ষা করুক সবাইকে ..মানে ওর আব্বু আম্মুর ওই সময়টায় কেমন লাগছিলো ভেবেই আ...
23/08/2024

বাচ্চাটা যার কাছেই থাকুক অনেক ভাল থাকুক.. আল্লাহ রক্ষা করুক সবাইকে ..মানে ওর আব্বু আম্মুর ওই সময়টায় কেমন লাগছিলো ভেবেই আমর বুকটা কেপে উঠতেসে..কই যাবে আমার বাচ্চাটা,সে কি বাচতে পারবে একা একা ,কি হবে ওর!!! আল্লাহরে কি কঠিন সময় পার করছে কত মানুষ.. আপনি সবার সহায়ক হন..

আসুন দোয়া ইউনুস পড়ি আমরা.... যে যতবার ইচ্ছে পড়তে পারেন আপুরা  কে কত বার পরলেন একটু কমেন্টে জানাবেন দয়া করে। তাহলে একটা...
23/08/2024

আসুন দোয়া ইউনুস পড়ি আমরা....

যে যতবার ইচ্ছে পড়তে পারেন আপুরা কে কত বার পরলেন একটু কমেন্টে জানাবেন দয়া করে।
তাহলে একটা কতমের জন্য হিসেব করা সহজ হবে।

"লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুংতু মিনায যোয়ালিমিন"🤲🤲🤲

পিক ফর এটেনশন 🖤

22/08/2024

এখন কেউ জিজ্ঞেস করেনা মেয়েটা কি দ্বীনদার? ছেলেটা কি দ্বীনদার?

এখন সর্বপ্রথমে আসে মেয়েটার গায়ের রঙ কেমন? সুন্দর নাকি?তারপর আসে বাবা আছে না নাই?জমিজামা কেমন? বাড়ি ঘর কেমন?

ছেলেটার ক্ষেত্রে আসে ইনকাম সোর্স কি? মাইনে কত? তারপর আসে, শহরে না গ্রামে থাকে ? কয়তালা বাড়ি আছে?

আমাদের দ্বীন এখন চামড়া আর টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। সুতরাং বিয়েটা তো কঠিন হবেই, তাইনা?

আল্লাহুম্মাগফিরলি

12/08/2024

Imagine...💔

কেউ একজন এসে সাহস করে আমার বাবাকে বলুক আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি আপনার মেয়েকে আল্লাহর পথে যেতে সাহায্য করবো। পর্দায় রাখবো, নন-মাহরাম থেকে আড়াল করে রাখবো। হ্যাঁ আমি সরকারি চাকরি করি না, অনেক বেতনও পাই না। তবে হালাল উপায়ে উপার্জন করা কিছু টাকা দিয়ে আপনার মেয়েকে সুখে রাখবো ইন শা আল্লাহ। আমি আপনার কাছে আপনার মেয়েকে ছাড়া আর কিছুই চাই না। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। দেনমোহর হিসেবে সামান্য কিছু টাকা দিতে পারবো। আমি আর আপনার মেয়ে একসঙ্গে খিলাফাহ প্রতিষ্ঠার কাজ করবো,দ্বীনি কিছু সন্তান তৈরি করবো,
আপনি রাজি থাকলে আগামী শুক্রবারে বিয়ে হবে ইন শা আল্লাহ্।

ব্যাপারটা সুন্দর।
সত্যি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। ♥️

07/08/2024

মুর্তি, ভাষ্কর্য তৈরি করা শিরক।
হোক তা বঙ্গবন্ধু,জিয়া বা আবু সাইদ!

শিরক তো শিরকই

07/08/2024

পরকীয়া এবং ধর্ষণ কারিকে
বাইতুল মোকাররমে শুক্রবারে সবার সামনে মৃত্যুদণ্ড দেয়া হোক।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Peaceful Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share