Dipta Rasel

Dipta Rasel I’m Mohammad Ziaul Huq post graduated of MBA from University of Chittagong & also Verified YouTuber

I’m always smile & simple, straight forward and travel oriented guy. I visited India, Malaysia, Indonesia, Philippines, Singapore and Thailand still now. Have planning to travel around the World if I get opportunity, In Sha Allah.

30/08/2025
চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানী। সেখানকার মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন ভাসানীকে। ভাসানীর মাথায় তালের...
03/08/2025

চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানী। সেখানকার মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন ভাসানীকে। ভাসানীর মাথায় তালের টুপী আর পরনে ছিল লুঙ্গি।

স্টেজে উঠেছেন ভাষণ দিতে....ভাসানীর বেশ ভূষা দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য......."ইয়ে তো মিসকিন হ্যায়"..!!

পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে ভাসানীর বক্তব্য শুরু হতেই ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো........"ইয়ে তো মাওলানা হ্যায় "..!!

ভাসানীর রাজনৈতিক বক্তব্য শুরু হতেই ঐ একই দর্শক শ্রোতারা বলে উঠলেন, "আরি বাহ্, ইয়ে তো পলিটিশিয়ান হ্যায়"..!!

ভাসানী যখন বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মোড়লদের শোষণ পীড়ন নিপীড়নের কথা বলতে শুরু করলেন তখন ঐ একই দর্শক শ্রোতারাই বলে উঠলেন,"হায় আল্লাহ ইয়ে তো এস্টেট মেন হ্যায়"..!!

মজলুম জননেতা,উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ,ইতিহাসের মহানায়ক "মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

সারাজীবন তিনি ছিলেন শোষিত, নিপীড়িত মানুষের পরম বন্ধু। অত্যাচারী শাসকদের চোখ রাঙ্গানীকে কখনো ভয় করেননি। এই জেনারেশন মাওলানা ভাসানী সম্পর্কে খুব কম জানে।

আজ ছিলো মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী।(সংগৃহীত)

31/07/2025

🇺🇸 “একটা ড্রাইভিং লাইসেন্স বদলে দিতে পারে তোমার আমেরিকান জীবন—বিশ্বাস করো, এটা শুধু লাইসেন্স না, এটা একটা সুযোগ!”

আমেরিকায় অনেকেই ভাবে—লাইসেন্স মানে শুধু গাড়ি চালানোর অনুমতি। কিন্তু যারা বাস্তবে জানে, তারা বোঝে এটা হলো ফ্রিডম, ইনকাম, আর একটা স্টেবল লাইফের প্রথম ধাপ।

আমি নিজের চোখে দেখেছি—একজন ছাত্র সকালে কলেজে ক্লাস করে, বিকেলে Uber বা DoorDash চালায়, আর মাস শেষে ৩০০০-৪০০০ ডলার পর্যন্ত ইনকাম করে। ভাবো তো, এই ইনকামের টাকা দিয়ে সে নিজের ভাড়া দেয়, টিউশন ফি দেয়, এমনকি দেশে টাকা পাঠায়!

---

🔑 আমেরিকায় ড্রাইভিং লাইসেন্স কিভাবে পেতে হয়?

১. Permit Test:
প্রথমে DMV তে গিয়ে একটি লিখিত পরীক্ষা (Permit Test) দিতে হয়। এখানে রোড সাইন, ট্রাফিক নিয়ম, ও ড্রাইভিং আচরণ সম্পর্কে প্রশ্ন করা হয়।
➤ অনলাইনে Practice Test দিয়েই প্রিপারেশন নেওয়া যায়।

২. Vision Test:
চোখের দৃষ্টিশক্তির পরীক্ষা হবে, চোখে সমস্যা থাকলে চশমা পরে দিতে পারো।

3. Learner's Permit:
লিখিত পরীক্ষায় পাস করলে Learner's Permit পাওয়া যায়। এরপর একজন লাইসেন্সধারী ব্যক্তির সাথে ড্রাইভিং প্র্যাকটিস করতে হয়।

4. Road Test:
কিছুদিনের প্র্যাকটিসের পর DMV তে গিয়ে রোড টেস্ট দিতে হবে। পাস করলেই ফুল ড্রাইভিং লাইসেন্স!

---

💸 এই লাইসেন্স দিয়ে কিভাবে ইনকাম করা যায়?

➡️ Uber / Lyft চালিয়ে ইনকাম:
ড্রাইভিং লাইসেন্স থাকলে Uber বা Lyft-এর মতো রাইডশেয়ার অ্যাপে ড্রাইভার হিসেবে কাজ করা যায়।

গড়ে সপ্তাহে ৮০০-১০০০ ডলার আয় সম্ভব।

➡️ DoorDash / UberEats / GrubHub:
ফুড ডেলিভারির মাধ্যমেও অনেক স্টুডেন্ট ও নতুন ইমিগ্র্যান্ট ইনকাম করছে।

সময় নির্ধারণ করা থাকে না—তুমি যেভাবে পারো কাজ করো, ইনকাম নাও।

➡️ Amazon Flex / Walmart Delivery:
Amazon এর পার্সেল ডেলিভারি করেও ইনকাম করা যায়।

এটা ফিজিক্যালি একটু বেশি পরিশ্রমের হলেও ঘরে বসে থাকার চেয়ে অনেক ভালো!

---

💡 এই ইনকাম দিয়ে কী করা যায়? (Money Management Tips)

✅ মাসিক ভাড়া + ইউটিলিটি বিল কভার
✅ নিজের পড়াশোনার খরচ
✅ দেশে টাকা পাঠানো
✅ ক্রেডিট স্কোর ভালো করা
✅ ভবিষ্যতের জন্য সেভিংস / ইনভেস্টমেন্ট শুরু করা

---

🎯 ছাত্র বা নতুন অভিবাসীদের জন্য রিয়েলিটি টিপস:

অনেকেই ভাবে “গাড়ি চালানো তো ছোট কাজ”—তাদের জন্য বলছি, এই ছোট কাজেই মাসে ৩-৪ লাখ টাকা ইনকাম হচ্ছে!

লাইসেন্সটা শুধু একটা প্লাস্টিক কার্ড না, এটা হলো নতুন জীবনের দরজা।

তুমি যদি নিজের সময়কে ঠিকমতো কাজে লাগাও, তবে এই ড্রাইভিং ইনকাম দিয়েই তুমি নিজের আমেরিকান ড্রিম গড়ে তুলতে পারো!

27/07/2025

🙂

Eid Mubarak to all of my friends & family...
30/03/2025

Eid Mubarak to all of my friends & family...

27/03/2025
24/03/2025
23/03/2025
21/03/2025

Address

Bypass Moor, Digarkanda, Mymensingh
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Dipta Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dipta Rasel:

Share