
29/08/2025
ইংরেজি শেখার শুরুতে কখনোই কঠিন শব্দ বা বাক্য নিয়ে ভাববেন না। আপনার প্রথম কাজ হচ্ছে, ক্লাস ১-৫ পর্যন্ত আমরা যে সহজ বাক্যগুলো শিখি তা দিয়ে কনভারসেশন শুরু করা এবং তা অভ্যাসে পরিণত করা। আমরা যারা চিন্তা করি; যে কী দিয়ে শুরু করবো আর কী বলবো তাঁদের জন্য এটা অনেক কার্যকরী।