
10/07/2025
পরিচিত অনেক মানুষই আপনার সাফল্য, স্বপ্ন আর আত্মবিশ্বাসকে ছোট করে দেখাতে চাইবে। ওরা ভাববে, আপনি বেশি দূর যেতে পারবেন না। ওরা আপনার প্রচেষ্টা আর পরিশ্রমের পেছনের গল্প বোঝার চেষ্টা করবে না। তাঁদের ছোট মানসিকতা, সীমিত দৃষ্টিভঙ্গি—এগুলো যেন আপনার এগিয়ে চলার পথে কোনো বাধা না হয়। মনে রাখবেন, বড় স্বপ্ন দেখতে এবং তা অর্জন করতে হলে আপনাকে এই সীমাবদ্ধ মানসিকতার বাইরে বেরিয়ে যেতে হবে। আপনার সম্ভাবনা কতটা বিশাল, তা আপনার বিশ্বাস আর কাজের মাধ্যমেই প্রমাণ হবে। তাই নীরব থাকুন, কাজ করে যান এবং সাফল্য দিয়ে তাঁদের ছোট চিন্তার জবাব দিন। আপনার সাফল্যই হবে সবচেয়ে বড় উত্তর।