Alhaz English Academy

Alhaz English Academy An English Instructor || Author || Voice Artist ||Motivator || Digital Content Creator ||

Course Details: 01824-988091 (WhatsApp)
(4)

ইংরেজি শেখার শুরুতে কখনোই কঠিন শব্দ বা বাক্য নিয়ে ভাববেন না। আপনার প্রথম কাজ হচ্ছে, ক্লাস ১-৫ পর্যন্ত আমরা যে সহজ বাক্য...
29/08/2025

ইংরেজি শেখার শুরুতে কখনোই কঠিন শব্দ বা বাক্য নিয়ে ভাববেন না। আপনার প্রথম কাজ হচ্ছে, ক্লাস ১-৫ পর্যন্ত আমরা যে সহজ বাক্যগুলো শিখি তা দিয়ে কনভারসেশন শুরু করা এবং তা অভ্যাসে পরিণত করা। আমরা যারা চিন্তা করি; যে কী দিয়ে শুরু করবো আর কী বলবো তাঁদের জন্য এটা অনেক কার্যকরী।

29/08/2025

ইংরেজি গ্রামার ভালো করে আয়ত্ত করতে আপনি রিডিং পড়ার অভ্যাস করুন।‌ পাশাপাশি আপনার নতুন শব্দ এবং বাক্য গঠন একদম সহজ হয়ে যাবে।

আপনি যদি প্রতিদিন ইংরেজি শেখার জন্য সামান্য সময়ও বের করেন, তাহলে ধীরে ধীরে বড় পরিবর্তন আসবে। ছোট প্রচেষ্টাই একদিন বড় ...
29/08/2025

আপনি যদি প্রতিদিন ইংরেজি শেখার জন্য সামান্য সময়ও বের করেন, তাহলে ধীরে ধীরে বড় পরিবর্তন আসবে। ছোট প্রচেষ্টাই একদিন বড় ফলাফল এনে দেয়। তাই আজ থেকেই শুরু করুন।

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সাহস করে শুরু করা। অনেকেই ভাবে, ‘আমি তো ভালো বলতে পারবো না’, কিন্তু আসলে না বলার মাধ্যমেই না-...
29/08/2025

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সাহস করে শুরু করা। অনেকেই ভাবে, ‘আমি তো ভালো বলতে পারবো না’, কিন্তু আসলে না বলার মাধ্যমেই না-বলার অভ্যাস তৈরি হয়। তাই ভয়কে দূরে সরিয়ে দাও এবং প্রতিদিন অন্তত একটি বাক্য ইংরেজিতে বলার চেষ্টা করুন। একদিন দেখবেন, আপনি নিজেই অবাক হয়ে গিয়েছেন আপনার উন্নতি দেখে।

ভুল করতে ভয় পাবেন না। লজ্জা আর ভয় শুধু আপনাকে পিছিয়ে দেয়। সাহস করে বলুন, ভুল থেকে শিখুন আর একদিন আপনি সাবলীলভাবে ইংর...
28/08/2025

ভুল করতে ভয় পাবেন না। লজ্জা আর ভয় শুধু আপনাকে পিছিয়ে দেয়। সাহস করে বলুন, ভুল থেকে শিখুন আর একদিন আপনি সাবলীলভাবে ইংরেজি বলতে পারবেন।

28/08/2025

যতক্ষণ আপনি চর্চা চালিয়ে যাচ্ছেন, ততক্ষণ আপনি এগিয়ে যাচ্ছেন।

অন্যদের সাথে তুলনা নয়, নিজের সাথে লড়াই। গতকালের আমি থেকে আজকের আমি ভালো হলে এটাই জেতা।
27/08/2025

অন্যদের সাথে তুলনা নয়, নিজের সাথে লড়াই। গতকালের আমি থেকে আজকের আমি ভালো হলে এটাই জেতা।

27/08/2025

আপনার ব্রেইন ডেভলপমেন্ট এবং জীবনের চরম উন্নতির জন্য পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ ||

নিজেকে প্রতিদিন মনে করান – "আমি পারব, আমি যোগ্য, আমি থামব না। শুধু স্বপ্ন দেখা নয়, সেই স্বপ্নকে বাস্তবে আনার জন্য কাজ কর...
27/08/2025

নিজেকে প্রতিদিন মনে করান – "আমি পারব, আমি যোগ্য, আমি থামব না। শুধু স্বপ্ন দেখা নয়, সেই স্বপ্নকে বাস্তবে আনার জন্য কাজ করা জরুরি। কঠিন সময়েও এগিয়ে যাওয়ার মানসিকতা থাকলে, সাফল্য আসবেই।"

"মনে রাখুন, আপনি আপনার প্রথম ভাষা শিখেছেন শুনে, বারবার বলে এবং অসংখ্য ভুল করে। ইংরেজিও ঠিক তেমনই। পুরো অভিধান মুখস্থ করা...
27/08/2025

"মনে রাখুন, আপনি আপনার প্রথম ভাষা শিখেছেন শুনে, বারবার বলে এবং অসংখ্য ভুল করে। ইংরেজিও ঠিক তেমনই। পুরো অভিধান মুখস্থ করার দরকার নেই; বরং যে শব্দগুলো জানেন সেগুলো সাহস নিয়ে ব্যবহার করলেই হবে। সময়ের সাথে সাথে নতুন শব্দগুলো নিজেই আপনার কণ্ঠে জায়গা করে নেবে।"

26/08/2025

ইংরেজি শেখা শুরু করার জন্য পারফেক্ট সময় নেই, শুরু করাটাই পারফেক্ট।

"সাবলীলতা মানে ভুল ছাড়া বলা নয়, বরং ভয় ছাড়া বলা। ভুল শেখার অংশ, কিন্তু ভয় আপনাকে সারাজীবন আটকে রাখতে পারে। যখন আপনি impe...
25/08/2025

"সাবলীলতা মানে ভুল ছাড়া বলা নয়, বরং ভয় ছাড়া বলা। ভুল শেখার অংশ, কিন্তু ভয় আপনাকে সারাজীবন আটকে রাখতে পারে। যখন আপনি imperfect হয়েও বলার সিদ্ধান্ত নেন, তখনই আপনি ভয়কে হারিয়ে দেন — আর এই বিজয়ই নিখুঁত ব্যাকরণের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।"

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Alhaz English Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share