29/05/2024
বিচ্ছেদের পরে প্রাক্তন কে অসম্মান করে কথা বলা কোনো আদর্শ প্রেমিক বা প্রেমিকার কাজ না। যেকোনো কারনে বিচ্ছেদ হতে পারে। তাই বলে তাকে ছোট করে কথা শোনানো কিংবা বন্ধুবান্ধবদের সাথে তাকে নিয়ে আজেবাজে কথা বলার মাঝে কোনো মহত্ত্ব নেই।
বরং আপনি আপনার সম্পর্ক কে সম্মান করতে শেখেন নি এখনো। ভালোবাসতে পারেন নি অপর পাশের মানুষটা কে। ভালোবাসলে তাকে তার মতো চলে যেতে দিন। তার মতো থাকতে দিন।
যদি সে আপনার সাথে অন্যায় করে থাকে, যদি সে আপনাকে ঠকিয়ে থাকে তাহলে তার শাস্তি তাকে প্রকৃতি দিবে। আমরা যে যেখানে যেই অন্যায় কি করবো ঘুরেফিরে তার প্রতিদান আজ না হয় কাল আমরা পাবোই পাবো। এর জন্য কারো অভিশাপ দেওয়া টা জরুরি নয়। তার ভালো কামনা করুন।
প্রাক্তনের সাথে আপনার যোগাযোগ আছে কি নাই এটা বড়
কথা না। বড় কথা আপনার মনে তার জন্য সম্মানের জায়গা টা সারাজীবনের জন্য বরাদ্দ রেখে দিন।
বিচ্ছেদ কেনো ঝামেলা দিয়েই করতে হবে? কেনো দুজন দুজন কে নানা ধরনের গালাগাল দিয়ে সম্পর্ক শেষ করতে হবে? সম্পর্ক শেষ করুন সম্মানের সাথে। যে যেতে চায় তাকে যেতে দিন। প্রতিশোধ আপনার নিতে হবেনা। যে পাপ করবে তার ভোগান্তি সে পাবেই।
সম্মানের সাথে দূরত্ব বাড়ুক। সম্মানের সাথেই বেঁচে থাকুক শতশত বিচ্ছেদের গল্প, ভালোবাসার গল্প!
বেচে থাকুক সত্য ভালোবাসা সম্মানের সাথে প্রেমিক প্রেমিকার বুকে।