༄𝓑𝓻𝓸𝓴𝓮𝓷𝓗𝓮𝓪𝓻𝓽 ࿐

༄𝓑𝓻𝓸𝓴𝓮𝓷𝓗𝓮𝓪𝓻𝓽 ࿐ তুমি রয়েছো শ্বাস-প্রশ্বাসে লেপ্টে কি নির্মম""! সত্য
সেই অনুভূতি যদি তুমি জানতে..!

29/05/2024

বিচ্ছেদের পরে প্রাক্তন কে অসম্মান করে কথা বলা কোনো আদর্শ প্রেমিক বা প্রেমিকার কাজ না। যেকোনো কারনে বিচ্ছেদ হতে পারে। তাই বলে তাকে ছোট করে কথা শোনানো কিংবা বন্ধুবান্ধবদের সাথে তাকে নিয়ে আজেবাজে কথা বলার মাঝে কোনো মহত্ত্ব নেই।

বরং আপনি আপনার সম্পর্ক কে সম্মান করতে শেখেন নি এখনো। ভালোবাসতে পারেন নি অপর পাশের মানুষটা কে। ভালোবাসলে তাকে তার মতো চলে যেতে দিন। তার মতো থাকতে দিন।

যদি সে আপনার সাথে অন্যায় করে থাকে, যদি সে আপনাকে ঠকিয়ে থাকে তাহলে তার শাস্তি তাকে প্রকৃতি দিবে। আমরা যে যেখানে যেই অন্যায় কি করবো ঘুরেফিরে তার প্রতিদান আজ না হয় কাল আমরা পাবোই পাবো। এর জন্য কারো অভিশাপ দেওয়া টা জরুরি নয়। তার ভালো কামনা করুন।

প্রাক্তনের সাথে আপনার যোগাযোগ আছে কি নাই এটা বড়
কথা না। বড় কথা আপনার মনে তার জন্য সম্মানের জায়গা টা সারাজীবনের জন্য বরাদ্দ রেখে দিন।

বিচ্ছেদ কেনো ঝামেলা দিয়েই করতে হবে? কেনো দুজন দুজন কে নানা ধরনের গালাগাল দিয়ে সম্পর্ক শেষ করতে হবে? সম্পর্ক শেষ করুন সম্মানের সাথে। যে যেতে চায় তাকে যেতে দিন। প্রতিশোধ আপনার নিতে হবেনা। যে পাপ করবে তার ভোগান্তি সে পাবেই।

সম্মানের সাথে দূরত্ব বাড়ুক। সম্মানের সাথেই বেঁচে থাকুক শতশত বিচ্ছেদের গল্প, ভালোবাসার গল্প!
বেচে থাকুক সত্য ভালোবাসা সম্মানের সাথে প্রেমিক প্রেমিকার বুকে।

মধ্যরাতের মাদকতায় জগৎ যখন দিচ্ছে ডুব—তুমিও কি আমার মতোই অন্তরালে একলা খুব?༄𝓑𝓻𝓸𝓴𝓮𝓷𝓗𝓮𝓪𝓻𝓽 ࿐
08/05/2024

মধ্যরাতের মাদকতায় জগৎ যখন দিচ্ছে ডুব—
তুমিও কি আমার মতোই অন্তরালে একলা খুব?
༄𝓑𝓻𝓸𝓴𝓮𝓷𝓗𝓮𝓪𝓻𝓽 ࿐

আচ্ছা মানুষ কেন মানুষকে এমন করে ভালোবাসে? এমন করে কষ্ট পায়? এমন নিভৃত রাতেরএকাকী স্তব্ধতায় কাঁদে?আর যদি কাঁদেই তবে অন্...
08/05/2024

আচ্ছা মানুষ কেন মানুষকে এমন করে ভালোবাসে? এমন করে কষ্ট পায়? এমন নিভৃত রাতেরএকাকী স্তব্ধতায় কাঁদে?আর যদি কাঁদেই তবে অন্য মানুষটা কেন টের পায় না???😞😞

13/11/2023

First Time Is Real Fil in Ayub Bachchu
এই প্রথম আইয়ুব বাচ্চু স্যারের টোন, অন্য কারো গিটারে রিয়েল ফিল নিলাম।
🎸Emon Chowdhury

আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে।~সালমান হাবীব
17/07/2023

আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে।
~সালমান হাবীব

24/06/2023

তোমার বুকের ভেতর আমার নামে
যেই শূন্যস্থান আছে—
তা পূর্ণ হলেই আমায় জানিয়ে দিও,
আমিও কোলাহলের ভীড়ে মিশে যেতে চাই।
আর কত? অনেক তো হয়েছে অপেক্ষা,
এবার মুক্তি চাই— আমি মানুষদের ভীড়ে হারাতে চাই।

©আদেল পারভেজ

23/06/2023

কি প্রেম দিয়ে ভাসালে আমায় সুখে?
আমার এখন মেঘের মতো দুঃখ উড়ে বুকে।
😓😓

চাঁদ , তুমি দূরেই থাকোকারণ কাছে এলে তোমাকে নিয়ে গান লেখা হবে না আর।চাঁদ , তুমি তোমার কলঙ্ক ঢেকো নাকোকারণ ওটা তোমার লজ্জ...
06/05/2023

চাঁদ , তুমি দূরেই থাকো
কারণ কাছে এলে তোমাকে নিয়ে গান লেখা হবে না আর।
চাঁদ , তুমি তোমার কলঙ্ক ঢেকো নাকো
কারণ ওটা তোমার লজ্জা তো নয়; বরং অহংকার।

চাঁদ , তুমি দূরেই থাকোকারণ কাছে এলে তোমাকে নিয়ে গান লেখা হবে না আর।
06/05/2023

চাঁদ , তুমি দূরেই থাকো
কারণ কাছে এলে তোমাকে নিয়ে গান লেখা হবে না আর।

Address

Mymensingh

Telephone

+8801767739272

Website

Alerts

Be the first to know and let us send you an email when ༄𝓑𝓻𝓸𝓴𝓮𝓷𝓗𝓮𝓪𝓻𝓽 ࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ༄𝓑𝓻𝓸𝓴𝓮𝓷𝓗𝓮𝓪𝓻𝓽 ࿐:

Share