Jasmin Ara

Jasmin Ara Recipes, Gardening, Content Creator, Blogging,videographer.
(1)

30/09/2025

নিশ্চয়ই ফজ*রের নামাজ সময়মতো আদায় না করা কোনো সাধারণ বিষয় নয়। এটা এক ভয়াবহ গুনাহ, যার কারণে মানুষ আল্লাহর পক্ষ থেকে ফজরের অগণিত বারাকাহ ও রহমত থেকে বঞ্চিত হয়ে যায়।

🌸 তাই প্রিয় ভাই/বোন, নিজেকে অবহেলায় নিমজ্জিত করবেন না।
🌸 তাওবা করুন, কান্নাকাটি করে আল্লাহর দরবারে ফিরে আসুন।
🌸 নিজের কাজকর্ম সংশোধন করুন এবং ফজরের সালাতকে জীবনের প্রথম অগ্রাধিকার বানান।

কারণ, যে মানুষ ফজরকে আঁকড়ে ধরে রাখে, আল্লাহ তার দিনকে নূর, বরকত ও সফলতায় ভরে দেন। 🌅

আমিন

Copy.

🌿 আমার ছাদবাগানের আজকের সংগ্রহ 🌿আজকের ছোট্ট ছাদবাগান থেকে যা সংগ্রহ করেছি:✅ টাটকা কলমি শাক✅ ২টা ধুন্দল✅ কিছু লাউ✅ মিষ্টি...
26/09/2025

🌿 আমার ছাদবাগানের আজকের সংগ্রহ 🌿

আজকের ছোট্ট ছাদবাগান থেকে যা সংগ্রহ করেছি:
✅ টাটকা কলমি শাক
✅ ২টা ধুন্দল
✅ কিছু লাউ
✅ মিষ্টিকুড়ার শাক

নিজের যত্নে, কোনো রাসায়নিক ছাড়াই বেড়ে ওঠা এই সবুজ ফসলগুলো সত্যিই মন ভরিয়ে দেয় ❤️
প্রতিদিন নিজের গাছের যত্ন নেওয়া আর ফসল তোলা এক অদ্ভুত শান্তি আর আনন্দের অনুভূতি দেয়।

🍃 প্রকৃতির সাথে এই সম্পর্কটা অন্যরকম!❤️

#ছাদবাগান #নিজেরচাষ #টাটকাফসল #সবুজজীবন ❤️

22/09/2025

আলহামদুলিল্লাহ লাউ গাছে 1G কাটিং এর পর 2G কাটিং করে দিলাম ❤️
#ছাদবাগান #লাউচাষ #সবজিচাষ ❤️

21/09/2025

আলহামদুলিল্লাহ আমাদের নতুন বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের জন্য রডের সেন্টারিং এর কাজ প্রায় শেষের দিকে❤️
❤️

আলহামদুলিল্লাহ ❤️      ❤️
20/09/2025

আলহামদুলিল্লাহ ❤️
❤️

মদিনার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন এক নারী। শৈশব থেকেই তিনি ছিলেন উদ্যমী, দানশীল ও সাহসী। মাত্র দু’জন নারী ব্যক্তিগতভ...
20/09/2025

মদিনার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন এক নারী। শৈশব থেকেই তিনি ছিলেন উদ্যমী, দানশীল ও সাহসী। মাত্র দু’জন নারী ব্যক্তিগতভাবে রাসূল (ﷺ) এর নিকট থেকে সরাসরি কালিমার শপথ গ্রহণ করেন। তিনি ছিলেন তাঁদের একজন। তিনি শুধু নামাজ-রোজা করা সাধারণ মুমিনাহ নন, বরং আল্লাহর পথে সর্বস্ব বিলিয়ে দেওয়া এক সাহসী যোদ্ধা।


উহুদের ময়দান, মুসলিম বাহিনী বিজয়ের দ্বারপ্রান্তে, কিন্তু ধনুর্বিদরা রাসূল ﷺ এর আদেশ অমান্য করায় পট পরিবর্তন হয়ে যায় খুব দ্রুত। শত্রুরা হঠাৎ পিছন দিক থেকে আক্রমণ করায় মুসলিম বাহিনী হয়ে যায় ছিন্ন ভিন্ন। যোদ্ধারা উদ্ভ্রান্ত হয়ে ছুটতে শুরু করেন এদিক-ওদিক। সেই সময়ে এই বীরাঙ্গনা তাঁর তরবারি ও ঢাল হাতে নিয়ে নবীজির (ﷺ) পাশে ছুটে আসেন তাঁকে নিরাপত্তা দিতে।


তিনি এক হাতে নবীজিকে (ﷺ) রক্ষা করছেন আরেক হাতে তলোয়ার চালাচ্ছেন। রাসূলুল্লাহ (ﷺ) বিষয়টি লক্ষ্য করেন এবং পরবর্তীতে বলেন, “ডানে, বামে যেদিকেই আমি তাকিয়েছি, দেখেছি তিনি আমার জন্যে লড়াই করে চলেছেন। তিনি অনেক পুরুষ যোদ্ধাদের থেকেও ভালো লড়াই করেছেন।”


শত্রুর আঘাতে তাঁর শরীরে বারোটি মারাত্মক ক্ষত হয়েছিল, ঘাড়েও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন কিন্তু তিনি পিছু হটেননি। তিনি ছিলেন উহুদের ময়দানের একমাত্র নারী যিনি অস্ত্র হাতে লড়াই করেছিলেন।


তিনি হুদাইবিয়ার চুক্তির সময় উপস্থিত ছিলেন এবং নবীজির (ﷺ) সাথে বাইআত নেন। খাইবার ও ইয়ামামার যুদ্ধেও তিনি অংশ নেন। ইয়ামামার যুদ্ধে তাঁর এক ছেলে শহীদ হন, আরেক ছেলে আহত। তবুও তিনি আল্লাহর পথে স্থির ছিলেন।


অকুতোভয় যোদ্ধা, যিনি মাথা উঁচু করে ইসলামকে রক্ষা করার জন্য বিভিন্ন যুদ্ধে লড়াই করে গিয়েছেন, তিনি আর কেউ নন, নুসাইবা বিনতে কা'ব (রাদ্বিয়াল্লাহু আনহা)।


তিনি যেমন ছিলেন ক্ষীপ্রতার সাথে তরবারি চালাতে সক্ষম তেমনই ছিলেন ইবাদতে নিবেদিতপ্রাণ। রাতের অনেকটা সময় তিনি কিয়ামুল লাইলে কাটাতেন। তাঁর সাহসিকতা দেখে সাহাবিরা তাঁকে সম্মান করতেন। নবীজি ﷺ নিজেও তাঁকে বিশেষ দোয়া করেছিলেন, “হে আল্লাহ, তুমি নুসাইবা ও তাঁর পরিবারকে আমার জান্নাতের সঙ্গী বানিয়ে দাও।”

জীবনের শেষ পর্যন্ত তিনি আল্লাহর পথে কাজ করে গিয়েছেন। তাঁর এই অবদান তাঁকে ইসলামের ইতিহাসে এক অনন্য ও সম্মানিত স্থানে প্রতিষ্ঠিত করেছে।

লেখা — নিয়াজ আহমদ খান

ছাদবাগানের জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ❤️  #ছাদবাগান
20/09/2025

ছাদবাগানের জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ❤️
#ছাদবাগান

আলহামদুলিল্লাহ নিজের পেজে Ads Campaign  করে  ভালোই রেজাল্ট পাচ্ছি❤️
20/09/2025

আলহামদুলিল্লাহ নিজের পেজে Ads Campaign করে ভালোই রেজাল্ট পাচ্ছি❤️

ইনশাআল্লাহ ❤️
18/09/2025

ইনশাআল্লাহ ❤️

সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤️
14/09/2025

সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤️

আলহামদুলিল্লাহ Redotpay এর ভার্চুয়াল কার্ড পেয়ে গেলাম ❤️
12/09/2025

আলহামদুলিল্লাহ Redotpay এর ভার্চুয়াল কার্ড পেয়ে গেলাম ❤️

02/01/2025

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Jasmin Ara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share