MD SOHEL RANA 2.0

MD SOHEL RANA 2.0 "কঠিন সত‍্যের নির্ভয় প্রকাশ"

এই পেইজে ময়মনসিংহ বিভাগের সকল উন্নয়ন মূলক কাজের নিউজ এবং ময়মনসিংহ বিভাগের চিত্র তুলে ধরা হবে।

ইচ্ছে করলে আপনিও আমাদের পেইজে লিখতে পারেন। যারা লিখতে আগ্রহী তারা ইনবক্সে মেসেজ দিন।

02/06/2025
প্রবাসীর বাড়ি দখলকারী সেই আ.লীগ নেতা গ্রেফতার                        ◆◆ নয়ছয় দলিলে ব্লা-কমেইল করে প্রবাসীর বাড়ি দখলকারী ...
24/05/2025

প্রবাসীর বাড়ি দখলকারী সেই আ.লীগ নেতা গ্রেফতার

◆◆ নয়ছয় দলিলে ব্লা-কমেইল করে প্রবাসীর বাড়ি দখলকারী সেই আ.লীগ নেতা সোহেল মিয়াকে শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি
মোঃ নবী হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। নবী হোসেন পাড়াটঙ্গী এলাকার মৃত হোসেন আলী ফকিরের ছেলে।

27/04/2025

মু.খোশ উন্মোচন পর্ব:-১ জাস্ট সমুদ্রের এক ফোঁটা
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
মুক্তাগাছার ৩ জন সাংবাদিকের কাণ্ড,,,,মুক্তাগাছার কালীবাড়ির একটি হোটেলে মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়ে বিল দিলেন না, ৩ জন হেব্বি ওয়েট সাংবাদিক।
খেয়ে বিল না দিয়ে,উল্টো হোটেল কর্তৃপক্ষকে ব্লা.কমেই.ল করে প্রথমে ৪ হাজারসহ সর্বমোট ১০ টাকা পকেটে গুঁ.জে বাড়ি ফিরলেন।

◆◆ হোটেল মালিককে দিলেন হোটেল বন্ধ করে দেওয়া হু.ম.কি। ভিডিওতে হোটেল কর্তৃপক্ষের পুরো বক্তব্য রয়েছে নিজেদের কানে শুনে নিন। আমি তো মিথ্যাও বলতে পারি,,,

◆◆ একজন মু.খো.শধারীকেও ছাড় দেওয়া হবে না।
একে একে সবাইকে জনসম্মুখে হাজির করা হবে।
আর যুগান্তর ও আমাকে জড়িয়ে মানববন্ধনে মেয়ের বাবাকে দিয়ে মি.থ্যা বলানো হয়েছে। যিনি মানববন্ধনে মিথ্যা বক্তব্য দিয়েছেন তার মুখ থেকেই প্রকাশ করা হবে, কে কে তাকে দিয়ে মিথ্যা বক্তব্য দিতে বাধ‍্য করেছে। যুগান্তর ও সোহেলের বিরুদ্ধে মিথ্যা বলতে কারা কারা তাকে বাধ‍্য করেছে,,তার সরল স্বীকারোক্তি মেয়ের বাবা সংবাদ সম্মেলনে না বুঝে,যে মিথ্যা বক্তব্য দিয়েছেন, সেই বিষয়টি তিনিই সত্য প্রকাশের মাধ্যমে স্পষ্ট করেছেন। আগামীকাল তার মুখের সত্যটা কি ছিল,,তা জনসম্মুখে প্রচার করা হবে। ইনশাআল্লাহ

◆◆ আগেও বলেছি আবারও বলছি। আমি সাংবাদিকতা করতে এসেছি। কোরো গো.লামী বা দা.লালি করতে আসেনি। আমার বিরুদ্ধে কারা কারা ষ.ড়য.ন্ত্র করছে আমি তাদের সবাইকে চিনি এবং তাদের সম্পর্কে খুব খুব ভালো করে জানি। আমি ওইসব মু.খোশধারী ও চা.চুকা.রদের জনসম্মুখে হাজির করেই তবে থামবো। এবং ওদেরকে সাংবাদিকতা শিখিয়েই ছাড়ব। এটাই আমার বতর্মান চ‍্যালেঞ্জ ও প্রতিজ্ঞা।

বিঃ দঃ-
আমি অনুমতি দিলাম,বাপের বেটা হলে আমার সম্পর্কে প্রমাণসহ একটি অনিয়ম হাজির করে দেখা,,।
গো.পনে অফিসে অভিযোগ করতে লজ্জা করে না তোদের। ছিঃ ছিঃ ছিঃ হি.জড়াদের দল ও মি.থ্যাবাদির দল

21/03/2025

লাল মাটির রাস্তাই মোটরসাইকেল,, বাকিটা ইতিহাস

27/11/2024

ময়মনসিংহে জুলাই গণহ’ত্যার বিচার ও ই’সকন নি’ষিদ্ধের দাবিতে শিবির ও ছাত্র-জনতার বিক্ষো’ভ

25/11/2024

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে মহানগর ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ,,

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো.নাজমুল হকের উদ‍্যোগে রবিবার উত্তর দাপুনিয়া উচ্চ বিদ‍্যালয়ের ক‍্যাম্পাসে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

25/11/2024

যেভাবে আকাশে উড়ে যায় বিমান,,,

25/11/2024

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে মহানগর ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ,,,

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো.নাজমুল হকের উদ‍্যোগে রবিবার উত্তর দাপুনিয়া উচ্চ বিদ‍্যালয়ের ক‍্যাম্পাসে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when MD SOHEL RANA 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share