An-Nasihah Network

An-Nasihah Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from An-Nasihah Network, Digital creator, Mymensingh.

আল্লাহ্ কাওকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন,
কাওকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন।
কাওকে সুস্বাস্হ্য দিয়ে পরীক্ষা করেন,
আবার কাওকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন।
সফল তারাই হয়, যারা আল্লাহ্‌কে ভয় করে এবং তার ওপর ভরসা রাখে।

29/12/2024

ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব | Mizanur Rahman Azhari waz

12/10/2024

মিজানুর_রহমান_আজহারীর_সাথে_কোলাকুলি_করে_ঈমান_হারালেন_সুন্নি_দুই_বক্তা

হে পরম করুনাময় আল্লাহ এই পবিত্র মক্কায় জীবনে একটিবার হজ্জ্ব করার তৌফিক দান করুন -আমিন। একটি লাইক দিয়ে এই দোয়ায় পাশে ...
12/10/2024

হে পরম করুনাময় আল্লাহ এই পবিত্র মক্কায় জীবনে একটিবার হজ্জ্ব করার তৌফিক দান করুন -আমিন।
একটি লাইক দিয়ে এই দোয়ায় পাশে থাকুন।

29/12/2023
আল্লাহ‌ বোঝার তৌফিক দান করুন।
21/12/2023

আল্লাহ‌ বোঝার তৌফিক দান করুন।

নিজেকে রহস্যময় করে তুলুন ‼️১.কথা কম বলুন। ২৫ শতাংশ নিজে বলুন এবং ৭৫ শতাংশ কথা শুনুন।২.মাঝে মাঝে নিজেকে হাইড করে ফেলুন।৩...
20/12/2023

নিজেকে রহস্যময় করে তুলুন ‼️

১.কথা কম বলুন। ২৫ শতাংশ নিজে বলুন এবং ৭৫ শতাংশ কথা শুনুন।
২.মাঝে মাঝে নিজেকে হাইড করে ফেলুন।
৩.নিজের দুর্বল অথবা উইক পয়েন্ট কারো সাথে শেয়ার করবেন না।
৪.নিজের ব্যক্তিগত বিষয়াদি কারো সাথে শেয়ার করবেন না।
৫.তবে অন্যের সম্পর্কে বিস্তারিত জানুন।
৬.অন্যের ব্যক্তিগত বিষয়াদিও জেনে ফেলুন।
৭.মানুষের মনস্তত্ত্ব বুজে সে অনুযায়ী আচরণ করুন।
৮.নিজের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরবর্তী পরিকল্পনা কাউকে জানাবেন না।
৯.নিজেকে কখনো সস্তা করবেন না। অর্থাৎ আগ বাড়িয়ে যার তার সাথে মিশতে যাবেন না। তবে কার্যকারণ সম্পর্ক থাকলে সেটি আলাদা বিষয়।

কথা বলার আগে ওজন করতে শিখুন, কারণ উচ্চারিত শব্দগুলি ক্ষমা করা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না। তাই বলার আগে ভাবুন, কথা ব...
18/12/2023

কথা বলার আগে ওজন করতে শিখুন, কারণ উচ্চারিত শব্দগুলি ক্ষমা করা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না। তাই বলার আগে ভাবুন, কথা বলার পর ভেবে লাভ নেই।

09/12/2023

চাইলে আল্লাহর কাছেই চাইবেন।

কেননা তিনিই বেহিসাব দাতা

06/12/2023

⭕ অশ্লীল গল্প, সেক্স ভিডিও এসব দেখার আগে দয়া করে এই পোস্টটি পড়ুন...!!

⭕ যদি ও ছেলের কথাটি উল্লেখ করা আছে কিন্তু ছেলে মেয়ে দুইজনের জন্যই এই পোস্টটি....!!

⭕ চোখ বড় বড় করে ছেলেটি মোবাইলে কি যেনো একটা দেখছে। অন্ধকার গাঢ় আবছা, কানে ইয়ার ফোন...!!

⭕ দেখছে যিনার দৃশ্য । স্বাদ নিচ্ছে তার চোখ । বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্য গুলি...!!

⭕ নিস্তব্ধ রাত ১১ টা বেজে ২০ মিনিট । নেকেড দেখছে, বা অবৈধ কোনো নারীর সাথে যিনার আলাপ করছে নিভৃতে । কত স্বাদ গুনাহ করতে.....!!

⭕ হঠাৎ ____ আচমকা শরীরটা ঝাকুনি দিয়ে উঠলো....!! ছেলেটির মনে হলো কে যেনো ঢুকেছে রুমে কিন্তু, রুমের দরজা তো আটকানো । কি ব্যাপার, কে ঢুকলো রুমে অন্ধকারে...!!?? হঠাৎ ___শরীরটা শিউরে উঠলো । অজানা কেমন একটা শব্দ কানে বাজলো । অনুভব করতে পারলো, কেনো শরীরটা অবস হয়ে যাচ্ছে...!!

⭕ হঠাৎ বা দিকে দেখলো এটা কি....??
__ওমাহ কে এটা....?? বিশাল বড় কে...?? আমার পাশে দাড়িয়ে আছে । কিভাবে ঢুকলো রুমে, হায় মাবুদ এ কেমন ভয়ানক মূর্তি দাড়িয়ে আছে আমার সামনে । থর থর করে কাপছে শরীর, হাত থেকে বুকের উপর পড়লো মোবাইলটা...!!

⭕ নেকেড চলছে পুরো দমে...!! মোবাইলটা বুকের উপর থেকে পিছনে ছেলেটির গায়ের পাশে গিয়ে পড়লো, কিন্তু চলছে উলঙ্গ নারী ___পুরুষের যিনার ভিডিও...!!

হয়তো মৃত্যুর ডাক পড়ে গেলো তার....!!
___ সে দেখছে মালাকুল মউতকে দাড়িয়ে আছে মৃত্যু দূত....!!

⭕ একটু আগে ও দেহটা ছিলো অনেক গরম, কিন্তু মূহুর্তেই ঝিম মেরে ঠান্ডা হয়ে গেছে । মৃত্যু আজ তার সামনে, মনে মনে ভাবছে হায় আপসোস....!! একটু যদি তওবা করতে পারতাম...!! কিন্তু সময় যে আর নেই....!!

⭕ ছেলেটি পাপ ছাড়তে পারেনি এর আগেই ডাক পড়ে গেছে মৃত্যুর । সময় ও পাইনি তওবা করতে । মোবাইলে ছিলো অগনিত উলঙ্গ ভিডিও ছিলো কত রঙ, বেরঙের সুরেলা গান...!! ডিলিট ও করতে পারেনি তার আগেই মৃত্যু হাজির...!!
___ মৃত্যু ডাকছে তাকে, আসো হে নাপাক আত্মা..!! আল্লাহ হেফাজত করেন আমিন

06/12/2023

■▪যিনা কী?
■▪শুধুই অবৈধ ভাবে মেলামেশা করাকেই যিনা বলা হয়না!!
● হাদীসের ভাষায় যিনা বহু প্রকারে বিভক্ত। যেমনঃ
●▪০১। কোন বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের যিনা!
●▪০২। যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার যিনা!
●▪০৩। বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধ ভাবে কাউকে স্পর্শকরা হাতের যিনা!
●▪০৪। ব্যাভি চারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের যিনা!
●▪০৫। সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের যিনা।
●▪০৬। যিনার কল্পনা করা ও আকাংখা করা মনের যিনা!
●▪০৭। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়!
-----(বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসাঈ)!

●● অথচঃ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপ টিকেই যিনা মনে করে থাকি! এবার ভেবে দেখুন আপনি এসব কাজের কোনো একটির সাথে জড়িত ননতো?

■■ যিনা স্পষ্ট হারামঃ
আল্লাহ তা'আলা যিনাকে হারাম ঘোষণা করে বলেনঃ -------"তোমরা যিনার ধারের কাছেও যাবে না। কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ।"
-----(সুরা বনী-ইসরাঈল আয়াতঃ ৩২)

■■ যিনার শাস্তিঃ
যিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
---------"আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম। যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত। আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিলো! আগুনের শিখা উপরে আসলে তারাও উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিলো! সর্বদা তাদের এঅবস্থা (এমন)চলছিলো! আমি জিবরাঈল(আঃ )কে জিজ্ঞেস করলামঃ এরা কারা???"

●▪জিবরাঈল(আঃ) বললেনঃ
-------"তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ!"
-----(বুখারী)

■■ যিনা কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে!
■▪সেদিন যিনা কারীকে পিপাসা মেটানোর জন্য এই পঁচা পানিই পান করতে দেওয়া হবে!

●● তাই সবারই উচিত প্রেমিক-প্রেমিকা নামের বিবাহ বহির্ভূত এই সব শয়তানি সম্পর্ক বাদ দেওয়া।

ইয়া আল্লাহ আপনি আমাকে সহ পৃথিবির সমস্ত মানুষগুলোকে পূর্ণ হেদায়েত দান করুন এবং সকল ধরনের গুণাহা থেকে দুরে থাকার তৌফিক দান করুন।
আমিন। ❤️

Address

Mymensingh

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801683857651

Website

Alerts

Be the first to know and let us send you an email when An-Nasihah Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to An-Nasihah Network:

Share