Muhammad Kamrul Hasan

Muhammad Kamrul Hasan assalamualaikum walcom to my official page

দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। নিজেকে প্রস্তুত করো সেই অনন্ত জীবনের জন্য, সৎ পথে থেকে।​ #ইসলামিকস্ট্যাটাস  #আল্লাহ...
11/09/2025

দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। নিজেকে প্রস্তুত করো সেই অনন্ত জীবনের জন্য, সৎ পথে থেকে।

​ #ইসলামিকস্ট্যাটাস #আল্লাহরভরসা #মুসলিমলাইফ #সফলতারপথ #আত্মবিশ্বাস #নতুনশুরু #মুসলিমফ্যাশন #ইবাদত #ইসলামিকপোস্ট #আল্লাহ_মহান #ইসলামিক_অনুপ্রেরণা #আখিরাত #দ্বীন #মুসলিম #বাংলাদেশ

সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি:💥 সূর্যগ্রহণ :চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী...
07/09/2025

সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি:
💥 সূর্যগ্রহণ :
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। আমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা বেশি ঘটে। পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়। এর মধ্যে শূন্য থেকে দুইটি পূর্ণ সূর্যগ্রহণ হয়। আরবিতে এর নাম কুসূফ, ইংরেজিতে একে Solar Eclipse বলে।

🌘 চন্দ্রগ্রহণ :
পৃথিবী তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এলে কিছু সময়ের জন্য পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করতে থাকে। তখন পৃথিবী থেকে দেখা যায় যে চাঁদ অদৃশ্য হয়ে গেছে বা আংশিক ঢাকা পড়েছে। এটাকে চন্দ্রগ্রহণ বলে। আরবিতে এর নাম খুসূফ, ইংরেজিতে একে Lunar Eclipse বলে।

🔘কুরআন ও সুন্নাহ অনুযায়ী
সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কোনো প্রভাব গর্ভবতী মা বা তাঁর গর্ভস্থ ভ্রূণের উপর পড়ে না।
গর্ভবতী মা কিছু কাটলে, ছিঁড়লে বাচ্চা ঠোঁটকাটা জন্মাবে, কোনো কিছু ভাঙলে বা বাঁকা করলে সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে-এ ধরনের সব প্রচলিত ধারণা ভিত্তিহীন ও মিথ্যা। এর সাথে কুরআন ও সুন্নাহর কোনো সম্পর্ক নেই।
🔘
চন্দ্র, সূর্য বা অন্য কোনো সৃষ্ট বস্তু অদৃশ্যভাবে কারো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। এ ধরনের বিশ্বাস রাখা তাওহীদের পরিপন্থী।
🔘
মুসলিমের করণীয়
আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে সূর্য ও চন্দ্রগ্রহণও একটি নিদর্শন। সুতরাং যখন গ্রহণ দেখা যায়, তখন রাসূল সা. এর সুন্নাহ অনুযায়ী আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত।
🔘
বাস্তবে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য কিংবা অন্য কারো জন্য কোনো জাগতিক কাজ করা বা না করার বিষয়ে ইসলামে কোনো বিধি-নিষেধ নেই। সমাজে প্রচলিত সবকিছুই কেবল কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস। এগুলো মানা মারাত্মক গুনাহ।
বরং হাদীসে এসেছে, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে আল্লাহর কুদরতের নিদর্শন মনে করতে হবে এবং পুরুষদেরকে জামাআতে সালাতুল কুসূফ (সূর্যগ্রহণে) ও সালাতুল খুসূফ (চন্দ্রগ্রহণে) আদায় করতে বলা হয়েছে। এর বাইরে কোনো বিধি-নিষেধ নেই।

কুরআন-হাদীস থেকে প্রমাণ
☀ আল্লাহ বলেন:
“...তোমরা যা কিছু রাসূল তোমাদেরকে দেন, তা গ্রহণ কর এবং তিনি যা কিছু থেকে তোমাদেরকে বিরত করেন, তা থেকে বিরত থাক।”
-সূরা হাশর: ৭
☀ রাসূল ﷺ বলেছেন:
“সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। কারো জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহণ হয় না। তাই যখন তোমরা গ্রহণ দেখতে পাও, তখন আল্লাহকে স্মরণ কর।”
-সহীহ বুখারী ৪৮১৮; ইফা

☀ অন্য বর্ণনায় এসেছে:
“সূর্য ও চন্দ্র গ্রহণ কারো জন্ম বা মৃত্যুর কারণে হয় না। বরং এগুলো আল্লাহর নিদর্শন, যা দ্বারা আল্লাহ তাঁর বান্দাকে সতর্ক করেন। সুতরাং যখন গ্রহণ দেখতে পাও, আল্লাহর জিকিরে মশগুল হও যতক্ষণ না তা আলোকিত হয়ে যায়।”
-সহীহ মুসলিম ১৯৭২; ইফা।

উপসংহার : সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলা বা গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হয় না। বরং এগুলো আল্লাহর মহাশক্তির নিদর্শন। মুসলিমদের উচিত কুসংস্কার বর্জন করে সুন্নাহ অনুযায়ী নামায, দোয়া ও আল্লাহর স্মরণে মনোনিবেশ করা।

25/08/2025

এতো চিন্তা কিসের⁉️
‎আল্লাহ তো নিজেই বলেছেন; ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ, তোমার অতীতের চেয়ে সুন্দর হবে! [সূরা আদ দুহা, আয়াত: ৪]

অনেক পরহেজগার ব্যক্তি রয়েছেন, যারা প্রকৃত পর্দা পছন্দ করেন না৷ নিজেরা দাড়ি-টুপি রেখে অত্যন্ত বেপর্দা মেয়ে বা ছেলের বউ, ন...
23/08/2025

অনেক পরহেজগার ব্যক্তি রয়েছেন, যারা প্রকৃত পর্দা পছন্দ করেন না৷ নিজেরা দাড়ি-টুপি রেখে অত্যন্ত বেপর্দা মেয়ে বা ছেলের বউ, নাতনি নিয়ে চলাফেরা করে। এটা যে ঠিক নয়, সে অনুভূতি ও তাদের মধ্যে নেই।

‎আজকাল অনেক মুরব্বি আছেন— যারা তার ছেলের বউ বা মেয়ে কী করছে, তা পরোয়া করেন না। নিজে নামাজি, কিন্তু পরিবারকে ইসলামি জিন্দেগিতে আনতে পারছেন না। অনেক সময় তারা বেপর্দা মেয়ে, ছেলের বউ কিংবা নাতনিদের নিয়ে ছবি তুলেও পোস্ট করেন। ভালোবাসা দিবস, জন্মদিন, বিবাহবার্ষিকী পালন করেন।

‎আল্লাহ তায়ালা নারী/পুরুষের ওপর যে সকল স্বতন্ত্র বিধান ফরজ করেছেন, তার অন্যতম হচ্ছে পর্দার বিধান। অতএব, একজন স্বামীর জন্য নিজের স্ত্রীলে গায়রে মাহরাম পুরুষদের থেকে আড়ালে রাখা ফরজ। স্বামী যদি নিজের স্ত্রীর পর্দার ব্যাপারে অবহেলা করে অথবা তাকে সঠিকভাবে পর্দা করতে না দেয়, তাহলে দায়িত্ব সঠিকভাবে পালন ন করার কারণে গুরু-তর অপ-রাধী বিবেচিত হবে।

‎[বই - হিজাব : অন্তরে-বাহিরে]

"নতুন একটি সকাল, নতুন একটি সুযোগ—আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাওয়ার।  যে দিন শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, সে দিন হয় বরকতম...
19/08/2025

"নতুন একটি সকাল, নতুন একটি সুযোগ—আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাওয়ার।
যে দিন শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, সে দিন হয় বরকতময়।
আসুন আজকের দিনটিকে সওয়াবের দিন বানাই।
সকাল হোক আল্লাহর সন্তুষ্টির জন্য—আলহামদুলিল্লাহ। 🤲" #সকাল_বিসমিল্লাহ_দিয়ে
#ইসলামিক_উক্তি
#আলহামদুলিল্লাহ
#সকাল_হোক_বরকতময়
#দোয়া
#আল্লাহু_আকবার
#ইমানের_সকাল




আল্লাহ যাকে চায়, তাকে সব কিছুর মধ্যেই শান্তি দান করেন। দুনিয়ার সব কিছু না থাকলেও যদি আল্লাহ থাকে, তবে কিছুই কম নয়।
06/08/2025

আল্লাহ যাকে চায়, তাকে সব কিছুর মধ্যেই শান্তি দান করেন। দুনিয়ার সব কিছু না থাকলেও যদি আল্লাহ থাকে, তবে কিছুই কম নয়।

Address

Muktagacha
Mymensingh
2210

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Kamrul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share