সময়ের আয়না

সময়ের আয়না সময়ের আয়না- দৃষ্টি জুড়ে সংবাদ সময়ের আয়না-একটি জনপ্রিয় ফেসবুক আইডি। ঘটনা যেমন সংবাদও তেমন। তাজা সব সংবাদ জানতে চোখ রাখুন সময়ের আয়নায়।

জরুরি ভিত্তিতে শিক্ষক আবশ্যক *********************** শ্রেণি পাঠ - প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং নান্দাইল পৌর ...
08/06/2024

জরুরি ভিত্তিতে শিক্ষক আবশ্যক
***********************

শ্রেণি পাঠ - প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং নান্দাইল পৌর শহরের ভূমি অফিস রোডে অবস্থিত “স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল ”- এ সহকারী শিক্ষক পদে লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমান। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে।

শিক্ষকতা পেশায় আন্তরিক ভাবে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ সহস্তে লিখিত আবেদনপত্র (একটি মোবাইল নাম্বার উল্লেখপূর্বক এক কপি ছবিসহ) আগামী ১৩ জুন ২০২৪ তারিখের মধ্যে স্কুল কার্যালয়ে জমা দিতে অনুরোধ করা হলো।

বিঃদ্রঃ ইতোপূর্বে যারা আবেদনপত্র জমা দিয়েছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

ঠিকানা :
প্রধান শিক্ষক
স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল
উপজেলা ভূমি অফিস রোড, ইছহাক শপিং সেন্টার সংলগ্ন,
নান্দাইল, ময়মনসিংহ।
(☎: ০১৯১৩ ৯০২০৯০)

ইসলাম ও হিন্দু ধর্ম বিষয়ক শিক্ষক আবশ্যক -------------------------------প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইসলাম ধর্ম ও হিন্...
15/04/2024

ইসলাম ও হিন্দু ধর্ম বিষয়ক শিক্ষক আবশ্যক
-------------------------------
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইসলাম ধর্ম ও হিন্দু ধর্ম পড়ানোর জন্যে সহকারী শিক্ষক পদে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলা মাধ্যমে পড়াশোনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি'র সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে। শিক্ষকতা পেশায় আন্তরিক ও পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীগণকে সহস্তে লিখিত আবেদনপত্র (একটি মোবাইল নাম্বার ও এককপি ছবিসহ) আগামী ১৬ মে ২০২৪ তারিখের মধ্যে নিম্ম ঠিকানায় জমা দিতে বলা হলো।

বিঃদ্রঃ ইতোপূর্বে যারা আবেদনপত্র জমা দিয়েছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

ঠিকানা :
পরিচালক
স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল
উপজেলা ভূমি অফিস রোড,
ইছহাক শপিং সেন্টার সংলগ্ন, নান্দাইল, ময়মনসিংহ।
(☎: ০১৭১০ ৬৫২৩৬৫)

23/02/2024
07/02/2024

🔰🔰ভর্তি চলছে! 🔰🔰 ভর্তি চলছে!!

শাহ্ আলম ভূঁইয়া পরিচালিত স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলে-
👫 প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।

🌀 স্কুল কোড : ৪৭৩৮২৯

💁সম্মানিত অভিভাবক,
আজই চলে আসুন, দেখুন, বুঝুন তারপর সিদ্ধান্ত নিন। আপনার সন্তানের পড়াশুনার দায়িত্ব আমাদের দিয়ে নিশ্চিন্ত থাকুন।

⏰ স্কুল সময়: প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০ টা থেকে বিকাল ০৩ টা পর্যন্ত।

🌈 স্কুল ক্যাম্পাস : পৌর শহরের প্রাণ কেন্দ্রে নিরিবিলি পরিবেশ অবস্থিত। রয়েছে শিক্ষার্থীদের স্কুল মাঠে খেলাধুলার সুবিধা সহ বিভিন্ন উপকরণ ।

🎯 আমাদের ঠিকানা : উপজেলা ভূমি অফিস রোড, ইছহাক শপিং সেন্টার সংলগ্ন, নান্দাইল, ময়মনসিংহ।
(☎: ০১৯১৩ ৯০২০৯০)

13/01/2024

ভর্তি চলছে🎤📣 ভর্তি চলছে...
✼★━━━━━━━━━━━━━━━━★✼

✪ ‘আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ভালো একটি স্কুলে ভর্তি করানো আপনার দায়িত্ব।’

🌈 স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল -এ
ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
( প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত)

✅ সম্পূর্ণ আধুনিক, শিশুবান্ধব, আনন্দ- বিনোদনমুখর এবং মনোমুগ্ধকর পরিবেশে স্থাপিত স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল।

🔰 প্রতিষ্ঠাতা ও পরিচালক :
শাহ্ আলম ভূঁইয়া

♻ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল ✆ ০১৯১৩ ৯০২০৯০

🎯 ঠিকানা :
উপজেলা ভূমি অফিস রোড ,
ইছহাক শপিং সেন্টার সংলগ্ন, নান্দাইল, ময়মনসিংহ।
✼★━━━━━━━━━━━━━━━━★✼

Address

Haluaghat Upazila

Alerts

Be the first to know and let us send you an email when সময়ের আয়না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সময়ের আয়না:

Share