শিক্ষামূলক বার্তা

শিক্ষামূলক বার্তা যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।
(3)

পেইজ নামঃ শিক্ষামূলক বার্তা
নাম:- মোঃ রাকিব খান

পেশা:- চাকরি।
___(ভবিষ্যতে বড় কিছু হওয়ার চেষ্টায়
আছি,বাকিটা আল্লাহ হাতে__)

উচ্চতা:- ৫ ফুট ৬"।

ওজন:- কমু না...!
___(সরম লাগে__)
↑↓

→আমি খুব সাধারণ একটি ছেলে←
♪আমার ভালো লাগে ইতিবাচক কাজ করতে।
→আমার সবচেয়ে পছন্দ মানুষের উপকার করা চেষ্টা করা←
→ভালো লাগে কোন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে←

↑আমি প্রকৃতি কে ভালোবাসি↓
→মানুষ কে পছন্দ করি←
→নবীজীক

ে শরণ করি←
↑আল্লাহ কে বিশ্বাস করি↓

আমি আমার মা কে সবচেয়ে বেশি ভালোবাসি তবে বাবা কেউ কম নয়।

পড়ালেখা:- এমবিএ (বিষয়-ব্যবস্থাপনা)কমপ্লিট।
←←
কাজঃ-
মনের বিরুদ্ধে
কোন কাজ করি না।
মন যা চাই তাই করি।
__(তা অবশ্যই পজেটিভ_)
→→
স্বভাব:- চঞ্চল টাইপের।
→→
খেলাধূলা:-
ক্রিক্রেট খেলতে ভালবাসি।
মাঝে মাঝে দাবাও খেলি আর ঋতুতে Badmenton খেলি।....→কতিপয় প্রিয়→.....

ফুটবল টিম:- জার্মানি ও আর্জেন্টিনা।

ক্রিক্রেট টিম:-
বাংলাদেশ এবং অস্টলিয়া
ক্রিক্রেট টিম।

Singer:-
হ্নদয় খাঁন, তাহসান খান, ইমরান আরো অনেকেই।
এছাড়াও Arijeet singh, Shrey Goshal, Shrey Singhal আরো অনেকেই।।

21/03/2025

★লাইলাতুল কদরের রাত্রি চিনার আলামত
রাসূল (স) বলছেন:-

১. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
২. নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
৩. মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
৪.সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
৫. কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
৬.ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
৭. সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত। -

সহীহ ইবনু খুযাইমাহ: ২১৯০; বুখারী: ২০২১; মুসলিম: ৭৬২

 #বাংলাদেশে বিজোড় রাত সমূহ:-★২১ মার্চ- শুক্রবার দিবাগত রাত★২৩ মার্চ- রবিবার দিবাগত রাত★২৫ মার্চ- মঙ্গলবার দিবাগত রাত★২৭ ...
21/03/2025

#বাংলাদেশে বিজোড় রাত সমূহ:-

★২১ মার্চ- শুক্রবার দিবাগত রাত
★২৩ মার্চ- রবিবার দিবাগত রাত
★২৫ মার্চ- মঙ্গলবার দিবাগত রাত
★২৭ মার্চ- বৃহস্পতি দিবাগত রাত
★২৯ মার্চ- শনিবার দিবাগত রাত

*রাসূল(স:):-"'তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবে কদর অনুসন্ধান কর।'"
(বুখারী, তাওহীদ ২০১৭)

29/01/2025

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!
ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।
তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-
১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।
২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।
মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।
৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।
চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।
উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।
সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।
তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।”
সূত্র :- রেড্ডি।
সংগ্রহ :- ভাস্কর।

23/01/2025

"সৌন্দর্য হওয়ার চেয়ে
সৎ হওয়া বেশি প্রয়োজন
কারণ সৌন্দর্য প্রশংসা করে কয়েক বছর
কিন্তু সততার প্রশংসা সারা জীবন থাকে"

21/01/2025

পৃথিবীর সবচেয়ে জটিল
অংকের নাম জীবন।
যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।

19/01/2025

★কিভাবে কথা বলতে হয় চলুন মহান আল্লাহ তা'য়ালার কাছ থেকে শিখে:

১। কথা বলার পূর্বে সালাম দেওয়া। (সুরা-নুর ৬১)
২। সতর্কতার সাথে কথা বলো। (সূরা কফ-১৮)
৩। সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলো। (সূরা বাকারা-৮৩)
৪। অনর্থক ও বাজে কথা পরিহার করো। (সূরা মুমিনুন-০৩) পরিহার করো।
৫। কন্ঠস্বর নিচু করে কথা বলো। (সূরা লুকমান-১৯) বলো। ছেরা পুন ৬। বুদ্ধি খাটিয়ে কথা বলো ।(সূরা নামল ১২৫)
৭। সঠিক কথা বলো ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করো। (সূরা আহযাব-৭১-৭২)
৮। গাধার মত কর্কশ স্বরে কথা বলো না। (সূরা লুকমান-১৯)
৯। উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করো। (সূরা হা-মীম সাজদাহ-৩৪)
১০। উত্তম কথায় দাওয়াত দেও। (সূরা হা-মীম সাজদাহ-৩৪)
১১। ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া(সূরাছফ-০৯)
১২। পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন
করা। (সূরা আ'রাফ-১৯৯)
১৩। মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষনীয় ও কোমল উষায় দুঃখা বলবে না। (সূরা আহযাব-৩২)
১৪। মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। (সূরা ফুরকান-৬৩)

17/01/2025

★আজ বাংলা কত তারিখ ২০২৫ সাল
- আজকের বাংলা তারিখ শনিবার ৪ঠা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৭ রজব ১৪৪৬ হিজরি, শীত-কাল.

16/01/2025

আজ বাংলা তারিখ ২০২৫ সাল:-
আজকের বাংলা তারিখ বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৫ রজব ১৪৪৬ হিজরি, শীত-কাল.

16/01/2025

★গাজা পোড়াতে চেয়েছিলো যারা রবের হুকুমে পুড়ছে তারা, আগুনে জ্বলছে অশ্লিলতার নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া।

আল্লাহ বলেনঃ- তারা কৌশল অবলম্বন করে, আমিও কৌশল অবলম্বন করি। (সূরা ত্ব-রিক)

তিনি আরো বলেনঃ- নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। (সূরা বুরুজ)

10/01/2025

প্রিয় নবী মোহাম্মদ বলেছেন:
'অসৎ সঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো। আর একাকিত্বের চেয়ে সৎ সঙ্গী ভালো।'
(সহিহ বুখারি: ২৪০৯)

প্রিয় নবী মোহাম্মদ বলেছেন:
'মানুষ তার বন্ধুর ধর্ম (স্বভাব-চরিত্র) দ্বারা প্রভাবিত হয়। সুতরাং সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তা যেন অবশ্যই যাচাই করে নেয়।'
-(জামে তিরমিজি: ২৩৪৭)

08/01/2025

সুস্থতা আল্লাহতালার বড় নিয়ামত

07/01/2025

🌄ছোট্ট একটা হাদিস।

★রাসূলকে একবার আবু জাহেল বলেছিল, 'মুহাম্মদ তুমি বড়ই কুৎসিত।' রাসূল বললেন, 'তুমি ঠিক বলেছো।'
• হযরত ওমর (রা.) প্রতিবাদ করে বললেন, 'আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর।' রাসূল বললেন, 'তুমি ঠিক বলেছো।'
*হযরত আবু বকর (রা.) বললেন, 'রাসূল, আপনি দুজনকেই বললেন ঠিক বলেছো - এর অর্থ কি?'
*রাসূল বললেন 'মানুষ যখন কিছু দেখে, তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায়!' অর্থ্যাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে! যে নিজে যত সুন্দর, অন্যকে সে তত সুন্দর করে।

(সবহানআল্লাহ)

Address

Gafargaon
Mymensingh
2233

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষামূলক বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category