SM Ovi

SM Ovi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SM Ovi, Digital creator, Mymensingh.

03/05/2025

প্রতিটি দিনই নতুন করে জীবন শুরু করার সুযোগ নিয়ে আসে I

01/05/2025

মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার কিছু থাকেনা এবং যখন অনেক কথা থাকে কিন্তু সে বলতে পারেনা!

- জুনায়েদ ইভান

সবসময় পাহাড় আর সমুদ্রে নয়। মাঝে-মাঝে গ্রামের ধান ক্ষে'তের কাচা রাস্তায় হারাইতেও মন চায়।❤️
28/04/2025

সবসময় পাহাড় আর সমুদ্রে নয়। মাঝে-মাঝে গ্রামের ধান ক্ষে'তের কাচা রাস্তায় হারাইতেও মন চায়।❤️

28/04/2025

ঘরে গেছে চাষা,
ঝিমায়েছে এ পৃথিবী–
তবু পাই টের
কার যেন দুটো চোখে নাই এ ঘুমের
কোনো সাধ!

18/11/2024

_ তোমাকে উদ্দেশ্য করে বলছি যেদিন তুমি পুরোপুরি ভাবে আমাকে হারিয়ে অন্য কারো হয়ে যাবে একেবারে সেদিন তুমি আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে, জীবনে যেদিন কারো কাছ থেকে ভালোবাসায় ঠকে যাবে ঠিক সেদিন আমার কথা তোমার মনে পড়বে, তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করার মুহূর্তগুলো তোমার চোখে ভাসতে থাকবে কিন্তু হয়তো সেদিন তুমি আমাকে চাইলেও আমি তোমাকে ফিরিয়ে নেওয়ার মতো কোনো সুযোগই থাকবে না আমি তোমার জন্য দোয়া করছি তোমাকে হারানোর ভয়ে আমি যতটুকু কান্না করেছি ঠিক ততটুকুই তুমি সুখী হও...!!☺️💔🥹

17/11/2024

আমি এইটা ভেবে অনেক বেশি খুশি ,যে তুমি আমাকে ভুলে গেছো , কিন্তু আমার এই মন তোমাকে ভুলতে পারবে না।
তোমাকে মনের যে জায়গায় এ রাখে দিয়েছি , সে জায়গা কেউ কখন ও নিতে পারবে না। সে জায়গা আমি কাউকেই দিতে পারব না।

যদি-ও আমার জীবনে 2 য় কোনো নারী আশে তার কাছে তোমার কথা বলব। একজন মানুষ আমার ছিল 😄 যাকে আমি ভালোবাসতাম , সে আমার জীবন এ আসা প্রথম নারী ছিল 🙃🖤
দোয়া করি তুমি যেখানে থাকো ভালো থেকো | 🦋

♦সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদীর প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন।সুবর্ণ...
27/08/2024

♦সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদীর প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন।

সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন, যেই রুমে ঝগড়া হয়েছিল, সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে, কথাটি হল- 'সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি'|

এতো ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি, ২০০৮ সালে ডিভোর্স হয়। কারণ ভালোবাসা রং বদলায়..!

জীবনানন্দ দাশ লিখেছিলেন-
'প্রেম ধীরে মুছে যায়; নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।'

এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসে লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে একশ হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য।

সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে উঠে দুজনের জীবন। প্রেম সত্যি একসময় মুছে যায়।

গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে।

বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না। তার মধ্যে আলাদা কিছু নেই। সে আর দশটা মানুষের মতোই সাধারণ।

স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার"
গুলতেকিন বারবার বলতে থাকে- 'তোমার লেখাই ভালো, অন্যকিছু ভালো না।'

আসলেই ভালোবাসা রং বদলায়!
নন্দিতা রায়ের 'বেলাশেষে' সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বুঝানো হয়েছে-

'হাতের ওপর হাত রাখা খুব সহজ,
সারাজীবন বইতে পারা সহজ নয়!'

সহজ না হওয়ার কারণ ঐ একটাই-
'ভালোবাসা রং বদলায়' 🙃

আসলে প্রেম ভালবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস-
"মনের মানুষ" এবং "মানুষের মন"।

এই দু'টোর উপর বিশ্বাস থাকা ভাল এবং উচিতও বটে। তবে সেটা কেবলই নিজের মধ্যে। কখনোই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী বড়াই দেখানোও উচিত নয়।

কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোনদিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত। হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের।
আসলেই ভালবাসা রং বদলায়।

26/08/2024

প্রত্যেক মানুষের দু'টি দিক থাকে,
একটা প্রকাশ করে,আরেকটা অন্তরে চাপা রাখে!প্রত্যেক মানুষের দু'টি দিক থাকে,
একটা প্রকাশ করে,আরেকটা অন্তরে চাপা রাখে!

26/08/2024

ম'স্তি'ষ্কে বি'ষ'ণ্ণ'তা মুখে হাসি,আমিতো দুঃ'খ আ'ড়াল করে বে'দনায় ভাসি!

26/08/2024

পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না, আমি'ত একটা মানুষ!

26/08/2024

প্রতিটা মানুষের বুকের মধ্যে একটা করে আয়না ঘর আছে।
যেখানে গুম হয়ে যায় কত না বলা কথা, না পাওয়া ভালোবাসা, না বলা কত দূঃখের পাহাড়।
হারিয়ে ফেলা কত মানুষের স্মৃতি।
আরও থাকে এক বুক অভিমান, অনুযোগ, খুনশুটি।
এতো এতো গুম হয়ে যাওয়া আবেগ আর স্মৃতি নিয়েও মানুষ বাঁচে অনেক কষ্টে, বিধস্ত, এলোমেলো আর ক্লান্ত হয়ে।
স্বৈরাচারীর পতন হলে লুকানো অনেক কিছুই উন্মুক্ত হয় গুম হয়ে যাওয়া কত মানুষ আবার নতুন জীবন পায় স্বাধীনতা পায়।
কিন্তু এই যে বুকের ভেতরের যে রক্ত বন্যা বয় ঝর্ণার ন্যায় বয় অশ্রু তারা কখনোই উন্মুক্ত হয় না স্বাধীনতা পায় না। কেউই খোঁজ পায় না কেউ কখনো জানতে ও পারেনা। ঠিক কতটা ডুকরে কেঁদে কেঁদে রাত পার করেছে একটু আনন্দ আলোর অপেক্ষায়.🖤🌸

24/08/2024

হ্যাঁ আমি move on করেছি কিন্তু ...

তোমার জন্মদিন এখনো মনে আছে। আমার গ্যালারীতে এখনো তোমার কিছু ছবি আছে।

তোমার গলা আজও মনে পড়ে। আমি এখনও আমাদের পুরানো মেসেজ পড়ি।

যখন আমি তোমার নাম শুনি আমার হৃদয় এখনো একটি স্পন্দন ছেড়ে দেয়।😅❤️‍🩹

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Ovi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share