Bhaluka : The City of Beauty

Bhaluka : The City of Beauty Like-Follow and stay tuned.

ভালুকার ইতিহাস ও ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য আমাদের ছোট্ট প্রয়াস। লাইক-ফলো করে সাথেই থাকুন : Our small effort to present the history and heritage of Bhaluka to the world.

29/08/2025
৬নং ভালুকা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আশকা স্কুল মোড়ে ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-...
28/08/2025

৬নং ভালুকা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আশকা স্কুল মোড়ে ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব ছাইফ উল্লাহ পাঠান ফজলু, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা।
উপস্থিত ছিলেন ৬নং ভালুকা ইউনিয়ন জামায়াতের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল সহ উপজেলা ও ইউনিয়নের জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন আশকা এলাকার সাধারণ মানুষ।নেতৃবৃন্দ বলেন আগামীর ভালুকা দাঁড়িপাল্লার ভালুকা।

#ভালুকা #জামায়াতে_ইসলামী

05/08/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক বিজয় মিছিল
ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন

৩ নং ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের দোসর  সন্ত্রাসী আজাদ ...
23/07/2025

৩ নং ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের দোসর সন্ত্রাসী আজাদ হোসনে সরকার কে আজ বিকেলে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এই আজাদ সৈরাচারী শেখ হাসিনার আমলে সাবেক বিনা ভোটের এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনুর ছত্রছায়া এলাকায় গড়ে তুলে ত্রাসের রাজত্ব। ভোট কেন্দ্র লোট থেকে শুরু করে অন্যের জমি দখল, বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানি মামলা এবং সাধারণ নেতাকর্মীদের গ্রেফতার করানো সহ এমন কোন অপকর্ম নাই যা তার দ্বারা হয়নি। ২০১৮ সালে নির্বাচনে রাংচাপড়া বাজারে বিএনপির দুইটি নির্বাচনী অফিস ভেংগে তাতে আগুন লাগিয়ে দেয় এই আজাদ সহ রাংচাপড়ার আরো অনেক আওয়ামিলীগের দোসরা। বিগত সৈরাচারী আওয়ামী লীগ এর ১৭ বছরে বিএনপির যতো প্রোগ্রাম হতো, সকল প্রোগ্রামে বিএনপি নেতাকর্মীদের আটকানোর জন্য এই আজাদের নেতৃত্বে চেকপোস্ট বসাতো রাংচাপড়া বাজারে৷ ধীতপুর ইউনিয়ন, বিরুনীয়া ইউনিয়ন তথা, ভালুকার পূর্বাঞ্চলের বিএনপির নেতাকর্মীদের আটকানোর দায়িত্ব থাকতো এই খুনি হত্যা মামলার আসামী আজাদের উপর। এখন আবার শুনতেছি বিএনপির কিছু নেতা কর্মী এই আজাদ থানা থেকে ছাড়ানোর জন্য নিকো তদবির শুরু করেছেন৷ এই আজাদ কে থানা থেকে ছাড়ানোর তদবির যারা করবে তাদের তালিকাও প্রকাশ করবো ইনশাআল্লাহ।

18/07/2025

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
মুসলিম হিসেবে একজন আলেমের অপমান কোন ভাবেই মেনে নিতে পারি না। একজন ইমামকে মসজিদের ভিতরে তার স্ত্রী ও অবুঝ সন্তানের সামনে এভাবে মানুষ মারতে পারে! মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে একজন ইমামকে বেইজ্জতি ও মারধরের রফাদফা হয়ে গেলো!! দামাচাপার বিচারে উপস্থিত মুসুল্লিগণ খুবই মর্মাহত এবং হতবাক ! এলাকাবাসী ও উক্ত সমাজের মানুষ বিচারে খুবই অসন্তুষ্ট। কাওকে কিছু না বলতে দিয়েই বিচার শেষ। এই মুফতি সাহেবকে চারজন মিলে মারছে তারা হলেন, ক্বারী আশকর আলী, তার ছেলে সেলিম মিয়া ও ইকবাল মিয়া। তার ভাতিজা আশরাফুল। এই চাজনে মিলে মারলেও হাতে ধরে, মাত্র একজনে মাফ চাইছে। এলাকাবাসীর দাবী এই চার কুলাংগারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। পরের নিউজে এদের ছবি সহ খবর আসছে।

জামায়াতে ইসলামী আসলে আদর্শের রাজনীতি করে;-  ১৯ শে জুলাই জাতীয় সমাবেশ কে ঘিরে তাদের উন্মাদনা এবং আলোচিত কয়েকটি ঘটনা।১। জা...
18/07/2025

জামায়াতে ইসলামী আসলে আদর্শের রাজনীতি করে;- ১৯ শে জুলাই জাতীয় সমাবেশ কে ঘিরে তাদের উন্মাদনা এবং আলোচিত কয়েকটি ঘটনা।
১। জামায়াতে ইসলামী নেতাকর্মীদের যাতায়াতের জন্য ট্রেনের অগ্রম টিকেট ক্রয় এবং ভাড়া পরিশোধ।

২। বাসের পাটাতনে যিনি শুয়ে আছেন তিনি একজন জামায়াত নেতা। আগামীকাল মহাসমাবেশের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসে কর্মীদের সিট বুঝিয়ে দেয়ার পর জায়গা সংকটে তিনি নিজের জন্য বেছে নিয়েছেন বাসের ধুলিমাখা পাটাতন। জাকারিয়া আল হোসাইন নামে একজন ব্যক্তি ছবিটি ফেসবুকে আপলোড দিয়ে লিখেছেন,

“দায়িত্বশীল কাকে বলে! সবাইকে সিট বুঝিয়ে দিয়ে নিজে বাসের ফ্লোরে বস্তা বিছিয়ে শুয়ে মাথায় পানির বোতল ঠেশ দিয়ে জাতীয় সমাবেশে যাচ্ছেন সুদূর সাতক্ষীরা থেকে একজন দায়িত্বশীল।

কি আদর্শ আর ভ্রাতৃত্ব তাদের। যত দেখছি মুগ্ধ হচ্ছি। অথচ তিনি পুরো গাড়িতে যতজন ডেলিগেট আছেন সবার দায়িত্বশীল। পারলে ভালো একটি সিটে বসে সুন্দর করে যাইতে পারতেন। কেউ কিছু বলতো না।

এ জামায়াত রুখতে পারে! সাধ্য কার।”

18/07/2025

ভাটগাঁও আল আকসা জামে মসজিদের ইমামের উপর ন্যাক্কার জনক হামলা। আজকে জুমার নামাজের পর ইমাম সাহেব কে মসজিদের ভিতরে বেধরক মাইর দেয়।

17/07/2025

আপনার সুপরিকল্পনায় পরিচ্ছন্ন ভলুকা।
হাসান আব্দুল্লাহ আল মাহমুদ Uno Bhaluka. আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আসলে সৃষ্টিশীলতা মানুষের মনের মধ্যে থাকতে হয়। আমাদের ভালুকায় এযাবৎ কালের সেরা এবং সবচেয়ে ডাইনামিক উপজেলা নির্বাহী অফিসার আপনি। আপনার চমকপ্রদ প্রদক্ষেপ প্রতিনিয়ত ভালুকার মানুষের মধ্যে কৌতুহলের জন্ম দিচ্ছে। আপনি ভালুকার মানুষের জন্য এরপর কি নিয়ে আসছেন। এই পার্ক, এর আগে ভালুকা বাসস্ট্যান্ডের মতো জায়গায় ছেড়া পলিথিন এর বদলে সাজানো গোছানো একটা মার্কেট। এলোমেলো চায়ের দোকান গুলোর জন্য সুপরিকল্পিত চা স্টল। ভালুকা বাসস্ট্যান্ড তথা আশপাশের জায়গায় গুলোতে গাছ লাগানো। এখনো পর্যন্ত আপনার নেওয়া প্রদক্ষেপ গুলো, সবই ভালুকার মানুষের কল্যাণার্থে। শুভ কামনা রইলো আপনার জন্য।

অথচঅনেক ছাত্র ছাত্রী আছে যারা ঘোরাফেরা, আড্ডা মারা আর মোবাইল চালানোর পরে, সময় পাইলে লেখাপড়া করে। এরা ভালো রেজাল্ট তো আশা...
17/07/2025

অথচ
অনেক ছাত্র ছাত্রী আছে যারা ঘোরাফেরা, আড্ডা মারা আর মোবাইল চালানোর পরে, সময় পাইলে লেখাপড়া করে। এরা ভালো রেজাল্ট তো আশা করতেই পারবে না। উল্টো তারা ফেইল করবেই!! এটাই তো স্বাভাবিক।

15/07/2025

একজন ফুটবলারের দক্ষতা
বাচ্চাটাকে কত নিখুত ভাবে সেইফ করলো

আলাদিন এর চেরাগ পেয়ে কাঠ মিস্ত্রি থেকে সৈরাচার আওয়ামী লীগ এর আমলে হয়েছে কোটি কোটি টাকা ও বাড়ী গাড়ীর মালিক!ছবির লোকটার না...
05/07/2025

আলাদিন এর চেরাগ পেয়ে কাঠ মিস্ত্রি থেকে সৈরাচার আওয়ামী লীগ এর আমলে হয়েছে কোটি কোটি টাকা ও বাড়ী গাড়ীর মালিক!
ছবির লোকটার নাম রফিকুল ইসলাম রবি, সে ভালুকা উপজেলা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের প্রচার সম্পাদক, সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি মনিরের ছত্র ছায়াই এমন কোন অপকর্ম নাই যা সে করে নি, ভালুকা বাসস্ট্যান্ডের চাঁদাবাজি,জোর করে মানুষের জমি দখল, অন্যের টাকা মেরে দেওয়া এমন কোন অপকর্ম নাই যা তার দ্বারা হয়নি। এই সৈরাচার আওয়ামী লীগের দোসর এখনো দারুণ প্রতাপের সাথে বুক ফুলিয়ে ভালুকা বাসস্ট্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। এখন বিভিন্ন বিএনপি নেতাদের বলে বেড়ায় তার উমুক আত্মীয় বিএনপি করে, তুমুক আত্মীয় বিএনপি করে। বিএনপি নেতারা রফিকুল ইসলাম রবির মতো দালাল বাটপার কে যদি এখনো আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখে। তাহলে আর কি বলার থাকে!! ৫ ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডে একটা একটা করে গাড়ী চেকিং এর দায়িত্বে ছিলো এই রবি সহ আরো অনেক আওয়ামী দোসর, পর্যায় ক্রমে তাদের তালিকাও প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। এই রবি ৫ ই আগষ্টের আগে থেকে ছাত্র জনতার আন্দোলনে এতো বাঁধা, হুমকি দামকি দেওার পরও কি ভাবে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এটাই সাধারণ ছাত্র জনতার মনে প্রশ্ন। ছাত্র জনতার একটি বৃহৎ অংশ জোর দাবী জানিয়েছে অতি দ্রুত এই রবিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

03/07/2025

ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশ্ব ব্যাংকের অর্থায়নে, সরকারী ভাবে শৌচাগার নির্মাণে,ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।
প্রতিটি শৌচাগার নির্মাণে বাজেট ৩৬ হাজারের বেশি টাকা হলেও কাজ খুবই নিম্ন মানের হচ্ছে! রিং স্লাপ গুলো খুবই নিম্ন মানের, হাতে ধরার সাথে ভেঙে যাচ্ছে, এছাড়াও নির্মান কালে সাইট গাথনি ইট দিয়ে করার কথা থাকলেও করা হচ্ছে, হালকা গাইড স্লাপ দিয়ে। ফ্লোর ঢালাইয়ের সময় সিমেন্ট দেওয়া হচ্ছে খুবই সামান্য! ঢালাই দেওয়ার সময় সরাসরি মাটিতে দেওয়া হচ্ছে, নিচে দেয়নি কোন পলিথিন অথবা বালি! ভুক্তভোগী পরিবার গুলোর দাবী; এগুলো এতোটাই নিম্ন মানের নির্মাণ করা হচ্ছে, নির্মাণের পর, ৬ মাসও টিকবে না। তাই তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। এছাড়াও ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা Uno Bhaluka ভালুকা সাহেবের সুদৃষ্টি কামনা করেন৷ সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।
ভিডিও কমেন্টে

Address

Bhaluka
Mymensingh
2240

Alerts

Be the first to know and let us send you an email when Bhaluka : The City of Beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share