Chakri Bidda - চাকরি বিদ্যা

Chakri Bidda - চাকরি বিদ্যা Creating a community of diverse learners.

01/07/2025

✌বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব-১ :✌

(১) বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর : দক্ষিণ এশিয়া
(২) বাংলাদেশের স্বাধীনতা দিবস-
উত্তর : ২৬ মার্চ
(৩) বিজয় দিবস পালিত হয়-
উত্তর : ১৬ ডিসেম্বর
( ৪) বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে
উত্তর : এএনএ সাহা
(৫) বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ?
উত্তর : নজরুল ইসলাম
(৬) সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ?
উত্তর : নারিকেল জিনজিরা
(৭) বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উত্তর : সিয়েরা লিয়ন
(৮) বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?উত্তর : ৭টি
(৯) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কত জন ছিলেন?
উত্তর : ৩৪ জন
(১০) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
উত্তর : বেগম রাজিয়া বানু
(১১) বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?উত্তর :
ড. কামাল হোসেন
(১২) গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর : ০৪ নভেম্বর , ১৯৭২
(১৩) বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২
(১৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ?
উত্তর : ৪ নভেম্বর
(১৫) কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?
উত্তর : UNESCO
(১৬) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী ?
উত্তর : পুণ্ড্র
(১৭) বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
উত্তর : ভুটান
(১৮) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর : হামিদুর রহমান
(১৯) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
উত্তর : সৈয়দ মাইনুল হোসেন
(২০) বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
উত্তর : আরব-বাংলাদেশ ব্যাংক
(২১) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর : ১৯৫৫ সালে
(২২) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উত্তর : মহেশখালী
(২৩) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর : কামরুল হাসান
(২৪) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উত্তর : বরেন্দ্র গবেষণা জাদুঘর
(২৫) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁওয়ে
(২৬) বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি ?
উত্তর : সেন্টমার্টিন
(২৫) বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
উত্তর : বেনাপোল
(২৬) বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ?
উত্তর : ৪ টি
(২৭) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : লুই আই কান
(২৮) মুজিবনগর সরকার শপথ গ্রহন করে কবে?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১
(২৯) রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?উত্তর : সংবাদ পত্র
(৩০) মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : করতোয়া
(৩১) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?
উত্তর : ১০ : ৬
(৩২) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে ?
উত্তর : সম্রাট আকবর
(৩৩) কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
উত্তর : হুমায়ুন
(৩৪) বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত ?
উত্তর : ২টি
(৩৫) ‘বাংলার মুক্তি সনদ’ নামে পরিচিত কোনটি ?
উত্তর : ৬ দফা
(৩৬) বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর : ৪ মার্চ ১৯৭২
(৩৭) বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি ?
উত্তর : চলন বিল
(৩৮) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?
উত্তর : সুন্দরবন
(৩৯) বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তর : সুপ্রিম কোর্ট
(৪০) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর : ইরাক
(৪১) বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
উত্তর : এক কক্ষ
(৪২) ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?
উত্তর : ১৬১০
(৪৩) বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উত্তর : হরিপুর
(৪৪) পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হালো ?
উত্তর : ৩৩ তম
(৪৫) জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর : সম্মিলিত প্রয়াস
(৪৬) নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর : বাংলা একাডেমিতে
(৪৭) মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর : ১১টি
(৪৮) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ?
উত্তর : ৭ টি
(৪৯) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
উত্তর : ১৩৬ তম
(৫০) বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে ?
উত্তর : ১৯৭৪ সালে

  ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ:ইরানের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাটি সম্পূর্ণ ম...
24/06/2025

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ:

ইরানের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাটি সম্পূর্ণ মিথ্যা। ইরান শিগগিরই 'মাঠের বাস্তবতায়' এই মিথ্যাচারের জবাব দেবে।

   তেহরান এবং কারাজে আজ যে বিস্ফোরণ ঘটেছে তা ১২ দিনের মধ্যে সবচেয়ে বড়।একেরপর এক বিস্ফোরণ ঘটেই চলেছে তেহরানে।বাঙ্কার-বা...
24/06/2025

তেহরান এবং কারাজে আজ যে বিস্ফোরণ ঘটেছে তা ১২ দিনের মধ্যে সবচেয়ে বড়।

একেরপর এক বিস্ফোরণ ঘটেই চলেছে তেহরানে।
বাঙ্কার-বাস্টার বিস্ফোরণেরও খবর পাওয়া যাচ্ছে।

  একজন ইরাকি সামরিক কর্মকর্তা বলেছেন যে, একটি অজ্ঞাত ড্রোন বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে,...
24/06/2025

একজন ইরাকি সামরিক কর্মকর্তা বলেছেন যে, একটি অজ্ঞাত ড্রোন বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র: রয়টার্স

  তেহরানের একাধিক স্থানে হামলা চালাচ্ছে দখলদার ই স রা য়ে ল। এখনো গননা করাও সম্ভব হয়নি যে কয়টি স্থানে একত্রে হামলা চালাচ্...
24/06/2025

তেহরানের একাধিক স্থানে হামলা চালাচ্ছে দখলদার ই স রা য়ে ল।

এখনো গননা করাও সম্ভব হয়নি যে কয়টি স্থানে একত্রে হামলা চালাচ্ছে।

আসলেই কি একটা যুদ্ধ বিরতি হয়েছে? ট্রাম্প বলছে যুদ্ধ বিরতি হয়েছে ৬ ঘণ্টা পর উভয় পক্ষ মেনে নিবে ইরান ১২ ঘণ্টা পর যুদ্ধ বির...
23/06/2025

আসলেই কি একটা যুদ্ধ বিরতি হয়েছে?

ট্রাম্প বলছে যুদ্ধ বিরতি হয়েছে ৬ ঘণ্টা পর উভয় পক্ষ মেনে নিবে ইরান ১২ ঘণ্টা পর যুদ্ধ বিরতি শুরু করবে আর ইসরাইল ২৪ ঘণ্টা পর।

ইরানের বিভিন্ন সোর্সের কথা উল্লেখ করে পশ্চিমা মিডিয়া বলছে ইরান এই যুদ্ধ বিরতির প্রস্তাব গ্রহণ করেছে। আবার ইরানি সোর্সের কথাই উল্লেখ করে তারা জানায় যে ইরানের কাছে যুদ্ধ বিরতির কোনও প্রস্তাবই আসেই নাই। এটা মেনে নেয়া তো দূরের কথা।

ইসরাইলের কোন কর্মকর্তা এ বিষয়ে মুখ খুলছে না।

সুতরাং ইরান এবং ইসরাইল থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে। আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Source: Sorwar Alom

ইরান এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন ট্রাম্প!সবাইকে অভিনন্দন! ইরান এবং ইসরাইল একটা পুরোপুরি যুদ্ধ বিরতিতে সম...
23/06/2025

ইরান এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন ট্রাম্প!

সবাইকে অভিনন্দন! ইরান এবং ইসরাইল একটা পুরোপুরি যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। (আনুমানিক আগামী ৬ ঘণ্টার মধ্যে যখন ইরান এবং ইসরাইলে সকাল হবে, এবং তারা উভয়ে তাদের ফাইনাল মিশন শেষ করবে)।

23/06/2025
কাতারে ইরান হামলা চালানোর পর তেলের দাম গত পাঁচ বছরের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে।সূত্র : ফিনান্সিয়াল টাইমস
23/06/2025

কাতারে ইরান হামলা চালানোর পর তেলের দাম গত পাঁচ বছরের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে।

সূত্র : ফিনান্সিয়াল টাইমস

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে আলোচনার জন্য ইঙ্গিত দিয়েছে ইরান।রয়টার্সের এবং একজন সিনিয়র ইরানি কর্মকর্তার বর...
23/06/2025

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে আলোচনার জন্য ইঙ্গিত দিয়েছে ইরান।

রয়টার্সের এবং একজন সিনিয়র ইরানি কর্মকর্তার বরাতে আল জাজিরা জানাচ্ছে-

ইরান বলেছে,
"ইসরায়েলি এবং আমেরিকানরা যদি আলোচনায় প্রবেশের ব্যাপারে আন্তরিক হয়, তাহলে তাদের ইরানের উপর আক্রমণ বন্ধ করতে হবে।"

ইস/রায়ে/লে আজ রাতে ইরানের পক্ষ হতে একটি বড়সড় প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।এই কারণে, ইস/রায়ে/লের হোম ফ্রন্ট কমান্...
23/06/2025

ইস/রায়ে/লে আজ রাতে ইরানের পক্ষ হতে একটি বড়সড় প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এই কারণে, ইস/রায়ে/লের হোম ফ্রন্ট কমান্ড তার জরুরি অবস্থার নির্দেশাবলী শিথিল না করার সিদ্ধান্ত নিয়েছে

সূত্র: ইস/রায়ে/লি চ্যানেল ১২

সুবহানাল্লাহ ❤️
04/12/2024

সুবহানাল্লাহ ❤️

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Chakri Bidda - চাকরি বিদ্যা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share