01/07/2025
✌বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব-১ :✌
(১) বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর : দক্ষিণ এশিয়া
(২) বাংলাদেশের স্বাধীনতা দিবস-
উত্তর : ২৬ মার্চ
(৩) বিজয় দিবস পালিত হয়-
উত্তর : ১৬ ডিসেম্বর
( ৪) বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে
উত্তর : এএনএ সাহা
(৫) বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ?
উত্তর : নজরুল ইসলাম
(৬) সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ?
উত্তর : নারিকেল জিনজিরা
(৭) বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উত্তর : সিয়েরা লিয়ন
(৮) বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?উত্তর : ৭টি
(৯) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কত জন ছিলেন?
উত্তর : ৩৪ জন
(১০) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
উত্তর : বেগম রাজিয়া বানু
(১১) বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?উত্তর :
ড. কামাল হোসেন
(১২) গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর : ০৪ নভেম্বর , ১৯৭২
(১৩) বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২
(১৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ?
উত্তর : ৪ নভেম্বর
(১৫) কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?
উত্তর : UNESCO
(১৬) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী ?
উত্তর : পুণ্ড্র
(১৭) বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
উত্তর : ভুটান
(১৮) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর : হামিদুর রহমান
(১৯) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
উত্তর : সৈয়দ মাইনুল হোসেন
(২০) বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
উত্তর : আরব-বাংলাদেশ ব্যাংক
(২১) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর : ১৯৫৫ সালে
(২২) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উত্তর : মহেশখালী
(২৩) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর : কামরুল হাসান
(২৪) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উত্তর : বরেন্দ্র গবেষণা জাদুঘর
(২৫) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁওয়ে
(২৬) বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি ?
উত্তর : সেন্টমার্টিন
(২৫) বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
উত্তর : বেনাপোল
(২৬) বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ?
উত্তর : ৪ টি
(২৭) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : লুই আই কান
(২৮) মুজিবনগর সরকার শপথ গ্রহন করে কবে?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১
(২৯) রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?উত্তর : সংবাদ পত্র
(৩০) মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : করতোয়া
(৩১) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?
উত্তর : ১০ : ৬
(৩২) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে ?
উত্তর : সম্রাট আকবর
(৩৩) কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
উত্তর : হুমায়ুন
(৩৪) বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত ?
উত্তর : ২টি
(৩৫) ‘বাংলার মুক্তি সনদ’ নামে পরিচিত কোনটি ?
উত্তর : ৬ দফা
(৩৬) বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর : ৪ মার্চ ১৯৭২
(৩৭) বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি ?
উত্তর : চলন বিল
(৩৮) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?
উত্তর : সুন্দরবন
(৩৯) বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তর : সুপ্রিম কোর্ট
(৪০) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর : ইরাক
(৪১) বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
উত্তর : এক কক্ষ
(৪২) ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?
উত্তর : ১৬১০
(৪৩) বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উত্তর : হরিপুর
(৪৪) পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হালো ?
উত্তর : ৩৩ তম
(৪৫) জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর : সম্মিলিত প্রয়াস
(৪৬) নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর : বাংলা একাডেমিতে
(৪৭) মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর : ১১টি
(৪৮) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ?
উত্তর : ৭ টি
(৪৯) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
উত্তর : ১৩৬ তম
(৫০) বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে ?
উত্তর : ১৯৭৪ সালে